কলকাতার করোনা আক্রান্ত মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন অনেকদিন আগেই। এবার নিজের লোকসভা কেন্দ্র ঘাটালের করোনা আক্রান্তদের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন দেব। অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন সে কথা। হেল্পলাইন নম্বরে ফোন করলেই খাবার পৌঁছে যাবে রোগীর কাছে।
বর্তমানে টলি টেলস ও সরদারনি পরমজিৎ কৌর মেডিকেল ট্রাস্টের সঙ্গে হাত মিলিয়ে দক্ষিণ কলকাতায় খাবারের ব্যবস্থা করেছেন দেব। শরৎ ব্যানার্জি রোডে অবস্থিত ‘টলি টেলস’ রেস্তোরাঁর সামনে থেকেই পাওয়া যাচ্ছে এই খাবারের প্যাকেট। দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত চালু থাকবে এই পরিষেবা। করোনা আক্রান্তের পরিবারের যে কেউ এসে এই খাবার নিয়ে যেতে পারেন অথবা অর্ডার করতে পারেন। রবিবার দেব টুইট করে জানিয়েছেন, লকডাউনেও জারি থাকছে তাঁদের এই পরিষেবা।
একই সঙ্গে, ঘাটালের মানুষদের পাশে দাঁড়ানোর কথাও জানালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন, ‘ঘাটাল অন্তর্গত এলাকায় যারা করোনা আক্রান্ত তাঁদের নির্দিষ্ট বসস্থানে খাবার সরবরাহ করা হবে। খাদ্য গ্রহণকারী ইচ্ছুক ব্যক্তিরা সত্ত্বর যোগাযোগ করুন।’ তবে করোনা পজিটিভ রিপোর্ট দেখালেই মিলবে এই পরিষেবা।
গতবছর লকডাউনে পরিযায়ী শ্রমিক, বাইরের দেশে আটকে থাকা পড়ুয়াদের ঘরে ফিরিয়েছিলেন অভিনেতা-সাংসদ। ভোট প্রচারের ময়দানেও তাঁর মুখে বারবার কোভিড সুরক্ষা বিধি মেনে চলার কথা শোনা গিয়েছিল। গত বছরও নিজের ঘাটালে করোনা আক্রান্তদের আত্মীয়-পরিজনদের জন্য বিনা খরচে খাবারের বন্দোবস্ত করেছিলেন তিনি। এবারও একই উদ্যোগ নিয়ে হাজির অভিনেতা-সাংসদ।