বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > 'প্রমাণ করতে পারলে কান কেটে দেব', টাকা নিয়ে BJP-তে যোগের অভিযোগে দাবি তনুশ্রীর

'প্রমাণ করতে পারলে কান কেটে দেব', টাকা নিয়ে BJP-তে যোগের অভিযোগে দাবি তনুশ্রীর

তনুশ্রী চক্রবর্তী। ছবি: পিটিআই (PTI)

তিনি বলেন, ‘দিলীপবাবুর মতো মানুষ হয় না।শিল্পীদের উনি সম্মান করেন বলেই বিজেপিতে আছি।’

মানুষের হাতে টাকা নেই বলেই নাকি জিনিসের দাম বেশি মনে হচ্ছে। নরেন্দ্র মোদী জমানায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে এমনই যুক্তি অভিনেত্রী তথা শ্যামপুরের বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর।একইসঙ্গে বিগত ১০ বছর ধরে শাসন করে আসা তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলে তনুশ্রীর অভিযোগ, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দিয়েছিলেন পশ্চিমবঙ্গে কাজ হবে এই আশায়। কাজ তো হয়নি। ব্যবসায়ীরাও কেউ পশ্চিমবঙ্গ নিয়ে আগ্রহী নন।

গতবার শ্যামপুর কেন্দ্রে তৃণমূল লোকসভা ভোটে এগিয়ে ছিল। কিন্তু এবারে ভোটের ফল অন্য হবে বলেই মনে করেন বিজেপি প্রার্থী। রীতিমতো আত্মবিশ্বাসের সুরেই বিজেপি প্রার্থী বলেন, ‘‌এই এলাকার মানুষের চোখের জল তিনি দেখেছেন। খাওয়ার জল নেই। হাসপাতাল অবধি নেই। গত ১০ বছরে বহু জায়গায় বিরোধীদের দেখাই যায়নি।যিনি এতদিন বিধায়ক ছিলেন, তিনি শ্যামপুরের জন্য কিছুই করেননি।’‌ তিনি কি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছেন?‌এই প্রশ্নের উত্তরে অবশ্য কিছুটা হলেও উত্তেজিত হয়েই বিজেপি প্রার্থীর মন্তব্য, ‘কেউ প্রমাণ করে দেখাক তো। কান কেটে দেব। বললেই হল টাকা নিয়েছি?‌ আমি কেন, দায়িত্ব নিয়ে বলছি, কেউই টাকা নেননি।’

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যতই শিল্পীদের ‘‌রগড়ে দেব’‌ মন্তব্য করুন না কেন, শ্যামপুরের বিজেপি প্রার্থীর মুখে অবশ্য দিলীপ প্রশস্তিই শোনা গেল। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘দিলীপবাবুর মতো মানুষ হয় না।শিল্পীদের উনি সম্মান করেন বলেই বিজেপিতে আছি।মাননীয়াও তো মোদিজীকে, অমিত শাহকে বলেছেন হোদোল কুতকুত, তাহলে কী বলবেন?‌’

বন্ধ করুন