‘বসন্ত আগমনে লাগল কি দোল…’। বসন্তে এসে গিয়েছে, আর তার হাত ধরে এসে হাজির হতে চলেছে দোল। আর তো মাত্র দুটো দিন। তবে দোলের আগেই একটু অন্যভাবে দোল সেলিব্রেট করতে শহর থেকে অনেক দূরে পৌঁছে গিয়েছেন প্রাক্তন সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী।
শহর থেকে দূরে গিয়ে দোলের আগেই রং খেলে ফেলেছেন মিমি। কপালে, মুখে আবির মেখে রঙিন হয়ে ধরা দিয়েছেন অভিনেত্রী। তাঁর মাথায় সাদা ওড়না ঢাকা। আর পরনে উজ্জ্বল সবুজ রঙের সালোয়ার কামিজ। তারই এক টুকরো মুহূর্ত X-এ (পূর্বে টুইটার) পোস্ট করে মিমি শুরুতেই লিখেছেন, ‘রাধে রাধে’। তারপরই লিখেছেন, ‘ভালোবাসা আর এই ভয়ের দেশে আমার জন্য হোলি একটু তাড়াতাড়ি শুরু হয়েছিল।’ এই ক্যাপশানের সঙ্গে লাভ ইমোজি দিয়েছেন মিমি।
আরও পড়ুন-‘রং খেলার পর ওই পোশাকেই বাড়ির দালানে বসে খেতাম লুচি- আলুরদম’, দোলের কথা বললেন 'দাদা' সৌরভ
ইনস্টাস্টোরিতেও এই একই জায়গা থেকে দু'টুকরো ছবি পোস্ট করেছেন মিমি চক্রবর্তী। কিন্তু কোথায় গিয়েছেন মিমি? Hindustan Times Bangla-র তরফে খোঁজ নেওয়া হলে, মিমির ব্যক্তিগত আপ্ত সহায়ক জানান, ‘মিমি বৃন্দাবনে গিয়েছিলেন।’। তবে কি দোলও এবার সেখানেই কাটাবেন? উত্তর এল, ‘নাহ, দোলে কলকাতাতেই, ইতিমধ্যেই ফিরছেন।’ অর্থাৎ বোঝাই গেল ফেরার পথেই বৃন্দাবনে দোল খেলার ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
এদিকে কাজের ক্ষেত্রে এই মুহূর্তে মিমি চক্রবর্তী এখন শুধুই অভিনেত্রী। কিছুদিন আগে সাংসদ পদ থেকে পদত্যাগ করার পর, নিজেকে সরিয়ে নিয়েছেন রাজনীতির ময়দান থেকে। মিমির পুরনো সংসদীয় এলাকায় এবার লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ।
সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর, মিমি বলেন, রাজনীতি তাঁর জন্য নয়, সেটা তিনি বুঝতে পেরেছিলেন। তিনি কাজ করতে গিয়ে বাধাও পেয়েছেন বলেও অভিযোগ করেন। তবে ছাড়ার পর বিগত পাঁচ বছরে কোন খাতে কত টাকা খরচ করেছেন তার বিস্তারিত হিসেব পেশ করতেও ভোলেননি।
আর অভিনয়ের ক্ষেত্রে শীঘ্রই বাংলাদেশের একটি ছবিতে কাজ করার কথা মিমি চক্রবর্তীর। এই প্রথম বাংলাদেশের কোনও প্রোজেক্টে দেখা যাবে তাঁকে। সেই ছবির নাম ‘তুফান’। টলিউডের বহু তারকাই বাংলাদেশের ছবিতে অভিনয় করেছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ইধিকা পাল সহ আরও অনেকে। কৌশানিরও একটা কাজ চলছে। এবার তাতে নাম জুড়ল মিমির।