বাংলা নিউজ > বায়োস্কোপ > Anupam Roy's 1st wife: গায়িকা প্রশ্মিতার সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে, কে ছিলেন অনুপম রায়ের প্রথম স্ত্রী?

Anupam Roy's 1st wife: গায়িকা প্রশ্মিতার সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে, কে ছিলেন অনুপম রায়ের প্রথম স্ত্রী?

অনুপম-প্রশ্মিতা

একসময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন গায়ক অনুপম রায়। সেসময়ই এক সহপাঠীর প্রেমে পড়েছিলেন অনুপম রায়। বিয়েও করে ফেলেছিলেন অনুপম রায় ও তাঁর সেই সহপাঠী। কলকাতায় বিয়ের পর প্রথম স্ত্রীকে নিয়ে সেসময় বেঙ্গালুরুতে চলে গিয়েছিলেন গায়ক অনুপম। সেখানেই সংসার পেতেছিলেন গায়ক অনুপম রায়।

পরমব্রত-পিয়া চক্রবর্তীর বিয়ে নিয়ে চর্চা এখনও বন্ধ হয়ে যায়নি। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পিয়ার প্রাক্তন স্বামী, গায়ক অনুপম রায়। গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে অনুপমের বিয়ের কথা এতক্ষণে অনেকেই জেনে গিয়েছেন। এমন খবরে স্বীকৃতি দিয়ে ইতিমধ্যেই হবু দম্পতি অনুপম রায় এবং প্রশ্মিতা পালও মুখ খুলেছেন। 

এদিকে অনুপমের ফের বিয়ের খবর আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোলিংয়ের বন্য। ঠিক যেমনটা ঘটেছিল কয়েকমাস আগে অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর বিয়ের খবরে। সেসময় পিয়াকে আক্রমণ করে অনেকেই অনুপমের পাশে দাঁড়িয়েছিলেন। তখন অনেকেই পিয়াকে অনুপমের প্রথম স্ত্রী ভেবে ভুল করেছিলেন। তবে অনেকেই হয়ত এখনও জানেন না, পিয়ার আগেও অনুপম আরও একবার বিয়ে করেছিলেন। 

হ্যাঁ, ঠিকই শুনছেন পশ্মিতা পালের সঙ্গে তৃতীয় বিয়ে হতে চলেছে গায়ক অনুপম রায়ের। কিন্তু কে ছিলেন অনুপমের প্রথম স্ত্রী?

জানা যায়, একসময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন গায়ক অনুপম রায়। সেসময়ই এক সহপাঠীর প্রেমে পড়েছিলেন অনুপম। বিয়েও করে ফেলেছিলেন অনুপম রায় ও তাঁর সেই সহপাঠী। কলকাতায় বিয়ের পর প্রথম স্ত্রীকে নিয়ে সেসময় বেঙ্গালুরুতে চলে গিয়েছিলেন গায়ক অনুপম। এরপর বেঙ্গালুরুতেই সেই স্ত্রীর সঙ্গে সংসার পেতেছিলেন গায়ক অনুপম রায়। সুখের সংসার ছিল তাঁদের। তবে যেকোনও কারণেই হোক সেই সুখের সংসারেও ফাটল ধরে। অনুপমের সেই বিয়ে ভেঙে যায়। তবে তখনও অনুপম রায় গায়ক হিসাবে খ্যাতি পাননি। 

আরও পড়ুন-কলকাতায় একসময় পড়াশোনা করতেন, থাকতেন, ফের একবার এই শহরে ফিরলেন বিদ্যুৎ জামওয়াল

তবে কে ছিলেন অনুপমের প্রথম স্ত্রী? তাঁর নামই বা কি? তা অবশ্য অনুপম আর তাঁর একান্ত ঘনিষ্ঠরা ছাড়া কেউই জানেন না। শুধু জানা যায়, তিনি তাঁর যাদবপুরের সহপাঠীকে বিয়ে করেছিলেন। পরবর্তী সময়ে দীর্ঘদিনের বান্ধবী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন। ২০১৫ সালের ৬ ডিসেম্বর পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন অনুপম রায়। সেই বিয়ের খবর, ছবি তখন বহু সংবাদমাধ্যমেই প্রকাশিত হয়েছিল। বিয়ে না ভাঙলে, এতদিন অনুপম-পিয়ার বিয়ের বয়স হত ৮ বছর।

এদিকে ২ মার্চ অনুপম রায় যে গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করতে চলেছেন, তাঁরও কিন্তু এটা প্রথম বিয়ে নয়। এর আগে শৌনক নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন প্রশ্মিতা। শৌনক পেশায় চিকিৎসক ছিলেন। কিন্তু বিয়ে করার কয়েক মাসেই তাঁদের সেই ঘর ভাঙে। নেপথ্যে নাকি ছিল স্বামীর বিবাহ-বহির্ভূত বিয়ে। তবে এবার অতীত ভুলে দুজনেই নতুন করে শুরু করতে চলেছেন অনুপম-প্রশ্মিতা।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি ফের ট্রেন দুর্ঘটনা, তামিলনাড়ুতে মালগাড়ির সঙ্গে বাগমতী এক্সপ্রেসের সংঘর্ষ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.