গত বছর সেপ্টেম্বরে একটি ক্রীড়া অনুষ্ঠানে ইরাকে হাঁটু গেড়ে বসে আংটি পরিয়ে প্রেম নিবেদন করেছিলেন নূপুর শিখরে। আর তারপর ২০২২-এর ১৮ নভেম্বর, দীর্ঘদিনের বন্ধু নূপুর শিখরের সঙ্গে বাগদান সেরেছিলেন আমির কন্যা ইরা। সেই অনুষ্ঠানে আমির খান, তাঁর দুই প্রাক্তন স্ত্রী রীনা দত্ত, কিরণ রাও সহ পরিবারের সকলেই উপস্থিত ছিলেন। তবে এবার এল আমির কন্যা ইরার বিয়ের খবর। জানা যাচ্ছে আগামী বছরের শুরুতেই সাতপাকে বাঁধা পড়বেন ইরা।
বিয়ের দিনটি ঠিক কবে?
TOI-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ২০২৪-এ জানুয়ারির ৩ তারিখ ইরা খান এবং নূপুর শিখরের বিয়ের দিন ঠিক হয়েছে। জানা যাচ্ছে, রাজস্থানে বসবে ইরা-নূপুরের রাজকীয় বিয়ের আসর। TOI-সূত্রে খবর, রাজস্থানের উদয়পুরে তিনদিন ধরে চলবে আমির কন্যার বিয়ের অনুষ্ঠান। তবে সেখানে শুধুমাত্র ইরা-নূপুরের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরাই উপস্থিত থাকবেন। ফিল্ম ইন্ডাস্ট্রির কাউকেই উদয়পুরের এই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না বলেই খবর। তবে ইতিমধ্যেই নাকি মেয়ের বিয়ের আয়োজন নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন আমির খান।
আরও পড়ুন-বক্স অফিসে শাহরুখ 'শাসন'! সপ্তম দিনের মাথায় ‘জওয়ান’-এ ব্যবসা কত হল?
আরও পড়ুন-নদীর জলে পা ভিজিয়ে, উত্তরবঙ্গে শ্যুটিংয়ের ফাঁকেই মা-কে সময় দিলেন দেব
এর আগে প্রেমিক, বন্ধু নূপুর শিখরের সঙ্গে আলাপ প্রসঙ্গে আমির কন্যা ইরা বলেছিলেন, ‘পপি (নূপুরকে এই নামেই ডাকেন) যখন আমায় প্রশিক্ষণ দেওয়া শুরু করেন, তখন আমার বয়স মাত্র ১৭। আমি দেখলাম ও ভীষণই ফিট একজন মানুষ। শারীরিকভাবেও বলিষ্ঠ, ঠিক যেমনটা আমিও চাইতাম। তারপর ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব হয়, আর তারপর প্রেম।’
প্রসঙ্গত, আমির খানের হবু জামাই নূপুর শিখরে হলেন আমিরের ফিটনেস কোচ। তবে তিনি শুধু আমিরেরই নন, সুস্মিতা সেন সহ বহু বলি তারকার ফিটনেস ট্রেনার হলেন নূপুর শিখরে।
প্রসঙ্গত গত ১৮ নভেম্বর নিজের বাগদানের খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই জানিয়েছিলেন ইরা। সক্কাল সক্কাল ইরা সোশ্যাল মিডিয়ায় এসে বলেন, 'শুভ সকাল বন্ধুরা, এখনও আমার মেকআপ ওঠেনি।' এরপর ইরা ও নূপুর সকলকে তাঁদের বাগদানের আংটি দেখান এবং বলেন, 'এই দেখুন বন্ধুরা।' ইরা এই ভিডিয়োর ক্যাপশনে লেখেন, 'পৃথিবীতে আমার সব থেকে পছন্দের জায়গা হল, ঠিক তোমার পাশে।' প্রসঙ্গত, মেয়ের এই বাগদানের অনুষ্ঠানে আমির খানকে তাঁর সিনেমার জনপ্রিয় গান, ‘পাপা কেহ্তে হ্যায়’তে নাচতেদেখা যায়। তাঁকে সঙ্গ দেন মনসুর খান। এই গানটি আমির খানের প্রথম ছবি, ‘কয়ামত সে কয়ামত তক’ ছবির গান, যেটি ১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল।