বাংলা নিউজ > বায়োস্কোপ > Vikrant Massey: টেলিভিশনের ৩৫ লাখের মাস-মাইনে ছাড়েন, প্রেমিকা হাত খরচ দিত ‘টুয়েলভথ ফেল’ খ্যাত বিক্রান্ত ম্যাসিকে

Vikrant Massey: টেলিভিশনের ৩৫ লাখের মাস-মাইনে ছাড়েন, প্রেমিকা হাত খরচ দিত ‘টুয়েলভথ ফেল’ খ্যাত বিক্রান্ত ম্যাসিকে

বিক্রান্তের জীবনযুদ্ধের গল্প 

Vikrant Massey: মাত্র ২৪ বছর বয়সে টেলিভিশনে অভিনয় করে মাসে ৩৫ লক্ষ টাকা রোজগার করছিলেন বিক্রান্ত। কেন সেই নিরাপত্তা, সেই অর্থ হেলায় পায়ে ঠেলে দেন তিনি? 

‘টুয়েলভথ ফেল’-এর সুবাদে এখন টক অফ দ্য় টাউন বিক্রান্ত ম্যাসি। বলিউডে হালে লাইমলাইট কাড়লেও হিন্দি টেলিভিশনের দর্শক কিন্তু বিক্রান্তের অভিনয়ের জাদুতে বুঁদ হয়েছিল দেড় দশক আগেই! যদিও সিরিয়ালপ্রেমীরা তাঁকে চিনত ‘বালিকা বধূ’ আনন্দির প্রগতিশীল ‘জিজুসা’ হিসাবে। 

কালার্সের কালজয়ী শো ‘বালিকা বধূ’তে সমাজ-পরিবারের বিরুদ্ধ গিয়ে বিধবা সুগনাকে বিয়ে করার সাহস দেখিয়েছিল শ্যাম। সেই চরিত্রেই অভিনয় করেছিলেন বিক্রান্ত। তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও মাঝপথেই টেলিভিশন ছাড়েন বিক্রান্ত। সেই নিয়ে এতদিন পর মুখ খুললেন অভিনেতা। 

'আনফিল্টারড বাই সামদিস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, কীভাবে কলেজে পড়তেই জীবনের মূল্যবান পাঠ তিনি পেয়েছিলেন। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে বিক্রান্ত। তিনি বলেন, বাবার মাইনের টাকা প্রথম ১৫ দিনে শেষ হয়ে যেত। তাঁর পারিবারের দৈন্য়দশা দেখার পর বন্ধুদের আচরণ তাঁর প্রতি পালটে গিয়েছিলেন। সেটা ছিল তাঁর জীবনের প্রথম গুরুত্বপূর্ণ শিক্ষা। 

বিক্রান্ত একই সাক্ষাৎকারে বলেন, অর্থকষ্টের মধ্যে বড় হওয়ার পর টেলিভিশনে কাজ শুরু করেই মোটা টাকা রোজগার করা শুরু করেন তিনি। অকপটে তিনি বলেন, ‘২৪ বছর বয়সে আমি নিজের বাড়ি কিনে ফেলেছিলাম। ভাবুন তো একটা ২২-২৩ বছরের ছেলে মাসে ৩৫ লাখ টাকা উপায় করছিল, আর কী চাই! আমার মতো পরিবারের কারও পক্ষে এটি অনেক কিছু ছিল। বাড়ি কেনার পর, ঋণ পরিশোধ করার পর, বাবা-মাকে উন্নত জীবন দেওয়ার পরেও আমি কিন্তু রাতে শান্তিতে ঘুমোতে পারতাম না। তারপর আমি সব ছেড়ে দিলাম। আমি ভালো কাজ করতে চেয়েছিলাম…’। টেলিভিশনের নিশ্চিত ভবিষ্যত, চ্যানেলের ৩৫ লাখের মাসিক চুক্তি পায়ে ঠেলে নতুন করে স্ট্রাগল শুরু করেন অভিনেতা। কারণ ছোটপর্দার রিগ্রেসিভ কনটেন্ট না-পসন্দ ছিল বিক্রান্তের। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়লেও জব স্যাটিসফ্যাকশন ছিল না। অগত্যা মনের কথা শুনেছিলেন তিনি। 

বিক্রান্ত বলেন, একটা সময় তাঁর সমস্ত সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল এবং প্রেমিকা শীতল (এখন স্ত্রী)-এর থেকে হাতখরচ নিয়ে তিনি ছবির জন্য অডিশন দিতে যেতেন। এরপর লম্বা পথ পেরিয়েছেন বিক্রান্ত। ২০১৩ সালে 'লুটেরা' ছবিতে প্রথম রুপালি পর্দায় অভিনয়ের মাধ্যমে অভিষেক ঘটে তার। এরপর এ ডেথ ইন দ্য গঞ্জ, হাসিন দিলরুবা-র পর হালে টুয়েলভথ ফেলের সুবাদে সবার নয়নের মণি তিনি। হাতে রয়েছে একগুচ্ছ ছবির অফার। ব্যক্তিগত জীবনেও খুশি তিনগুণ হয়েছে। 

চলতি মাসের ৭ তারিখেই বিক্রান্ত ও শীতলের প্রথম সন্তানের জন্ম হয়েছে। দীর্ঘদিন প্রেমসম্পর্কে আবদ্ধ থাকার পর ২০২২ সালে বিয়ে করেন বিক্রান্ত-শীতল। পর্দার মনোজের জীবনের শ্রদ্ধাও তাঁকে ঠিক একইরকমভাবে আগলে রেখেছেন শুরু থেকে। 

বায়োস্কোপ খবর

Latest News

‘‌অনেক বেশি চৌকস, এক্সপার্ট’‌, অভিষেককে দরাজ শংসাপত্র দিলেন বিজেপির শান্তনু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বাড়ে স্ট্রেস! কেন? রেহাই পাওয়ার উপায় কিন্তু সহজ সপ্তাহে দুদিন, পাঁচমাস বন্ধ থাকবে বারাসত ওভারব্রিজ! জানুন বিকল্প রাস্তা শিশুর স্বাস্থ্যের চরম ক্ষতি করে এই ৪ পানীয়! বায়না করলেও এড়িয়ে চলাই ভালো ডাউন দ্য গ্রাউন্ডও ছক্কা মারলে তুমি! শিষ্য অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ যুবরাজ অস্কারে ইতিহাস অনুজার!চূড়ান্ত মনোনয়ন তালিকায় ভারতের একমাত্র আশা প্রিয়াঙ্কার ছবি উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৪৩ লাখ, নিখোঁজ আস্ত একটি গ্রাম, বড়সড় দুর্নীতি পঞ্জাবে ঘন ঘন ঢুকে পড়ছে বাঘ, গতিবিধির ওপর নজর রাখতে মৈপীঠে বসছে ১০০ ট্র্যাপ ক্যামেরা শীতে সুস্বাদু তিলের চাটনি জমিয়ে দেবে ছুটির দুপুর! রইল জিভে জল আনা রেসিপি ২ ঘণ্টার ব্যবধানে কোটায় আত্মঘাতী ২ পড়ুয়া, ২২ দিনে চরম পদক্ষেপ ৬ জনের

IPL 2025 News in Bangla

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.