টলি পাড়ার অতি পরিচিত নাম ইশা সাহা। ছোটপর্দার হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখলেও ধীরে ধীরে বড়পর্দায় নিজের জায়গা তৈরি করে নিয়েছেন ইশা। নিজের অভিনয়ের জন্য দর্শক দরবারেও প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। তবে এবার তিলোত্তমা কলকাতা ছেড়ে মায়ানগরীতে পা রেখেছেন ইশা সাহা।
মুম্বইয়ের রাস্তায় ক্যাজুয়াল পোশাকে ইতিউতি ঘুরে বেড়াতে দেখা গেল ইশা সাহাকে। পরনে অফ হোয়াইট রঙের ট্রাউজার প্যান্ট, সাদা শার্ট পরে আর সঙ্গে একটা কালো ব্যাগ কাঁধে ঘুরে বেড়াতে দেখা গেল ইশাকে। কখনও তাঁকে দেখা গেল মায়ানগরীর রাস্তায়, কখনও আবার দেখা গেল ইন্ডিয়া গেট কিংবা মুম্বইয়ের তাজ ওবেরয় হোটেলের সামনে। ছবির ক্যাপশানে ইশা লিখেছেন, ‘জারা হটকে, জারা বাঁচকে…’। তবে ইশা এই মুহূর্তে ঠিক কী কারণে মুম্বইতে রয়েছেন তা স্পষ্ট নয়।
ইশা সাহার এই পোস্টে কমেন্ট করতে দেখা গিয়েছে সোহিনী সরকারকে। সোহিনী কমেন্টে লেখেন, ‘আহা আহা’। এছাড়াও টলি পাড়ার আরও অনেকেই ইশার এই পোস্টে কমেন্ট করেছেন। কেউ লিখেছেন ‘কী সুন্দর ছবি।’ কেউ প্রশ্ন করেছেন, ‘কে ছবি তুলে দিল…’।
২০১৬ সালে ঝাঁঝ লবঙ্গ ফুল ধারাবাহিকের হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখেন ইশা সাহা। ২০১৭ সালে 'প্রজাপতি বিস্কুট' ছবির মাধ্যমে বড়পর্দাতেও অভিষেক হয় অভিনেত্রীর। এরপর ‘গুপ্তধনের সন্ধানে’, ‘সোয়েটার’, ‘গোয়েন্দা’, ‘মহানন্দা’, ‘সহবাসে’, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’, ‘সহবাসে’ সহ বহু ছবিতে অভিনয় করেছেন ইশা সাহা। কাজ করেছেন ওয়েব দুনিয়াতেও। ‘ইন্দু’, ‘হ্যালো’, ‘মাফিয়া’র মতো ওয়েব সিরিজেও দেখা গিয়েছে ইশাকে।
আবার চর্চিত হয়েছে ইশা সাহার ব্যক্তিগত জীবন। শোনা গিয়েছিল, ইশা সাহার সঙ্গে প্রেম করছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। আর সেকারণেই নাকি ইন্দ্রনীলের সঙ্গে বরখার সম্পর্কের অবনতি হয়। গতবছরই বরখা বিস্ত সেনগুপ্ত ইন্দ্রনীলকে বিবাহ-বিচ্ছেদের চিঠিও পাঠিয়েছিলেন বলে জানা গিয়েছিল। তাঁদের একমাত্র মেয়ে বরখার কাছেই রয়েছে। যদিও ইন্দ্রনীলের সঙ্গে সম্পর্ক নিয়ে ইশা বা অভিনেতা ইন্দ্রনীল কেউই মুখ খোলেননি। এমনকী কী কারণে বিচ্ছেদ, সেবিষয়ে কোনও কথা বলেননি বরখা বিস্তও।