বাংলা নিউজ > বায়োস্কোপ > Kangana-Hema: ২০২৪-এ ভোটে দাঁড়াচ্ছেন 'মোদী ভক্ত' কঙ্গনা? গুঞ্জন শুনে তেলেবেগুনে জ্বলে উঠলেন হেমা!

Kangana-Hema: ২০২৪-এ ভোটে দাঁড়াচ্ছেন 'মোদী ভক্ত' কঙ্গনা? গুঞ্জন শুনে তেলেবেগুনে জ্বলে উঠলেন হেমা!

কঙ্গনা রানাওয়াত ও হেমা মালিনী

Kangana Ranaut-Hema Malini: ‘এবার হয়তো রাখি সাওয়ান্ত দাঁড়াবে’, কঙ্গনার ভোটে লড়বার প্রসঙ্গ উঠতেই ব্যাঙ্গাত্মক জবাব বিজেপি সাংসদ হেমার! দেখুন ভিডিয়ো-

কঙ্গনা রানাওয়াত যেখানে বিতর্ক সেখানে! এই বিতর্কিত বলিউড ব্যক্তিত্ব নাকি শীঘ্রই রাজনীতির ময়দানে পা দিতে চেলছেন। অভিনেত্রীর বিজেপি-প্রীতি কারুর অজানা নয়। মোদী-ভক্ত কঙ্গনা হামেশাই শাসক দলের প্রশংসায় পঞ্চমুখ থাকেন। জোর গুঞ্জন আগামী লোকসভা নির্বাচনে মথুরা থেকে ভোটে লড়বেন বলিউডের ‘কুইন’। এই ব্যাপারে এখনও মুখ খোলেননি কঙ্গনা নিজে, তবে বিজেপি সাংসদ হেমা মালিনী এই বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন।

শনিবার মথুরার বর্তমান সাংসদ হেমা মালিনীর সামনে প্রশ্ন রাখা হয়েছিল, কঙ্গনার নির্বাচনে লড়বার গুঞ্জন প্রসঙ্গে। তা শুনেই তিনি বলেন- ‘আমি আবার কী বলব… আমার কী মত থাকতে পারে? সবটাই ভগবানের ইচ্ছে, শ্রীকৃষ্ণ যা চাইবেন…’। এরপর খানিক ব্যাঙ্গাত্মক সুরেই হেমা বলে ওঠেন-'এটা ভালো তো, আপনারা চান শুধু বলিউডের অভিনেত্রীরাই নির্বাচনে দাঁড়াক, স্থানীয়দের দরকার নেই, হয়ত আগামী দিনে রাখি সাওয়ান্তও আসতে পারেন। সেও ভোটে জিতে জেতে পারে'।

কিন্তু আচমকা কেন এধরণের মন্তব্য করলেন হেমা তা মাথায় ঢুকছে না নেটপাড়ার। হেমা নিজে অভিনেত্রী এবং বিজেপি সাংসদ। পাশাপাশি তাঁর স্বামীও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, বর্তমানে ধর্মেন্দ্র পুত্র সানিও বিজেপি সাংসদ। তাহলে এমন জবাব কেন? কেউ কেউ তো সাংসদ হিসাবে হেমার অবদান নিয়েও প্রশ্ন তুলেছেন।

কঙ্গনার ছবির থেকে আজকাল তাঁর বিতর্কিত বক্তব্যই বেশি চর্চায় থাকে। চলতি সপ্তাহের শুরুতেই নিজের পরিবারের সঙ্গে বৃন্দাবনে ঘুরে গিয়েছেন কঙ্গনা। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘এটা আমাদের সৌভাগ্য যে আমরা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধে মা-এর দর্শন করতে পারলাম'।

আরও পড়ুন-২০ বছরে এতটুকু ফিকে হয়নি মাধুরী ম্যাজিক! ঝলকের মঞ্চে ‘ডোলা রে'তে জমিয়ে নাচ নায়িকার

সম্প্রতি ‘এমার্জেন্সি’র শ্যুটিং শেষ করেছেন কঙ্গনা। এই ছবির পরিচালকের আসনেও রয়েছেন অভিনেত্রী। ছবিতে ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। ‘মণিকর্ণিকা: দ্য ক্যুইন অফ ঝাঁসি’র পর এটি হতে চলেছে কঙ্গনা পরিচালিত দ্বিতীয় ছবি। বৃন্দাবন সফরে এসে রাজনীতি সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি কঙ্গনা।

অভিনেত্রীর রাজনীতিতে যোগদান প্রসঙ্গ নতুন নয়। চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন উত্তরাখন্ডের এই কন্যে। দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক পুরস্কার পদ্মশ্রীতেও সম্মানিত হয়েছেন কঙ্গনা।

বন্ধ করুন