জি বাংলায় সদ্য শুরু হয়েছে ‘যোগমায়া’। আর সম্প্রতি তাই দাদাগিরি-১০এর মঞ্চে দেখা গেল টিম 'যোগমায়া'কে। সিরিয়ালের দুই নায়ক-নায়িকা সৈয়দ আরেফিন, নেহা আমনদীপের সঙ্গে এসেছিলেন ধারাবাহিকের অন্যান্য কলা-কুশলীরাও। তাঁদের মধ্যে ছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়। 'দাদা' সৌরভের সঙ্গে তাঁর কথায় ফাঁস হল নতুন তথ্য।
কী সেই তথ্য?
সৌরভ ভাস্বরকে জিগ্গেস করলেন, ‘কাশ্মীরি খাবার খেতে ভালো লাগে?’ এই প্রশ্নে সম্মতিসূচক ঘাড় নাড়েন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। সৌরভ তখন জানান, 'আমি কখনও কাশ্মীর যাইনি।' এরপর ভাস্বর বলেন, এই কদিন আগে সচিন তেন্ডুলকর গিয়েছিলেন ওখানে (কাশ্মীরে)। এই তথ্য সৌরভের কাছেও ছিল। তিনিও ভাস্বরের সঙ্গে সুরে সুর মেলালেন। এরপরই ভাস্বর বলেন, ‘সচিন তেন্ডুলকর তো আটকে গিয়েছিলেন কাশ্মীরে। জানেন তো?’ সৌরভ তখন বলেন ‘নাহ, জানি না তো..’।
হ্য়াঁ, ক্রিকেট দুনিয়ার ঘনিষ্ঠ বন্ধু সচিনের এই তথ্য 'দাদা' সৌরভের কাছেও ছিল না। এরপর ফের ভাস্বর বলেন, ‘এত্ত বরফ পড়েছিল যে উনি আটকে পড়েন। এরপর উনি গলি ক্রিকেট খেলেন। আমার বন্ধুরাও খেলেছে ওঁর সঙ্গে ’। সৌরভ তখন হাসি মুখে বলেন, ‘ওহ…’ ভাস্বর তাঁর বন্ধুরা তাঁকে ফোন করে জানান, ‘ভাই ইধর সচিন তেন্ডুলকর আটক গয়া।’
প্রিয় কাশ্মীরি খাবার কী জিগ্গেস করতেই ভাস্বর বলেন, ‘রোগান জোশ, আরেকটা তবাক মাজ বলে একটা হয়। ভেড়ার মাংস দিয়ে তৈরি হয় সেটা।’ সৌরভ শুনে তখন বলেন, ‘মাসে শুধু মাংস ওখানে…।’
প্রসঙ্গত, যোগমায়া সিরিয়ালে নেহা আমানদীপ, সৈয়দ আরাফিন,ভাস্বর চট্টোপাধ্যায় ছাড়াও রয়েছেন কৌশিক বন্দ্যোরপাধ্যায়, অনন্যা বিশ্বাস, চাঁদনী মুখোপাধ্যায় মিমি দত্ত সহ আরও অনেকে।