বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > বাড়তি পুলিশ, আকাশপথে নজরদারি, ১০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী - ভোটের জন্য প্রস্তুত কলকাতা

বাড়তি পুলিশ, আকাশপথে নজরদারি, ১০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী - ভোটের জন্য প্রস্তুত কলকাতা

Police personnel going to polling centre a day before the 4th phase of West Bengal Assembly Elections, at Alipore Hastings Office in Kolkata on Friday. (ANI Photo)

ভোটের দিন রাস্তায় নামানো হচ্ছে প্রায় সাড়ে ৪ হাজার অতিরিক্ত পুলিশ

রাত পোহালেই চতুর্থ দফার ভোট তিলত্তমায়। জেলার গ্রামগঞ্জ ঘুরে ভোট এবার বৃহত্তর কলকাতার একাংশে হতে চলেছে। যাদবপুর, কসবা, টালিগঞ্জ, বেহালা ও মেটিয়াব্রুজ - এই পাঁচটি এলাকা খাতায় কলমে দক্ষিণ ২৪ পরগনা জেলায় হলেও দীর্ঘদিন ধরেই তা কলকাতা পুরসভার আওতায় রয়েছে। তাই এই সব এলাকাগুলোকে কলকাতার ভিতরেই ধরা হয়। সেই হিসেবে শনিবারই কলকাতার বুকেই চলতি বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হতে চলেছে। আর সেই ভোটগ্রহণ যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্যে আগেভাগেই নির্বাচন কমিশনের পাশাপাশি কোমর বেঁধে নেমেছে কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসনও।

শনিবার সকাল থেকে কলকাতার মোট ২৫টি থানা এলাকায় ভোটগ্রহণ করা হবে। সেজন্য ভোটপর্ব নির্বিঘ্নে উতরে দিতে বেশিরভাগ দায়িত্ব পুলিশের উপরেই পড়েছে। ভোটপর্বে যাতে কোনও ধরনের অশান্তির ঘটনা না ঘটে বা ঘটলেও যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, সেই লক্ষ্যে বৃহস্পতিবার রাতেই কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্র।

সেই বৈঠকেই তিনি নির্দেশ দিয়েছেন, আগামিকাল ভোটের সময় সামান্য গোলমালের খবর পেলেই সঙ্গে সঙ্গে যেন পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যায়। প্রতিটি থানা এলাকায় যাতে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন হয়, তার জন্য আগে থেকেই ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন পুলিশ কমিশনার। সেই সঙ্গে তিনি এটাও জানিয়ে দেন যে, প্রতিটি ব্যবস্থা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ীই নিতে হবে। 

ভোটের দিন রাস্তায় নামানো হচ্ছে প্রায় ৪,৫০০ হাজার অতিরিক্ত পুলিশ। রাস্তায় থাকছেন ৩৩ জন ডেপুটি কমিশনার। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও রাস্তায় থাকবেন। আকাশপথেও চলবে নজরদারি। একাধিক জায়গায় উড়বে ড্রোনও। এছাড়াও পুলিশের পদস্থ কর্তারাও পরিস্থিতির ওপর নজর রাখবেন।

 ভোটের সময় অবাঞ্ছিত ঘটনা এড়াতে এলাকাজুড়ে টহল দেবে মোট ১২৩টি সেক্টর মোবাইল ভ্যান, ২৫টি ও তার সঙ্গে আরও ১২টি হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড। এছাড়াও ৫০টি টহলদার বাইক থাকবে। আরও ৬টি ডিভিশনাল ও একটি লালবাজারের স্ট্রাইকিং বাহিনী থাকছে। প্রতিটি স্ট্রাইকিং বাহিনীর টহলদার গাড়িতে থাকছেন ২০ জন করে পুলিশকর্মী ও আধিকারিক। ৯৪টি কুইক রেসপন্স টিমে টহল দেবে কেন্দ্রীয় বাহিনী। তাদের সঙ্গে থাকবেন কলকাতা পুলিশ আধিকারিকরাও। যেখানে ভোট হচ্ছে, সেই এলাকার অপরিসর রাস্তা ও ভোটকেন্দ্রের আশপাশেও কেন্দ্রীয় বাহিনী পুলিশকে সঙ্গে নিয়ে টহল দেওয়া হবে। এখন থেকেই বহিরাগতদের আটকাতে ৪০টি প্রবেশ ও বেরনোর রাস্তায় শুরু হয়েছে নাকা চেকিং। বিভিন্ন রাস্তায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চও শুরু করেছে। ভোটের আগেও কোথাও কোনও গোলমাল যাতে না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে কলকাতার বুকে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য ইতিমধ্যেই শহরে ১০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এই বাহিনীর একটা বড় অংশকেই কাজে লাগানো হবে শনিবারের ভোটে। বাকি অংশ কলকাতার বিভিন্ন অংশে রুট মার্চ করবে। ভোটকেন্দ্রগুলিতে মোতায়েন করা থাকবে কেন্দ্রীয় বাহিনী।

শনিবার শহরের ৭২১টি ভোটকেন্দ্রের ২ হাজার ৩৪৩টি বুথে ভোটগ্রহণ করা হবে। যে এলাকায় ৯টি বা তার বেশি সংখ্যক বুথ রয়েছে, সেখানে মোতায়েন করা হচ্ছে দুই সেকশন কেন্দ্রীয় বাহিনী, পাঁচটি ও তার বেশি বুথ থাকলে দেড় সেকশন ও দুই থেকে চারটি বুথ কোনও ভোটকেন্দ্রে থাকলে, এক সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

ভোটযুদ্ধ খবর

Latest News

চাকরি ছেড়ে ড্রাম বাজিয়ে উদ্দাম নাচ কর্মীর! তুমুল ভাইরাল ব্যক্তির মজার কাণ্ড Paytm অ্যাপ ব্যবহার করলে UPI আইডি বদলাতে হবে, জানুন পুরো পদ্ধতি সকাল-সকাল মাধ্যমিকের রেজাল্ট! কখন থেকে ওয়েবসাইটে দেখা যাবে? কখন মার্কশিট মিলবে? 'যদি নোটা সবথেকে বেশি ভোট পায় তবে…' জনস্বার্থ মামলার জেরে কমিশনকে সুপ্রিম নোটিশ মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের 'দাউদ আমার কাকু'- স্ক্যামারদেরই প্র্যাঙ্ক করলেন সাংবাদিক, সবটা শুনলে হাসবেন অভিজিতের সাথে যুগলবন্দি ‘খুদে অরিজিৎ’ শুভর, শাহরুখের গান গাইল শিলিগুড়ির ছেলে IPL-এ দুরন্ত ছন্দে, ৩টি কারণে ভারতের T20 বিশ্বকাপ দলে নটরাজনের সুযোগ পাওয়া উচিত টাক মাথা ভরে গেল চুলে! আজারউদ্দিনের ছেলের চেহারা বদলের ছবি অনলাইনে ভাইরাল সবেতেই মুসলিমদের সুবিধা দিতে চায় কংগ্রেস, কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে তোপ BJP-র

Latest IPL News

মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.