সুহানা, ইব্রাহিমদের পথেই হাঁটছেন আমির খান পুত্র। বলিউডে পা রাখছেন আমির পুত্র জুনেইদ খান। যশ রাজ ফিল্মসের হাত ধরে অভিনয় দুনিয়ায় অভিষেক হচ্ছে জুনেইদের। আমিরের ছেলের প্রথম ছবির নাম ‘মহারাজ’।
জানা যাচ্ছে, 'মহারাজ' ছবিতে জুনেইদ খান ছাড়াও রয়েছেন মহারাজ জয়দীপ আহলাওয়াত, শর্বরী ওয়াঘ এবং শালিনী পান্ডে। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ পি মালহোত্রা, যাঁর শেষ পরিচালিত ছবি ছিল রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ‘হিচকি’। আর জুনেইদের নায়িকা শালিনী পান্ডে হলেন বহু চর্চিত তামিল ছবি ‘অর্জুন রেড্ডি’র নায়িকা। এর আগে শোনা গিয়েছিল ছেলের ডেবিউ-এর জন্য আমির খান নিজেই প্রযোজনার দায়িত্ব নিচ্ছেন। সুপারন্যাচরাল প্রেমের গল্প ফাঁদছেন আমির। কিন্তু নাহ, বাবার প্রযোজনায় নয়, শেষপর্যন্ত বড় ব্য়ানার যশরাজ ফিল্মসের হাত ধরেই আসছেন জুনেইদ।
আরও পড়ুন-শাহরুখ নেচেছেন ‘জওয়ান’এর সেটে, সত্য়িই মেট্রোর মধ্যে নাচতে শুরু করলেন এই অনুরাগী
আরও পড়ুন-৪ বছর ‘জওয়ান’এর কলাকুশলীরা মুম্বইয়ে আটকে, অ্যাটলির বাচ্চাও এখানে হয়ে গেল: শাহরুখ
জানা যাচ্ছে, সত্যি ঘটনা অবলম্বনে লেখা হয়েছে 'মহারাজ' ছবির গল্প। ১৮০০ সালে ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে লেখা হয়েছে চিত্রনাট্য। যেখানে একজন সাংবাদিক এবং সমাজকর্মীর ভূমিকায় অভিনয় করছেন জুনেইদ খান। শোনা যাচ্ছে উনিশ শতকের গুজরাতি সাংবাদিক কারসানদান মুলজির আদলে তৈরি করা হচ্ছে জুনেইদের চরিত্রটি। যিনি কিনা দুর্নীতিপরায়ন ধর্মগুরু যদুনাথজি বৃজরতনজি মহারাজের মুখোশ খুলে দেন।
শোনা যাচ্ছে 'মহারাজ' ছবিটির জন্য YRF এবং নেটফ্লিক্সের চুক্তি হয়েছে। YRF-এর তরফে শুক্রবার সকালে একটি পোস্ট শেয়ার করেছে, তাঁদের নতুন প্রজেক্টের টিজার দেওয়া হয়েছে। লেখা হয়েছে 'Netflix এবং যশ রাজ ফিল্মস ব্লকবাস্টারের একটি নতুন যুগ আনতে যুক্ত হচ্ছে।
প্রসঙ্গত, জুনায়েদ খান হলেন রীনা দত্ত ও আমির খানের প্রথম সন্তান। রীনা ও আমিরের দ্বিতীয় সন্তান হলেন তাঁদের মেয়ে ইরা খান। পরে আমির পরে কিরণ রাওকে বিয়ে করেন, তাঁদের এক ছেলে আজাদ রাও খান রয়েছে। যদিও বর্তমানে আমির ও কিরণেরও বিবাহবিচ্ছেদও হয়ে গিয়েছে।