বাংলা নিউজ > বায়োস্কোপ > ভ্রাতৃদ্বিতীয়ার দিন ভাই জুনেইদের প্রশংসায় পঞ্চমুখ আমির কন্যা ইরা

ভ্রাতৃদ্বিতীয়ার দিন ভাই জুনেইদের প্রশংসায় পঞ্চমুখ আমির কন্যা ইরা

আমির খান, পুত্র জুনেইদ ও কন্যা ইরা (ইন্টারনেট)

ভাই জুনেইদের জন্য গর্বিত বোন ইরা, জানালেন নিজে। 

ভাইকে জুনেইদকে ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানিয়ে ইন্সাগ্রামে ভিডিও পোস্ট করলেন আমির কন্যা ইরা। পাশাপাশি দীর্ঘ একটি ক্যাপশনও লেখেন তিনি। যেখানে দেখা যাচ্ছে কোনো এক নাট্যমঞ্চের ব্যাক স্টেজের ঘটনার কথা। সেখানে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, জুনেইদের মতো ভাই পেয়ে তিনি গর্বিত! তাঁর জীবনে জুনেইদের অনেকখানি প্রভাব রয়েছে তাও তিনি লিখতে ভোলেননি। ভিডিওতে অতীতের কথা মনে করে স্মৃতিচারণ ঘটিয়েছেন আমির কন্যা। 

ক্যাপশনে তিনি আরও লিখেছেন, ‘ একে অপরের থেকে কয়েক বছর দূরে বিভিন্ন কাজ করে কাটিয়েছি। যখন আমি ফিরে এসেছি,  ও বলেছিল ফাইজেহ(নাট্যগ্রুপ)-এর লোকেরা ব্যাকস্টেজের সাহায্যের জন্য লোক খুঁজছিল। ও ছিল নাটকের অংশ। পেশাদার জায়গাতে জুনেদকে দেখে অবাক হয়েছিলাম।…. ওকে দেখে আমি গর্ব অনুভব করেছিলাম।‘

পাশাপাশি,  জুনেইদ কেমন করে তাঁকে উত্যক্ত করেন, সে কথাটাও সবাইকে জানিয়েছেন ইরা! আমিরের দুই ছেলেমেয়ে-ইরা এবং জুনেইদ। দুজনেই মধ্যে কেউই এখনও বলিউডে পা রাখেননি। 

 

বন্ধ করুন