বাংলা নিউজ > বায়োস্কোপ > Karagar 2: বইছে চঞ্চল হাওয়া, ডিসেম্বরে হইচইয়ে আসছে ‘কারাগার ২’, ঘোষণা মুক্তির তারিখ

Karagar 2: বইছে চঞ্চল হাওয়া, ডিসেম্বরে হইচইয়ে আসছে ‘কারাগার ২’, ঘোষণা মুক্তির তারিখ

'কারাগার ২' মুক্তির তারিখ ঘোষণা করলেন চঞ্চল চৌধুরী

Chanchal Chowdhury: আগামী ১৫ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ‘কারাগার ২’। এপার ওপার দুই বাংলাতেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে সিরিজটি।

আসছে অভিনেতা চঞ্চল চৌধুরীর ‘কারাগার ২’ ওয়েব সিরিজ। বাংলাদেশের পাশাপাশি এদেশেও দারুণ জনপ্রিয়তা পেয়েছে এই ওয়েব সিরিজের প্রথম সিজন। দর্শক অধীর অপেক্ষায় সিজন ২-এর।

আগামী ১৫ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ‘কারাগার ২’। অভিনেতা চঞ্চল চৌধুরী রবিবার ইনস্টাগ্রাম পোস্ট করে জানিয়েছেন, 'কারাগার পার্ট ২ আসছে ১৫ ডিসেম্বর। শুধু মাত্র হইচই-তে...'। প্রথম সিজেনে যে রহস্য তৈরি হয়েছিল তা উন্মোচন হবে দ্বিতীয় সিজেনে।

আরও পড়ুন: ফারহানের ‘জি লে জারা’র শ্যুটিং কবে শুরু হচ্ছে? ভারতে ফিরেই মুখ খুললেন প্রিয়াঙ্কা

থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ ‘কারাগার'। পরিচালনায় সৈয়দ আহমেদ সওকি। ২৫০ বছর ধরে একজন মানুষ কারাগারে বন্দি। এটা দেখার পর নির্মাতা সৈয়দ আহমেদ সওকির ‘কারাগার’ ওয়েব সিরিজ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

গত ১৯ অগস্ট ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছিল সিরিজের প্রথম পর্ব। এপার ওপার দুই বাংলাতেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে সিরিজটি। এপার বাংলায় কারাগার দেখার পরেই মূলত চঞ্চল চৌধুরীকে নিয়ে দর্শকমহলে প্রত্যাশা বেড়েছিল। ‘কারাগার ২’ দেখতে এখন অধীর অপেক্ষা দর্শক।

উল্লেখ্য, কিছুদিন আগে কলকাতায় শুরু হয়েছিল চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এই উপলক্ষ্যে নন্দনে বেশ কিছু বাংলাদেশি ছবি দেখানো হয়েছে। তবে 'হাওয়া' দেখার জন্য কলকাতার মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো ছিল। উৎসবে যোগ দিয়েছেন এই ছবির অভিনেতা চঞ্চল চৌধুরী। দর্শকদের কাছে প্রবল সাড়া পেয়েছেন তিনি। 

 

বন্ধ করুন