বাংলা নিউজ > বায়োস্কোপ > হাসপাতালে চর্মরোগ চিকিৎসার প্রচারে অস্কারজয়ী তারকার ছবি! নিন্দার ঝড় নেটদুনিয়ায়

হাসপাতালে চর্মরোগ চিকিৎসার প্রচারে অস্কারজয়ী তারকার ছবি! নিন্দার ঝড় নেটদুনিয়ায়

কেরলের হাসপাতালের বাইরে সেই বিজ্ঞাপন। (বাঁ দিকে মর্গ্যান ফ্রিম্যান)

হাসপাতালের চর্মরোগ বিভাগের বাইরে সুলভে চিকিৎসার প্রচারের স্বার্থে ব্যাবহার করা হল অস্কারজয়ী অভিনেতা মর্গ্যান ফ্রিম্যানের ছবি! 

তিনি অস্কারজয়ী অভিনেতা। পেয়েছেন গোল্ডেন গ্লোব-এর মতো কুলীন পুরস্কারও। ঝুলিতে রয়েছে 'ইনভিকটিয়াস', 'দ্য শস্যাঙ্ক রিডেমশন'-এর মতো ক্লাসিক ছবি। তিনি মর্গ্যান ফ্রিম্যান। বিশ্বজুড়ে এই হলিউডি অভিনেতার খ্যাতি থাকলেও কেরলের এক হাসপাতালের অন্দরে তাঁর নাম পৌঁছয়নি। সে পৌঁছতে নাইই পারে, তাতে অসুবিধের কিছু নেই। কিন্তু মর্গ্যান ফ্রিম্যানের নাম ও চেহারার সঙ্গে পরিচিতি নেই বলে সেই হাসপাতালের চর্মরোগ বিভাগের বাইরে সুলভে চিকিৎসার প্রচারের স্বার্থে যে এই অস্কারজয়ী কৃষ্ণাঙ্গ অভিনেতার মুখের ছবি ব্যবহার করা হবে, একথা হয়তো সুদূর কল্পনাতেও কোনও মর্গ্যান-ভক্ত ভাবেননি কখনও।

কেরলের হাসপাতালের বাইরে সেই বিজ্ঞাপন।
কেরলের হাসপাতালের বাইরে সেই বিজ্ঞাপন।

অথচ তাইই হয়েছে। আর হাসপাতালের বাইরে সেই বিজ্ঞাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ওই হাসপাতাল কর্তৃপক্ষের নিন্দায় সরব হয়েছে নেটদুনিয়া। বেগতিক দেখে নিজের অজ্ঞতা স্বীকার করে ক্ষমা চাওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।

ওই বিজ্ঞাপনে মর্গ্যান ফ্রিম্যানের মুখের ছবি সেঁটে নিচে গোটা গোটা হরফে লেখা হয়েছিল যে মাত্র একটি সিটিংয়েই মুখের কালো দাগ, ছোপ ও নানান সমস্যার সমাধান দূর করা সম্ভব। আর সেই চিকিৎসা পাওয়া যাবে হাসপাতালের ওই চর্মরোগ বিভাগে। পরে নিন্দার ঝড় উঠলে ওই বারাকারা কোঅপারেটিভ হাসপাতালের মার্কেটিং প্রধান টি সুনীল ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন যে ওই অঞ্চলের এক স্থানীয় মানুষ এই বোর্ডটি তৈরি করেছেন। অজ্ঞতার জেরে সে এবং তাঁরা বুঝতে পারেননি ছবির এই ব্যক্তিটি কে। তাঁদের হাসপাতালের চর্মরোগ বিভাগের সামনেই গত চার দিন ধরেরাখা হয়েছিল বোর্ডটি। শেষে এক ব্যক্তি তাঁদের কাছে নালিশ জানান যে কেন 'নেলসন মেন্ডেলা'-র ছবি চর্মরোগ চিকিৎসার বিজ্ঞাপনের বোর্ডে জায়গা করে নিয়েছে। ব্যাপারটি বোঝার পর প্রায় পরমুহূর্তেই বোর্ডটি তাঁরা সরিয়ে নিয়েছেন বলে দাবি করেছেন তিনি। জানিয়ে রাখা ভালো ২০০৯ সালে 'ইনসিডিয়াস' ছবিতে নেলসন মেন্ডেলের চরিত্রে অভিনয় করেছিলেন মর্গ্যান ফ্রিম্যান।

এরপর অবশ্য ফেসবুকের কাছে দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন ওই হাসপাতালের মার্কেটিং প্রধান। হলিউডি অভিনেতার গুনগান গেয়ে নিজেদের অজ্ঞতার কথা অকপটে স্বীকার করে নিয়েছেন তিনি।

বায়োস্কোপ খবর

Latest News

অদ্ভুত অ্যাপার্টমেন্ট! বসার ঘরে রয়েছে জেল, এক মাসের ভাড়া জানলে চোখ উঠবে রয় খুবই ধূর্ত প্লেয়ার- প্রাক্তন ছাত্রকে নিয়ে চিন্তা থাকলেও, আত্মবিশ্বাসী হাবাস কলকাতায় ৪২ ডিগ্রির কাউন্টডাউন শুরু? রবিতে বৃষ্টি কোথায়? রইল আবহাওয়ার খবর মহিলারা কি গর্ভাবস্থায় অ্যালকোহল পান করতে পারেন? কী বলছে গবেষণা রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? সাবধান, আবারও জেগেছে খুনি গেম 'ব্লু হোয়েল'! প্রাণ নিল এক ভারতীয় ছাত্রের জমি খুঁড়তে গিয়ে বেরিয়ে এল অমূল্য ধন, খোঁজ মিলল ৪০০ বছরের পুরনো বিষ্ণু মূর্তির হরিয়ানায় ৮ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, হেভিওয়েট নেতারা লড়বেন ভোটে ঘোর বৈশাখেই বর্ষার প্রস্তুতি শুরু কলকাতা পুরসভার, আগের ভুল থেকে শিক্ষা পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের

Latest IPL News

রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.