হাবড়া বিধানসভা নির্বাচনে ৯০,৫৩৩ ভোট পেয়ে জয়ী তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক। অন্যদিকে বিজেপি প্রার্থী রাহুল সিনহা পরাজিত হয়েছেন।
আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের হেভিওয়েট কেন্দ্রগুলোর মধ্যে হাবড়া অন্যতম।এবারে এই কেন্দ্রে মুখোমুখি লড়বেন রাজ্যের বিদায়ী খাদ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। বিজেপির তরফে ময়দানে নামছেন রাহুল সিনহা। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন সিপিআইএমের রিজিনন্দন বিশ্বাস।
হাবড়া উত্তর ২৪ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ১ লক্ষ ১ হাজার ৫৯০৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী আশিসকণ্ঠ মুখোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৫৫ হাজার ৬৪৩৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী আশিসকণ্ঠ মুখোপাধ্যায়কে ৪৫ হাজার ৯৪৭ ভোটে পরাজিত করেছিলেন। ২০১১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের প্রণব ভট্টাচার্যকে এই আসনে পরাজিত করেছিলেন।
২০০৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএমের পিকে ভট্টাচার্য হাবড়া কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের তপতী দত্তকে পরাজিত করেছিলেন। ২০০১ সালে কংগ্রেসের তপতী দত্ত সিপিআইএমের অমিতাভ নন্দীকে পরাজিত করেছিলেন। ১৯৯৬ সালে সিপিআইএমের বারেন বসু তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আবদুল হামিদ মণ্ডলকে পরাজিত করেছিলেন।
১৯৯১ ও ১৯৮৭ সালে এই আসনে সিপিআইএমের কমল সেনগুপ্ত (বোস) কংগ্রেসের বিমান দত্তকে পরাজিত করেছিলেন। তার আগে ১৯৮২ সালের নির্বাচনে সিপিআইএমের নিরোদ রায়চৌধুরী কংগ্রেসের বিমান দত্তকে পরাজিত করেছিলেন। ১৯৭৭ সালে সিপিআইএমের নিরোদ রায়চৌধুরী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের কৃষ্ণপদ চট্টোপাধ্যায়কে হারান। ১৯৭২, ১৯৭১ ও ১৯৬৯ সালে পর পর তিন বার কংগ্রেসের তরুণকান্তি ঘোষ এই আসনে জিতেছিলেন। ১৯৬৭ সালে বাংলা কংগ্রেসের জে.পি.মুখোপাধ্যায় এই আসনে জয়ী হয়েছিলেন। ১৯৬২, ১৯৫৭ ও ১৯৫১ সালে দেশের প্রথম নির্বাচনে পর পর ৩ বার হাবড়া আসনটি দখলে রাখেন কান্তি ঘোষ।