দীর্ঘদিনের শখ ছিল গাড়ি কিনবেন। সেই মতো অর্থও সঞ্চয় অভিনেত্রী মাহি ভিজ। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করলেন এই টেলি নায়িকা। আচমকাই মুম্বইয়ে নতুন ফ্ল্যাট কিনে নেন তিনি। দিলেন বাবা-মা কে সারপ্রাইজ। বাবা-মাকে নতুন ফ্ল্যাট উপহার হিসেবে দেন তিনি।
বাবা-মাকে উপহার হিসেবে নতুন ফ্ল্যাট দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত মাহি ভিজ। তিনি বলেন, ‘টাকা খরচের ক্ষেত্রে সকলের মনেই প্রথমে নিজের কথা আসে৷ আমারও এসেছিল ৷ কিন্তু পরে ভাবলাম এমন কাউকে উপহার দিই, যাঁদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই'। এভাবেই বাবা মায়ের আত্মত্যাগকে সম্মানিত করার সামান্য চেষ্টা করলেন অভিনেত্রী। তিনি আরও বলেন, ‘তবে এও জানি, তাঁদের জন্য যাই করি না কেন, তাঁদের আত্মত্যাগের তুলনায় হবে সামান্য মাত্র ৷ আমার কাছে এটা বাবা মাকে কিছু ফিরিয়ে দেওয়া নয়৷ বরং, ভালবাসা হিসেবে তাঁদের বিশেষ বোধ করানো’।
মাত্র ১৭ বছর বয়সে মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন মাহি। এরপর টেলিভিশনে অভিনয় এবং বলিউডি ছবিতেও কাজ করেছেন। হিন্দি টেলি দুনিয়ায় যথেষ্ঠ জনপ্রিয় তিনি। ‘সসুরাল সিমর কা’, ‘বালিকা বধূ’, ‘লগি তুঝসে লগন’, ‘বৈরী পিয়া’, ‘না আনা ইস দেশ লাডো’, ‘মুঝসে শাদি করোগে’এর মতো ধারাবাহিকে কাজ করেছেন।
২০১১ সালে অভিনেতা জয় ভানুশালির সঙ্গে গাঁটছড়া বাঁধেন মাহি। বিয়ের ৬ বছর পর রাজবীর ও খুশি দুই যমজ সন্তানের দত্তক নেন তারকা দম্পতি। সন্তান দত্তক নেওয়ার দু-বছর পর ২০১৯ সালের অগস্ট মাসে কন্যা সন্তানের জন্ম দেন মাহি। মেয়ের নাম রাখেন তারা।