৩০শে জুন বড় পর্দায় ফিরছ 'ইচ্ছে নদী'র জুটি। হাতে মাত্র আর ৪ দিন। ঋতবান (বিক্রম) অনিন্দিতা (শোলাঙ্কি)র প্রেমের গল্প নিয়ে আসছে শহরের উষ্ণতম দিনে। ছবিতে বিক্রমের প্রেমে ডুব দিতে দেখা যাবে শোলাঙ্কিকে। ব্যক্তিগত জীবনেও একাধিকবার প্রেমে পড়েছেন অভিনেত্রী। কিন্তু কবে হয়েছিল প্রথম প্রেম। এই শহরের কোথায় গিয়ে প্রেম করতেন শোলাঙ্কি?
সম্প্রতি নিজেই নিজের প্রথম প্রেমের গল্প ফাঁস করেছেন। শোলাঙ্কিকে বলতে শোনা যায়, ‘আপনাদের সবার মতো আমারও এই শহরেই বেড়ে ওঠা। আর এই শহর ঘিরেই রয়েছে আমার প্রথম প্রেম।’ শোলাঙ্কি বলেন, ‘আমি যখন প্রথম প্রেমে পড়ি মানে যখন প্রেমে পড়ছি, শহরটাকে চিনছি, সেসময় স্টার থিয়েটারের উপর একটা রেস্তোরাঁ ছিল। নাম ছিল সন্ধ্যাতারা। এখন বোধহয় সেটা বন্ধ হয়ে গিয়েছে। ঠিক জানি না, বহুদিন যাইনি। সেই রেস্তোরাঁটা ভীষণ সুন্দর ছিল। একটা আড্ডা মারার জায়গা ছিল। চা, কফি, সঙ্গে খুব সুন্দর পরিবেশ। ছাদের উপর খোলা জায়গা। এখন রেস্তোরাঁ বলতে যা বোঝায়, ঠিক তেমন নয়। আসলে আড্ডা মারার জায়গা ছিল ওটা। তখন খুব বেশি ক্যাফে ছিল না, আবার আমাদের কাছে খুব বেশি টাকা পয়সাও ছিল না। আমাদের দুজনের পছন্দের জায়গা ছিল সন্ধ্যাতারা। এটাই হল আমার প্রথম প্রেমের গল্প।’
আরও পড়ুন-লন্ডনে জিতুকে নিয়ে কাড়াকাড়ি! ঋতাভরী নাকি পায়েল! কে হচ্ছেন 'আপনজন’?
আরও পড়ুন-বিক্রম কি ভোর ৩টের বন্ধু নাকি? অকপট উত্তর শোলাঙ্কির
'শহরেের উষ্ণতম দিনে' ছবিতে ত্রিকোণ প্রেমের আভাস রয়েছে। ছবিতে প্রেম নিয়ে কথা বলতে গিয়ে সম্প্রতি শোলাঙ্কি বলেছিলেন তিনি ভীষণই আবেগপ্রবণ। তাঁর মাথার থেকে মন, হৃদয় বেশি কাজ করে। যেকারণে অনেকসময় অনেক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি।
প্রসঙ্গত, সিনেমার বাইরেও অভিনেতা বিক্রমের সঙ্গে শোলাঙ্কির বন্ধুত্ব ভীষণ গভীর। তবে সেটা প্রেম কিনা স্পষ্ট নয়। গতবছর অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে শোলাঙ্কির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও একথা শোলাঙ্কি কিংবা সোহম স্বীকার করেননি।