পরনে লাল টুকটুকে বেনারসি, মাথায় শোলার মুকুট, বধূবেশে সম্প্রতি বিয়েটা সেরেই ফেলেছেন অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়। পাত্র অভিনেতা দেবোত্তম মজুমদার। নাহ রিয়েল লাইফে নয়, রিল লাইফে। এই বিয়ে হয়েছে ‘জল থৈ থৈ’ ভালোবাসা ধারাবাহিকে। অর্থাৎ বিয়েটা হয়েছে কোকো-টিটোর।
এদিকে রিয়েল বিয়ে না হলেও দেবোত্তমের সঙ্গে এই বিয়ে নিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন ইপ্সিতা। কারণ, দেবোত্তমের সঙ্গে তাঁর জুটি, বন্ধুত্ব, সবটাই বেশ পুরনো। ২০১১ সালে 'কেয়া পাতার নৌকো' ধারাবাহিকে একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন দেবোত্তম-ইপ্সিতা। সেসময়ও এই জুটিটি বেশ জনপ্রিয় হয়েছিল। পুরনো সেই দিনের সঙ্গে বর্তমান ছবি পাশাপাশি রেখে সম্প্রতি ফেসবুকের পাতায় পোস্ট করেছিলেন অভিনেতা দেবোত্তম মজুমদার। একই পোস্ট শেয়ার করেছিলেন ইপ্সিতাও। তাঁদের সেই পোস্টেও নেটপাড়ার অনেকেই লিখেছিলেন ‘পারফেক্ট জুটি’।
দেবোত্তমের এই পোস্টে অনেকেই তাঁদের এই জুটির প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন। এক নেটিজেন লেখেন, ‘কেয়া পাতার নৌকা অনেক পছন্দের একটা সিরিয়াল ছিল, অনেক পছন্দের একটা জুটি ছিল love you both’। কেউ লেখেন, ‘২০১১-র এই ছবি সম্ভবত কেয়া পাতার নৌকোর।ভীষণ ভালো লাগে আপনাদের জুটি।’ আবার কেউ ইপ্সিতার এই বধূ লুকের প্রশংসা করে লেখেন, ‘তোমাকে বিয়ের সাজে এতো সুন্দর লাগছে একদম পরীর মতো, খুব খুব সুন্দর আর মিষ্টি লাগছে’। কেউ আবার ইপ্সিতার অভিনয়ের প্রশংসা করে লেখেন, ‘সুবর্ণলতার ছোট্ট সুবর্ণলতা,কেয়া পাতার নৌকাের কিরনমালা, চোখের তারা তুই এর তুতুল, ভক্তের ভগবান শ্রী কৃষ্ণের রূক্মিণী, এক্কাদোক্কার বুবলু, বালিঝড়ের কমলিকা আর এখন জল থই থই ভালোবাসা সিরিয়াল এর কোকো সবেতেই তুমি সেরা ইপ্সিতা দি।’ কারোর কথায়, ‘হ্যাঁ,একদম কিরনমালা আর সোনাবাবুর জুটি সবসময়ই সেরা এতো ভালো লাগে ওদের এই জুটিটা। এখন জল থই থই ভালোবাসা সিরিয়াল এ কোকো-টিটোর জুটি হয়েও ওদেরকে খুব ভালো লাগছে।’
এদিকে দেবোত্তমের সঙ্গে তাঁর জুটি, বধূ লুক নিয়ে আলোচনা হওয়ার উচ্ছ্বসিত অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায় নিজেও। ইপ্সিতা এবিষয়ে সম্প্রতি TV9কে বলেন, ‘আমার দারুণ লেগেছে এই লুকটা, মেকআপ রুমে নিজেকে দেখে নিজেই আত্মহারা হয়ে গিয়েছিলাম। লুকটা নেটপাড়ায় প্রশংসা কুড়োচ্ছে, আপনাদেরও ভালো লেগেছে দেখে খুব আনন্দ হচ্ছে।’ সহ অভিনেতা দেবোত্তম প্রসঙ্গে ইপ্সিতা বলেন, ‘দেবোত্তম দারুণ কো-অ্যাক্টর, আমি ওকে গল্পদাদু বলি। মেকআপ রুম জমিয়ে রাখে দেবোত্তমদা। ওর সঙ্গে ফের জুটি বেঁধে কাজ করতে পেরে ভালো লাগছে।’
এদিকে 'জল থৈ থৈ ভালোবাসা' ধারাবাহিকে সম্পূর্ণ বিপরীত মেরুর চরিত্রে কাজ করছেন ইপ্সিতা-দেবোত্তম। 'কোকো' ইপ্সিতা যেখানে সত্যবাদী, 'টিটো' দেবোত্তম মিথ্যেবাদী। তবে ইপ্সিতার কথায়, বাস্তবে কোনও পুরুষ যদি তাঁর সঙ্গে মিথ্যাচার করেন, তাহলে তিনি তাঁকে ছেড়ে যাবেন বলে জানান অভিনেত্রী।