বাংলা নিউজ > ঘরে বাইরে > JD(S) Suspends MP Prajwal Revanna: সেক্স ভিডিয়োতে অভিযুক্ত এমপি রেভান্নাকে সাসপেন্ড করল জেডিএস, 'ভাইপোকে রেয়াত নয়'

JD(S) Suspends MP Prajwal Revanna: সেক্স ভিডিয়োতে অভিযুক্ত এমপি রেভান্নাকে সাসপেন্ড করল জেডিএস, 'ভাইপোকে রেয়াত নয়'

প্রজ্জ্বল রেভান্না | Facebook)

জেডি(এস)-এর কোর কমিটির বৈঠকের পর কমিটির চেয়ারম্যান জানান, প্রজ্বলকে সাসপেন্ড করার জন্য জাতীয় সভাপতি এইচডি দেবগৌড়ার কাছে সুপারিশ করা হয়েছে

অশ্লীল ভিডিও মামলায় জড়িত থাকার অভিযোগের জেরে মঙ্গলবার জনতা দল (সেকুলার)-এর বর্তমান সাংসদ তথা হাসান লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রজ্জ্বল রেভান্নাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে।

জেডি(এস)-এর কোর কমিটির বৈঠকের পর কমিটির চেয়ারম্যান জানান, প্রজ্বলকে সাসপেন্ড করার জন্য জাতীয় সভাপতি এইচডি দেবগৌড়ার কাছে সুপারিশ করা হয়েছে।

রাজ্য সরকারের নির্দেশে সিট তদন্তকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছে দল। তদন্তে পূর্ণ সমর্থন জানানোর ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে দল। জেডি(এস)-এর কোর কমিটির চেয়ারম্যান তথা দলের প্রবীণ নেতা জিটি দেবগৌড়া বলেন, 'যেহেতু মহিলাদের প্রতি অসম্মানের অভিযোগ উঠেছে, তাই আমরা আমাদের জাতীয় সভাপতি এইচডি দেবগৌড়ার কাছে তাঁকে দল থেকে সাসপেন্ড করার সুপারিশ করেছি।

প্রবীণ নেতা এইচডি কুমারস্বামী বলেছেন, দল তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করবে।

কুমারস্বামী বলেন, 'অভিযোগ সত্যি প্রমাণিত হলে তাঁকে স্থায়ীভাবে দল থেকে সরিয়ে দেওয়া হবে।

প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস সভাপতি এইচ ডি দেবগৌড়ার নাতি রেভান্নার বিরুদ্ধে কর্নাটকে একটি অশ্লীল ভিডিও মামলায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে।

অভিযোগের তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের পরেও প্রজ্বলের দেশ ছেড়ে চলে যাওয়ার একাধিক অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছে। কিছু ভিডিওতে যৌন নিপীড়নের চিত্র দেখা গেছে।

রবিবার প্রজ্জ্বলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে এফআইআর দায়ের করা হয়। মহিলার অভিযোগ, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে একাধিকবার যৌন হেনস্থার শিকার হয়েছেন তিনি।

অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, এইচডি রেভান্না ও প্রজ্বল তাঁদের বাড়িতে মহিলা কর্মীদের উপর যৌন হেনস্থা করতেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ (যৌন হেনস্থা), ৩৫৪ডি (পিছু নেওয়া), ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং ৫০৯ (মহিলার শালীনতা লঙ্ঘন) ধারায় মামলা দায়ের করেছে।

এদিকে কর্ণাটকে হাসানের সাংসদের বিরুদ্ধে অশ্লীল ভিডিও মামলা নিয়ে বিতর্কের মধ্যে জনতা দল (সেকুলার) এর এইচডি কুমারস্বামী মঙ্গলবার দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে দল তার ভাইপো প্রজ্বল রেভান্নাকে রক্ষা করবে না।

একে 'লজ্জাজনক বিষয়' আখ্যা দিয়ে এইচডি কুমারস্বামী সাংবাদিকদের বলেন, ‘... আমরা তাকে রক্ষা করতে যাচ্ছি না, আমরা কঠোর ব্যবস্থা নেব, তবে সরকারের দায়িত্ব আরও বেশি। শুধু কাকা হিসেবে নয়, দেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের আরও এগিয়ে যেতে হবে। আমি কোনো ব্যক্তিকে রক্ষা করছি না। আমরা এই ধরনের বেআইনি জিনিসের বিরুদ্ধে লড়াই করেছি। এটি একটি গুরুতর বিষয়। কে সরকার চালাচ্ছে, তাদের আসল চিত্র উন্মোচন করতে হবে এবং বাস্তব বাস্তবতা সরকারকেই উন্মোচন করতে হবে, আমাকে নয়…’

এইচডি কুমারস্বামীর নতুন বিবৃতি এমন সময় এসেছে যখন প্রজ্বল রেভান্না একাধিক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগে সাসপেনশনের মুখোমুখি হয়েছেন। সোমবার এইচডি কুমারস্বামী জানান, প্রজ্বল রেভান্নাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে জেডিএস।

জেডি(এস)-এর জোটসঙ্গী বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মামলা থেকে দূরে রাখার চেষ্টা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

সোমবার এইচডি কুমারস্বামী বলেছিলেন যে হাসানের সাংসদ প্রজ্বল রেভান্নাকে রক্ষা করার কোনও প্রশ্নই নেই এবং বিশেষ তদন্তকারী দলের তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দল ‘নির্দয় ব্যবস্থা’ নেবে।

পরবর্তী খবর

Latest News

‘দিদির বগলে কীসের দাগ?’, ফ্যাশনেবল পোশাক পরেও ট্রোলে অনুরাধা, কটাক্ষ নেটিজেনদের ‘আমার বিশ্বাস…’! অন্তঃসত্ত্বা মেয়ের খোঁজ নেন না চাঁদনী, কোন ‘মা’কে ডাকলেন অহনা হুইপ অমান্যে কড়া শাস্তি? সোমবারই বৈঠকে বসছে TMC শৃঙ্খলারক্ষা কমিটি IDF এয়ারস্ট্রাইকে নিহত হামাসের তাবড় নেতা! নেতানিয়াহুর দেশের অন্দরে কী ঘটছে? ফ্লার্ট করছেন,সঙ্গে মারপিটও! সিকন্দর ট্রেলারে মারকাটারি সলমন, কম যান না রশ্মিকাও IPL-এর ১৮ বছরের ইতিহাসে ১৮তম বার শূন্যতে আউট রোহিত শর্মা, গড়লেন লজ্জার নজির ২০২৫র প্রথম সূর্যগ্রহণের দিনই ষড়গ্রহী যোগ! টাকাকড়িতে পকেট ফুলতে পারে কাদের? ভরা অফিসে শিশু কোলে বসে থাকা মহিলাকে হেনস্থা স্বঘোষিত ধর্মযাজকের! ভাইরাল ভিডিয়ো বাংলাদেশে চলছে কানাঘুষো, এরই মাঝে জুলাই আন্দোলনকারীদের বড় বার্তা সেনা প্রধানের আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখের সঞ্চালনা নিয়ে বিরক্ত একাংশ

IPL 2025 News in Bangla

আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখের সঞ্চালনা নিয়ে বিরক্ত একাংশ IPL-এ নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড করল RR, তবু SRH-এর কাছে ৪৪ রানে হার সঞ্জুদের পিচে স্পিন না হলে,রাসেল কীভাবে আউট হলেন?রাহানেকে পালটা জবাব ইডেনের পিচ কিউরেটরের শতরান করে আগ্রাসী সেলিব্রেশন ইশানের,জবাব দিলেন কাকে- আগরকার নাকি নীতা আম্বানিকে? ১ রানের জন্য রেকর্ড হাতছাড়া, IPL-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস গড়ল SRH IPL-এ অ্যাশেজের আগুন, ব্রিটিশ পেসারকে ১০৫ মিটারের পেল্লাই ছক্কা অজি তারকা হেডের রায়নার সর্বকালীন রেকর্ড ভাঙতে ধোনির দরকার ১৯, মাঠে নেমেই কার্তিককে টপকাবেন রোহিত পক্ষপাতিত্বের অভিযোগ! IPL ২০২৫-র ধারাভাষ্যকারের প্যানেল থেকে ছাঁটাই ইরফান পাঠান বুমরাহ-হার্দিক নেই, দুই সুপারস্টারকে ছাড়া CSK-র বিরুদ্ধে কাদের মাঠে নামাবে MI? Video-‘বিরাটের থেকে শেখার আছে’ বললেন কার্তিক! ম্যাচের টার্নিং পয়েন্ট বাছলেন সল্ট

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.