বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > হার স্বীকার করে নিয়েছে তৃণমূল, ওন্দায় তাপস রায়ের মন্তব্যে দাবি বিজেপির

হার স্বীকার করে নিয়েছে তৃণমূল, ওন্দায় তাপস রায়ের মন্তব্যে দাবি বিজেপির

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছবি সৌজন্য : পিটিআই (PTI)

বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ পটেল এব্যাপারে বলেন, ‘এতে একটা জিনিস স্পষ্ট হল, তৃণমূলের দম্ভ ভেঙেছে ও তারা হার স্বীকার করে নিয়েছে।’

তৃণমূল নেতা তাপস রায়ের মন্তব্যে পালটা কটাক্ষ ছুড়ল বিজেপি। রবিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘তৃণমূল বুঝে গিয়েছে যে একার ক্ষমতায় বিজেপিকে রোখা যাবে না।’ কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ পটাল বলেন, ‘তৃণমূলের দম্ভ ভেঙেছে।’

শনিবার বাঁকুড়ার ওন্দায় তৃণমূলের এক সভায় দলের নেতা তাপস রায় বলেন, ‘বাম – কংগ্রেস যদি বিজেপিকে রুখতে পারে তাহলে অরূপ খাঁ (স্থানীয় তৃণমূল বিধায়ক) তাদের মিছিলে হাঁটবেন। কিন্তু বাম – কংগ্রেস জানে তারা এটা পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে রুখতে খাল কেটে কুমির আনবেন না।’

এদিন তাপসবাবুর বক্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপবাবু বলেন, ‘তৃণমূল বুঝে গিয়েছে তারা একার জোরে বিজেপির বিরুদ্ধে লড়তে পারবে না। তাদের (তৃণমূল, কংগ্রেস ও বাম) একসঙ্গে লড়াই করতে হবে। আমরা যৌথ শক্তির বিরুদ্ধে লড়াই করে বাংলায় পরিবর্তন আনতে তৈরি।’

বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ পটেল এব্যাপারে বলেন, ‘এতে একটা জিনিস স্পষ্ট হল, তৃণমূলের দম্ভ ভেঙেছে ও তারা হার স্বীকার করে নিয়েছে।’

গতকাল তাপস রায়ের ওই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছে জেলা সিপিএম। দলের তরফে জানানো হয়েছে, যে দল আমাদের ২০০ কর্মীকে খুন করেছে, ৪০,০০০ পার্টি অফিস দখল করে রেখেছে। তাদের সঙ্গে জোটের কোনও সম্ভাবনা নেই।

 

বন্ধ করুন