বিচ্ছেদের ঘোষণা হওয়ার পরেও আমির খান ও কিরণ রাওকে একসঙ্গে দেখা গিয়েছে একাধিকবার। সেসব ছবি নিমেষে ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিচ্ছেদ যে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কের উপর মাটি ফেলতে পারেনি তা ভীষণভাবে স্পষ্ট। সম্প্রতি, ভাইরাল হওয়া তাঁদের একটি ভিডিয়ো থেকেই সেই কথাই আরও একবার প্রমাণিত হল। মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলের একটি ডাবিং স্টুডিওর বাইরে ডেকে গেল এই প্রাক্তন জুটিকে।
সোশ্যাল মিডিয়ায় একটি পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োতে দেখা গেল সেই ডাবিং স্টুডিওর বাইরে আলোচনায় মগ্ন হয়ে রয়েছেন আমির-কিরণ। সেই আলোচনা চলল নিজেদের আলাদা গাড়ি আসার আগে পর্যন্ত। এরপর গাড়ি এসে দাঁড়াতেই পরস্পরকে উষ্ণ আলিঙ্গন করে দু'জনেই এগিয়ে যান।
বিচ্ছেদের ঘোষণা হওয়ার পরেও আমির খান ও কিরণ রাওকে একসঙ্গে দেখা গিয়েছে একাধিকবার। সেসব ছবি নিমেষে ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিচ্ছেদ যে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কের উপর মাটি ফেলতে পারেনি তা ভীষণভাবে স্পষ্ট। সম্প্রতি, ভাইরাল হওয়া তাঁদের একটি ভিডিয়ো থেকেই সেই কথাই আরও একবার প্রমাণিত হল। মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলের একটি ডাবিং স্টুডিওর বাইরে ডেকে গেল এই প্রাক্তন জুটিকে।
সোশ্যাল মিডিয়ায় একটি পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োতে দেখা গেল সেই ডাবিং স্টুডিওর বাইরে আলোচনায় মগ্ন হয়ে রয়েছেন আমির-কিরণ। সেই আলোচনা চলল নিজেদের আলাদা গাড়ি আসার আগে পর্যন্ত। এরপর গাড়ি এসে দাঁড়াতেই পরস্পরকে উষ্ণ আলিঙ্গন করে দু'জনেই এগিয়ে যান।
|#+|
এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, এক দশক পর নতুন ছবি পরিচালনার কাজে হাত দিয়েছেন কিরণ রাও। এবং সেই ছবি প্রযোজনার দায়িত্ব নিয়েছেন আমির। নাম প্রকাশে অনিচ্ছুক এক আমির-ঘনিষ্ঠ সংবাদমাধ্যমকে জানিয়েছে আমির-কিরণের মধ্যে বন্ধুত্ব এখনও অটুট। তাই তো কিরণের নতুন প্রজেক্ট শুনে এতটাই ভালো লাগে আমিরের যে সেই ছবি প্রযোজনার দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।
গত বছরেই ১৫ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন আমির খান ও কিরণ রাও। ‘হ্যাপি গো লাকি’ এই জুটির এভাবে আলাদা হয়ে যাওয়া বেশ অবাক করেছে সকলকে। আমির-কিরণ আলাদা হয়ে যাচ্ছেন একথা মেনে নিতে পারেননি অনেকেই। যদিও সে সময় তাঁরা যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবনে আলাদা হলেও কাজের জায়গায় তাঁরা একসঙ্গে এখনও থাকবেন। ছেলের সমস্ত দায়িত্বও একসাথেই পালন করবেন। তবে, তাতে সমালোচনার হাত থেকে বাঁচেননি কেউই।
বিচ্ছেদের ঘোষণা করার তাঁদের এই ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে আমির ও কিরণ হাত ধরে বসেছিলেন। এবং আমিরকে বলতে শোনা গিয়েছিল, ‘আপনারা নিশ্চয়ই দুঃখ বোধ করেছেন, পছন্দ করছেন না এই খবর বা হতবাক হয়েছিলেন। আমরা শুধু বলতে চাই যে আমরা দুজনেই খুব খুশি এবং আমরা এখনও একটি পরিবার।’
এমনকী 'লাল সিং চাড্ডা' ছবির শ্যুটিংয়ের ফাঁকে লাদাখে একসঙ্গে নাচতেও দেখা গিয়েছে তাঁদের। যদিও বিচ্ছেদ নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি আমির-কিরণকে। ধর্মীয় বিদ্বেষ টেনে এলেও ট্রোল করা হয়েছে ‘থ্রি ইডিয়েটস’ অভিনেতাকে।