
বিধানসভার ভিতরে প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হলেন মমতা
১ মিনিটে পড়ুন . Updated: 28 Jan 2021, 04:17 PM IST- এদিন দিল্লির কৃষক আন্দোলনের পাশেও দাঁড়ান মমতা। বলেন, ‘কেউ সরকার বিরোধী আন্দোলন করলেই তাঁকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।
এবার বিধানসভায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কৃষি আইন বাতিলের দাবিতে বিধানসভায় পেশ হওয়া প্রস্তাবের ওপর বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। দাবি করেন, দেশের পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।
বৃহস্পতিবার প্রস্তাব পেশের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। তার মধ্যেই প্রস্তাব পেশ করেন পার্থ। এর পর মমতা বলেন, ‘তিনটি বিল প্রত্যাহার করো, নইলে সরকার গদি ছাড়ো। দেশের পরিস্থিতি এখন সরকারের হাতের বাইরে। তাই প্রধানমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।’
এদিন দিল্লির কৃষক আন্দোলনের পাশেও দাঁড়ান মমতা। বলেন, ‘কেউ সরকার বিরোধী আন্দোলন করলেই তাঁকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ২৬ জানুয়ারি কয়েকটা ছোট ঘটনার জন্য কৃষকদের দেশদ্রোহী, খালিস্তানি বলা হচ্ছে। এর তীব্র বিরোধিতা করছি।’ এদিন মমতা নাম না করে বিজেপিকে বলেন, ‘আগে দিল্লি সামলা, তার পর বাংলা।’
কেন্দ্রের কৃষি আইন বিরোধী প্রস্তাব পাশের জন্য বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছে তৃণমূল সরকার। এদিন প্রস্তাবের পাশে দাঁড়ানোর জন্য বাম – কংগ্রেস-সহ বিরোধীদের আহ্বান জানান মুখ্যমন্ত্রী।