বচ্চন আর খান পরিবারের সম্পর্ক যেন দিন দিন মজবুত হচ্ছে। এমনিতেই খবর রয়েছে খানদের বড় মেয়ে, অর্থাৎ শাহরখ ও গৌরী খানের কন্যা সুহানা প্রেম করছেন অমিতাভের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে। বিগ বি-র মেয়ে শ্বেতার সন্তান অগসত্য। জোয়া আখতারের দ্য আর্চিস দিয়েই তিনি পা রেখেছেন বলিউডে, সুহানা খান আর খুশি কাপুরের সঙ্গে। সিনেমায় অগস্ত্য আর সুহানা তো রোম্যান্স করেইছেন, খবর বাস্তবেও নাকি প্রেম চলছে এই দুই স্টারকিডের মধ্যে।
এদিকে শুক্রবার মুম্বইয়ের ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে দেখা গেল ‘ছোট্ট সুহানা-অগস্ত্যকে’। যেখানে স্টেজ শেয়ার করেন এই স্কুলের দুই পড়ুয়া, আব্রাম খান আর আরাধ্যা বচ্চন।
ধীরুভাই আম্বানি স্কুলে পড়াশোনা করছেন এই দুই স্টারকিডই। এছাড়াও এই স্কুলের ছাত্র তৈমুর। শাহিদ-মীরার মেয়ে মিশাও পড়েন এই স্কুলেই। সঙ্গে করণ জোহর, তুষার কাপুরদের বাচ্চারাও মুম্বইতে এই স্কুল থেকেই করছেন লেখাপড়া।
আপাতত স্কুল পারফরমেন্সের সময় আরাধ্যা আর আব্রামের একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে ইন্টারনেটে। খুব সম্ভবত শাহরুখ খানের ওম শান্তি ওম সিনেমার ‘দিওয়ানগি দিওয়ানগি’-তে নাচ করছিলেন তাঁরা। আর সেই সময় নাচতে নাচতেই আরাধ্যা জড়িয়ে ধরেন আব্রামকে। দেখুন সেই ভিডিয়ো-
আরাধ্যা আর আব্রাম, দুজনের স্টেজ পারফরমেন্সই কিন্তু আলাদা করে নজর কেড়েছে। সঙ্গে হাত ছড়িয়ে বাবা শাহরুখের কায়দায় আব্রামের পোজ তো এখন টক অফ দ্য টাউন।
২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেছিলেন অভিষেক আর ঐশ্বর্য। ২০১১ সালে তাঁদের একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়। আপাতত সে পড়াশোনা করছে মুম্বইয়ের ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে। অন্য দিকে, শাহরুখ আর গৌরী আব্রামের মা-বাবা হয়েছেন সারোগেসির সাহায্য নিয়ে। ২০১৩ সালের ২৭ মে তাঁর জন্ম হয়েছে।
এমনিতে সেভাবে ঘনিষ্ঠতা নেই বচ্চন আর খান পরিবারের। যদিও যে কোনও পাবলিক ফোরামে হৃদ্যতা দেখা যায় বিগ বি আর শাহরুখ খানের মধ্যে। তবে খানদের পার্টিতে বচ্চনদের, অথবা বচ্চনদের পার্টিতে খান (শাহরুখ খানের পরিবার)-রা যান না বললেই চলে। একসময় প্রকাশ্যে এসেছিল ঐশ্বর্য রাই আর কিং খানের মধ্যেকার ভুল বোঝাবুঝি। যখন সলমনের সঙ্গে ঝামেলার কারণে ঐশ্বর্যকে ‘চলতে চলতে’ থেকে বাদ দিয়ে রানি-কে নেওয়া হয়েছিল। এরপর বহু বছর পর দুজনে একসঙ্গে কাজ করেছিলেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে। যদিও সেখানে কিং খানের শুধু একটা ছোট্ট কেমিও ছিল।