বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh-Jawan: ৪ বছর ‘জওয়ান’এর কলাকুশলীরা মুম্বইয়ে আটকে, অ্যাটলির বাচ্চাও এখানে হয়ে গেল: শাহরুখ

Shah Rukh-Jawan: ৪ বছর ‘জওয়ান’এর কলাকুশলীরা মুম্বইয়ে আটকে, অ্যাটলির বাচ্চাও এখানে হয়ে গেল: শাহরুখ

শাহরুখ-অ্যাটলি

মজা করে শাহরুখ বলেন, ‘অনেকেই আছেন যাঁদের এখানে এই ছবির জন্য কাজ করতে এসে বাচ্চাও মুম্বই জন্মে গেল। যেমন আমার পরিচালক অ্যাটলির।’ অ্যাটলির স্ত্রীর সঙ্গেও সকলের আলাপ করিয়ে দিতে ভোলেননি শাহরুখ। তাঁর নাম নিয়ে বলেন, ‘প্রিয়া, আমাদের নতুন মা, অ্যাটলির শক্তি, একটু উঠে দাঁড়ান প্লিজ…’।

'জওয়ান'-এর সাফল্য। তারই উদযাপনে সাংবাদিক সম্মেলন করলেন কিং খান। ছবির কলাকুশলীরা কথা বলার পর শাহরুখ মঞ্চে উঠতেই শুরু হয়ে গেল দর্শকদের শোরগোল। নাহ এই শোরগোলে নেতিবাচক কিছুই নেই। পুরোটাই শাহরুখকে দেখে উন্মাদনার ফল। কিং খানই থামালেন… মুখে আঙুল দিয়ে বললেন ইস….ইস…। বললেন আমাকে কথা বলতে দিন ২ মিনিট।

এদিন সংবাদমাধ্যম থেকে 'জওয়ান'-এর কলাকুশলী সকলকেই ধন্যবাদ জানাতে ভুললেন না ‘বাদশা’। শাহরুখ বললেন, ‘যাঁদের ধন্যবাদ জানানোটা অন্যায়, তাঁরা হলেন টেকনিশিয়ানস, যাঁরা দক্ষিণ থেকে পরিবার ছেড়ে মুম্বই-এ এসে গত ৪ বছর মুম্বইয়ে ছিলেন। রাত-দিন ভুলে গিয়ে শুধুই এই ছবির জন্য কাজ করেছেন।’ মজা করে শাহরুখ বলেন, ‘অনেকেই আছেন যাঁদের এখানে এই ছবির জন্য কাজ করতে এসে বাচ্চাও মুম্বই জন্মে গেল। যেমন আমার পরিচালক অ্যাটলির।’ এরই মাঝে কিছু দর্শক উত্তেজিত হয়ে পড়লে ফের তাঁদের থামান কিং খান। বলে ওঠেন ‘ইয়ে…ইস…।’ এদিন পরিচালক অ্যাটলির স্ত্রীর সঙ্গেও সকলের আলাপ করিয়ে দিতে ভোলেননি শাহরুখ। তাঁর নাম নিয়ে বলেন, ‘প্রিয়া, আমাদের নতুন মা, অ্যাটলির শক্তি, একটু উঠে দাঁড়ান, সবাইকে হ্যালো বলুন প্লিজ…’।

'জাওয়ান'-এর অভিনেত্রীদের প্রশংসা করে শাহরুখ বলেন, ‘দীপিকা, থেকে ছবির প্রতি নায়িকাই ভীষণ সুন্দর…। বিজয় সেতুপতি আউট স্ট্যান্ডিং, সুনীল গ্রোভার কামাল হ্যায়।’ এরপর ফের মজা করে হেসে নিজস্ব স্টাইলে কিং খান বলেন, ‘অউর মেরা তো জবাবই নেহি…’। তখনই ফের একবার শাহরুখের জন্য উত্তেজিত হয়ে পড়েন উপস্থিত দর্শকরা।

আরও পড়ুন-শাহরুখ নেচেছেন ‘জওয়ান’এর সেটে, সত্য়িই মেট্রোর মধ্যে নাচতে শুরু করলেন এই অনুরাগী

আরও একবার টেকনিশিয়ানসদের প্রশংসা করে কিং খান বলেন, ‘ছবির কলাকুশলীদের আমি হৃদয় থেকে প্রশংসা করতে চাই। কারণ তাঁরা ভীষণ পরিশ্রম করেছেন। এই বেশ কয়েকজন ও তাঁদের টিম ১০০টা লোকের সমান কাজ করেছেন। আজ আমি তাঁদের সঙ্গে আপনাদের আলাপ করাতে চাই।’ কো-প্রডিউসার গৌরব বর্মা, EP ধরম, প্রতীক সহ ছবির সঙ্গে যুক্ত বহু লোকজনের নাম করে করে তাঁদের প্রশংসা করেন শাহরুখ। দর্শকাসনের দিতে তাকিয়ে তাঁদের খুঁজে বের করারও চেষ্টা করেন। নিজের ম্য়ানেজার পূজা দাদলানিকে প্রশংসায় ভরিয়ে দেন শাহরুখ। বলেন, পূজা আমার পরিবারের অংশ। মঞ্চ থেকে কিং খান বলেন, ‘পূজা তুমি কোথায় একটু উঠে দাঁড়াও।’

এদিন নয়নতারা না উপস্থিত থাকতে পারলেও তাঁর মায়ের জন্মদিন উপলক্ষ্য়ে 'Happy Birthday To You' গান গেয়ে শুভেচ্ছা জানান কিং খান। সবশেষে কিং বলেন, আমি আজ যাঁদের নাম করে উঠতে পারলাম না, তাঁদের সকলকে আজ এই মঞ্চে আপনারা দেখতে পাবেন।

বন্ধ করুন