বাংলা নিউজ > বায়োস্কোপ > Vijay Antony's Daughter Dead: মাত্র ১৬ বছর বয়সেই না ফেরার দেশে অভিনেতা বিজয় অ্যান্টনির কন্যা, বাড়ি থেকে উদ্ধার দেহ

Vijay Antony's Daughter Dead: মাত্র ১৬ বছর বয়সেই না ফেরার দেশে অভিনেতা বিজয় অ্যান্টনির কন্যা, বাড়ি থেকে উদ্ধার দেহ

১৬ বছর বয়সেই না ফেরার দেশে অভিনেতা বিজয় অ্যান্টনির কন্যা

Vijay Antony's Daughter Found Dead: অভিনেতা বিজয় অ্যান্টনির মেয়েকে মৃত অবস্থায় তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হল। ক্লাস ১২ এর ছাত্রী ছিল সে।

অভিনেতা তথা সঙ্গীত পরিচালক বিজয় অ্যান্টনির মেয়েকে তাঁদের চেন্নাইয়ের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অভিনেতার মেয়ে মীরা ক্লাস ১২ এর ছাত্রী। সূত্রের খবর অনুযায়ী সে দীর্ঘদিন ধরে নানা স্ট্রেসে ভুগছিল, তার চিকিৎসাও চলছিল। মঙ্গলবার শেষ পর্যন্ত চরম পন্থা বেছে নেয়। মীরা আত্মঘাতী হয়েছে বলেই মনে করা হচ্ছে।

চেন্নাইয়ের একটি বেসরকারি স্কুলে পড়ত মীরা। অভিনেতাদের চেন্নাইয়ের টেনাম্পেটের বাড়ি থেকে মঙ্গলবার ভোর রাতে প্রায় ৩ টে নাগাদ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। মৃতের বয়স মাত্র ১৬ বছর। এদিন রাতেই অভিনেতা যখন মেয়ের ঘরে যান তখনই তিনি মেয়েকে ওভাবে দেখতে পান। বাড়ির পরিচারকরা তার দেহকে নামিয়ে আনেন।

মেয়েকে ওভাবে উদ্ধার করার পর তড়িঘড়ি করে চেন্নাইয়ের মায়লাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতার তরফে। কিন্তু সেখানে মীরাকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত অভিনেতা বিজয় অ্যান্টনির দুই কন্যা। অভিনেতার স্ত্রীর নাম ফাতিমা। তাঁরা ২০০৬ সালে বিয়ে করেন। তাঁদের আরেক মেয়ের নাম লারা অ্যান্টনি।

আরও পড়ুন: ৮০০ কোটির গণ্ডি পার অদম্য ‘জওয়ান’-এর, আর কোন ভারতীয় ছবির একই রেকর্ড আছে?

আরও পড়ুন: গণেশ পুজোর আনন্দ জমুক বলিউডি তালে, প্লেলিস্টে থাকতে হবে কোন গানগুলি

বিজয় বর্তমানে তাঁর অভিনয়ের আগামী প্রজেক্টগুলো নিয়ে ভীষণই ব্যস্ত। তিনি এখন তাঁর আগামী ছবি রাতথাম ছবি নিয়ে কজ করছেন। শীঘ্রই মুক্তি পাবে এই ছবিটি। চেন্নাইয়ে কিছুদিন আগেই তিনি একটি কনসার্টের আয়োজন করেছিলেন সেটাও দারুণ হিট করেছিল। কিন্তু তার মাঝেই এই ঘটনা ঘটায় সকলেই স্তম্ভিত হয়ে গিয়েছেন। ভেঙে পড়েছেন অভিনেতার পরিবারের সকলেই।

ইতিমধ্যেই পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে। তাঁরা সমস্ত দিক খতিয়ে দেখছেন।

সুইসাইড হেল্পলাইন নম্বর:

সুইসাইড প্রিভেনশন ইন্ডিয়া ফাউন্ডেশন: ৮০৪৭০৯৬৩৬৭

লাইফলাইন ফাউন্ডেশন: ৯০৮৮০৩০৩০৩

মন টকস: ৮৬৮৬১৩৯১৩৯

বন্ধ করুন