'চক্রবর্তী' পরিবারে এসেছে নতুন সদস্য। আপাতত তাই তাঁকে নিয়েই সময় কাটছে গৌরব-ঋদ্ধিমার। বাবা-মা হয়েছেন তাঁরা। সোশ্যাল মিডির হাত ধরে সন্তানের সঙ্গে সকলের আলাপও করিয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। তবে তাতে ছোট্ট সদস্যর মুখ দেখা যায়নি। তবে বাবা হওয়ার পর কেমন সময় কাটছে তাঁদের? এবার সেটা নিয়েই মুখ খুললেন গৌরব।
আনন্দবাজারকে গৌরব জানিয়েছেন, সত্যিই তাঁদের সুন্দর সময় কাটছে। অনেকেই তাঁদের সতর্ক করে দিয়ে বলেছিলেন রাতের ঘুম উড়ে যাবে। তবে সত্যিই সুন্দর সময় কাটছে। ঈশ্বরের আশীর্বাদে। গৌরব জানান, ধীরের (সন্তানের নাম) দাদু -ঠাকুমারাও (সব্যসাচী ও মিঠু চক্রবর্তী) তাঁকে প্রায়ই দেখতে আসছে। পুজোর সময় বাড়ির সকলে একসঙ্গেই সময় কাটিয়েছেন।
আরও পড়ুন-একের পর এক অসুস্থতা, পাশে ঢাল হয়ে শ্বেতা, ঘর বাঁধছেন কবে? জানালেন রুবেল
আরও পড়ুন-মহা সপ্তমীর সকালে ১ মাসের ছেলের সঙ্গে আলাপ করালেন গৌরব-ঋদ্ধিমা
তবে গৌরব জানিয়েছেন তাঁদের ছেলে ধীরকে নিয়ে সবথেকে বেশি উচ্ছ্বসিত তাঁর ভাইঝি অবন্তিকা (অর্জুন চক্রবর্তীর মেয়ে)। গৌরবের কথায়, ‘ভাইয়ের মেয়ে আমার ছেলেকে নিয়ে খুব খুশি। ওরা ভাইবোন একসঙ্গে সময় কাটাচ্ছে। সেটা যে কতটা ভালোলাগা ভাষায় প্রকাশ করতে পারব না। আমাদের পরিবার এখন সম্পূর্ণ’।
গত ১৬ সেপ্টেম্বর শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন ঋদ্ধিমা ঘোষ। সেই সুখবর তাঁরা নিজেরাই দিয়েছিলেন। এরপর মহাসপ্তমীর সকালে ছেলের সঙ্গে সকলের আলাপ করিয়ে দেন গৌরব-ঋদ্ধিমা। সকলকে শুভেচ্ছা জানিয়ে গৌরব-ঋদ্ধিমা লিখেছিলেন, ‘আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই মহাসপ্তমীর আন্তরিক শুভেচ্ছা।’প্রসঙ্গত গৌরব-ঋদ্ধিমা তাঁদের সন্তানের নাম রেখেছেন ধীর।
এদিকে কাজের ক্ষেত্রে গৌরবকে শেষবার দেখা গিয়েছে রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে। খুব শীঘ্রই পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'পর্নশবরীর শাপ' ও ইন্দ্রনীল রায়চৌধুরীর 'ছোটলোক' ওয়েব সিরিজে দেখা যাবে গৌরবকে। খুব শীঘ্রই দুটো ছবির শ্যুটিং শুরু করবেন বলেও জানান গৌরব। তবে মা হওয়ার পর আপাতত অভিনয় দুনিয়া থেকে দূরেই রয়েছেন ঋদ্ধিমা ঘোষ, তবে তিনিও শীঘ্রই কাজ ফিরবেন বলেও জানান গৌরব।