বাংলা নিউজ > বায়োস্কোপ > Puja Banerjee: 'অসভ্য মহিলা', হঠাৎ কেন একথা শুনতে হল অভিনেত্রীকে! জবাব দিলেন না পূজা

Puja Banerjee: 'অসভ্য মহিলা', হঠাৎ কেন একথা শুনতে হল অভিনেত্রীকে! জবাব দিলেন না পূজা

পূজা বন্দ্যোপাধ্যায়

ক্যামেরার সামনে পূজার পোজ দেখে বিরক্ত নেটপাড়ার নীতিপুলিশরা। একজন লিখছেন, 'অসভ্য মহিলা'। কেউ আবার লিখেছেন, ‘বিয়ে হয়ে গিয়েছে, আপনার তো একটা ছেলেও আছে। এধরনের ফটোশ্যুট করা মোটেও উচিত নয়।’ কারোর কথায়, ‘বিশেষ করে জগদম্বা চরিত্রে অভিনয় করার পর একেবারেই এধরনের ফটোশ্যুট করা উচিত নয়।’

কলকাতা ও মুম্বই দুই ইন্ডাস্ট্রিতেই বেশ জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্য়োপাধ্যায়। কেরিয়ারের শুরুটা করেছিলেন বাংলাতেই, পরে ধীরে ধীরে হিন্দি ধারাবাহিকের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন পূজা। ব্যক্তিগত জীবনে অভিনেতা কুণাল বর্মাকে বিয়ে করে পাকাপাকিভাবে মুম্বইতেই থাকেন পূজা বন্দ্যোপাধ্যায়। তবে কলকাতাতেও তাঁর নিত্য যাতায়াত। সম্প্রতি 'ডান্স বাংলা ডান্স'-এর বিচারকের আসনেও দেখা গিয়েছে পূজাকে।

এদিকে আবার সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। মাঝেমধ্যেই নানান ছবি ও ভিডিয়ো পোস্ট করে থাকেন। সম্প্রতি একটা ভিডিয়ো শ্যুট করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন পূজা। আর তাতেই তীব্র ট্রোলের মুখে পড়েছেন তিনি।

তা কী আছে সেই ভিডিয়োতে?

দেখা যাচ্ছে, পূজা পরেছেন গর্জাস বিকিনি, আর সঙ্গে মানানসই স্কার্ট। আর সেটা পরেই ক্যামেরার সামনে একেরপর এক পোজ দিয়ে চলেছেন অভিনেত্রী। ক্যামেরার সামনে পূজার পোজ দেখে বিরক্ত নেটপাড়ার নীতিপুলিশরা। একজন লিখছেন, 'অসভ্য মহিলা'। কেউ আবার লিখেছেন, ‘বিয়ে হয়ে গিয়েছে, আপনার তো একটা ছেলেও আছে। এধরনের ফটোশ্যুট করা মোটেও উচিত নয়।’ কারোর কথায়, ‘বিশেষ করে জগদম্বা চরিত্রে অভিনয় করার পর একেবারেই এধরনের ফটোশ্যুট করা উচিত নয়।’

যদি এধরনের ট্রোলিং-এৎ কোনও উত্তর দেননি পূজা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে পূজার নতুন কোনও কাজের কথাও শোনা যাচ্ছে না। তবে টলিপাড়া সূত্রে খবর রাজা চন্দের একটি বাংলা ছবিতে দেখা যেতে পারে তাঁকে। যেখানে তিনি খোদ 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করবেন। জানা যাচ্ছে, ‘বুম্বাদা’র স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। যদিও এই ছবির নাম এখনও ঠিক হয়নি। পূজা ছাড়াও ছবিতে রয়েছেন আয়ুষী তালুকদার, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সিয়াম আহমেদ। 

প্রসঙ্গত, পূজার ব্যক্তিগত জীবনও বহুবার আলোচনায় উঠে এসেছে। জানা যায় কৈশোরে কাউকে ভালোবেসে ঘর ছেড়েছিলেন পূজা। যে সিদ্ধান্তের জন্য আজও নাকি আফসোস করেন তিনি। আর সেই কারণেই নিজের পরিবারের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। যদিও অল্প কয়েকদিনের মধ্যেই পূজা বুঝেছিলেন তিনি ভুল পদক্ষেপ নিয়েছেন। ২০১৩ সালে বিবাহ-বিচ্ছেদের পর কাজ নিয়েই ব্যস্ত ছিলেন পূজা। এরপর 'তুঝে সং প্রীত লাগাই সজনা' ধারাবাহিকে কাজ করার সময় কুণাল বর্মার সঙ্গে আলাপ হয় তাঁর। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব ও প্রেম। এরপর ২০২০ সালে লকডাউনের সময়ই বিয়ে করে ফেলেন পূজা ও কুণাল। বিয়ের পরপরই তাঁদের এক সন্তানের জন্ম হয়। বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF অনশনকারীদের দেখতে এলেন রাজ্যের চার চিকিৎসক, দু'জনকে হাসপাতালে ভর্তির পরামর্শ T20 বিশ্বকাপে বাংলাদেশকে উড়িয়ে ১ নম্বরে উইন্ডিজ! ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে বড় ধাক্কা! বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অনিশ্চিত রোহিত! বর্ডার গাভাসকর ট্রফির আগে দুঃসংবাদ অজিদের! গ্রিনের সার্জারি নিয়ে জল্পনা তুঙ্গে… নবরাত্রির মহাষ্টমীতে হয় মহাগৌরীর আরাধনা, জেনে নিন এই দিনের বিশেষ নৈবেদ্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.