বাংলা নিউজ > বায়োস্কোপ > Abir-Ritabhari: ফের কাছাকাছি আবির-ঋতাভরী, ঘটকালি করছেন কে?

Abir-Ritabhari: ফের কাছাকাছি আবির-ঋতাভরী, ঘটকালি করছেন কে?

আবির-ঋতাভরী

‘এ দেশে ঘটে যাওয়া একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্রাইম স্টোরিকে ঘিরে এই ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। এমন একটা অপরাধ যা লালবাজারের ইতিহাসেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তধারার সময়ই ছবির পরিকল্পনা হয়েছিল। মাঝে কোভিডের কারণে ছবির কাজ পিছিয়ে যায়। অবশেষে ১২ বছর পর ছবিটা শুরু করতে পারছি।’

গত বছর উইন্ডোজ প্রোডাকশনের ছবি 'ফাটাফাটি'র হাত ধরে জুটি বেঁধেছিলেন আবির-ঋতাভরী। সিনে দর্শকদের মন জয় করেছিলেন তাঁরা। ফের একবার ফিরছে সেই জুটি। হ্যাঁ, আবারও কাছাকাছি আসছেন আবির-ঋতাভরী। আর এবারও সেই ঘটকালি করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়। 

এবার উইন্ডোজ প্রোডাকশনের ছবি 'বহুরূপী'তে দেখা যাবে আবির-ঋতাভরীকে। এবার তাঁদের সঙ্গে থাকছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেও। জানা যাচ্ছে, সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে ছবি। যদিও এই ছবির পরিকল্পনা হয়েছিল বহু আগেই। ২০১১ সালে 'মুক্তধারা' ছবির শ্যুটিং চলাকালীনই এই ছবির পরিকল্পনা হয়। ১৯৯৮ সাল থেকে শুরু করে ২০০৩ সাল পর্যন্ত বিস্তৃত এই ছবির কাহিনী। 

'বহুরূপী' ছবির বিষয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় আনন্দবাজারকে জানান, ‘এ দেশে ঘটে যাওয়া একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্রাইম স্টোরিকে ঘিরে এই ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। এমন একটা অপরাধ যা লালবাজারের ইতিহাসেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তধারার সময়ই ছবির পরিকল্পনা হয়েছিল। মাঝে কোভিডের কারণে ছবির কাজ পিছিয়ে যায়। অবশেষে ১২ বছর পর ছবিটা শুরু করতে পারছি।’

আরও পড়ুন-গায়িকা প্রশ্মিতার সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে, কে ছিলেন অনুপম রায়ের প্রথম স্ত্রী?

শিবপ্রসাদ মুখোপাধ্যায় আরও জানিয়েছেন, তাঁদের প্রযোজনায় এখনও পর্যন্ত সর্বাধিক বাজেটের ছবি হতে চলেছে বহুরূপী। ৪০ দিন ধরে হতে চলেছে ছবির শ্যুটিং। যা এখনও পর্যন্ত শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের কেরিয়ার সবথেকে দীর্ঘদিনের শ্যুটিং শিডিউল হতে চলেছে। জানা যাচ্ছে, বোলপুর, বরাহনগর, বেলডাঙা, বানতলা সহ বিভিন্ন জায়গায় চলবে ছবির শ্যুটিং। 

শিবপ্রসাদ জানিয়েছেন, এই ছবির পিছনে যে সত্য ঘটনা রয়েছে, তার মুখ্য চরিত্র এখনও বেঁচে আছেন। তাঁরা তাঁদের জবানবন্দী দিয়েছেন এই সিনেমায়। রক্তবীজের থেকেও এটা আরও বড় ঘটনা। পরিচালক জানিয়েছেন, ছবির পাশাপাশি এটা নিয়ে তাঁরা একটা ডকুমেন্টরিও রিলিজ করবেন।

ফের উউইন্ডোজের ছবিতে ঋতাভরীর সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে আবির বলেন, ‘আমাদের জুটিকে ফিরিয়ে আনার জন্য, ভরসা রাখার জন্য পরিচালককে ধন্যবাদ। আমরা চেষ্টা করব, তাঁদের এবং দর্শকদের প্রত্যাশা পূরণ করতে।’ এদিকে আবির অবশ্য 'ফাটাফাটি'র পরও উইন্ডোজ প্রোডাকশনের আরও একটা ছবি রক্তবীজে কাজ করে ফেলেছেন।

'বহুরূপী'তে সিনেমাটোগ্রাফির দায়িত্বে থাকবেন ইন্দ্রনাথ মারিক, শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন আনন্দ আঢ্য। বহুরূপী গান করেন যে লোকশিল্পীরা তাঁরা এই ছবিতে থাকছেন। এছাড়াও অনুপম রায়, বনি চক্রবর্তী ও প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়রাও এই ছবির সঙ্গীতের সঙ্গে জুড়ে থাকবেন। আগামী ১২ মার্চ থেকে শুরু হবে ছবির শ্যুটিং। পুজোয় মুক্তি পাবে 'বহুরূপী' ।

 

বায়োস্কোপ খবর

Latest News

রান্নাপুজোয় পাতে থাকবে না ইলিশ, মনখারাপ ছড়িয়েছে বাঙালির রান্নাঘরে ধেয়ে আসছে দুর্যোগের কালো মেঘ, কলকাতা থেকে মাত্র ১০০ কিমি দূরে গভীর নিম্নচাপ পুলিশ আমাকে ডেকেছিল, পুলিশই টাকা মিটিয়েছে, দাবি সেদিন শববাহী গাড়ির চালকের জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ছক কষা 'স' পড়েছে ধরা, 'ক' নিয়ে জল্পনা সিপিএমে পিতৃপক্ষের সময় এভাবে করুন তুলসী দিয়ে বিশেষ ব্যবস্থা, পাবেন পূর্ণ ফল ধসে পড়ে যাবে জেনেও, পাহাড়ের উপরে ৩.৩ কোটি টাকার বাড়ি কিনলেন 'শৌখিন' ব্যক্তি মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ সেপ্টেম্বরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ সেপ্টেম্বরের রাশিফল কলকাতার পর এবার লেডিস স্পেশ্যাল বাস উত্তরবঙ্গে, পুজোর আগে চালুর সম্ভাবনা Diamond League final: জীবনের বিশেষ দিনে হতাশ অবিনাশ সাবলে, নজর এখন নীরজের দিকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.