রবিবার, ২ মে ভোটগণনা রাজ্যে। সেই উপলক্ষে দলীয় প্রার্থী এবং এজেন্টদের ভার্চুয়াল মাধ্যমে ক্র্যাশ কোর্স দিলেন তৃণণূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাটে নিজের বাড়িতে তৃণমূল প্রার্থী ও এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন মমতা। ৪৫ মিনিটের সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের ২৮৭ জন প্রার্থী এবং তাঁদের এজেন্টরা। বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরও।
এই বৈঠক প্রসঙ্গে এক প্রার্থী হিন্দুস্তান টাইমসকে বলেন, 'মুখ্যমন্ত্রী জোর দিয়ে আমাদের বোঝাতে চেয়েছেন যাতে আমরা কোনও গুজবে কান না দেই। কোনও কোনও কেন্দ্রের ক্ষেত্রে এজেন্টদের সতর্ক করে দলনেত্রী জানিয়েছেন, আমরা হয়ত প্রথমে পিছিয়ে যেতে পারি। কিন্তু শেষ হাসি হাসব আমরাই। তাই কোনও এজেন্ট যেন গণনা শেষ না হওয়া পর্যন্ত তাদের আসন না ছাড়েন।'
সেই তৃণমূল প্রার্থী জানান, দলনেত্রী সবাইকে নির্দেশ দিয়েছেন যাতে কারোর দেওয়া খাবার যেন দলের কেউ না খায়। সবাইকে একটি 'হেল্পলাইন' ফোন নম্বর দেওয়া হয়েছে। কোনও প্রার্থী যদি সম্যায় পড়েন তাহলে সেই নম্বরে ফোন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি সূত্র মারফত জানা গিয়েছে যে তৃণমূলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বার্তা দিয়েই দলীয় প্রার্থী এবং তাঁদের এজেন্টদের ভোট গণনার আগে উদ্বুদ্ধ করলেন তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, গণনার দিনে প্রাথমিক ট্রেন্ড দেখে যাতে কেউ আনন্দিত বা হতাশ না হয়। বরং গণনার শেষ পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে সবাইকে।
জানা গিয়েছে বৈঠকে মমতা বলেন, 'নিশ্চিত ভাবে আমরা প্রচুর আসনে জিতব। আমাদের জয়ের নিশ্চিত আসনগুলিতে বিজেপি গন্ডগোল বাধানোর চেষ্টা করবে। আমাদের সতর্ক থাকতে হবে।'