বিয়ে করছেন আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তী। এই খবর এতদিনে সকলেই জেনে গিয়েছেন। আগামী মাসেই সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। ৯ মে ঠিক হয়েছে তাঁদের বিয়ের তারিখ। এবার বিয়ের পরিকল্পনা নিয়ে মিঠাই ধারাবাহিকের 'দিদিয়া' কী বললেন?
বিয়ের পরিকল্পনা জানালেন কৌশাম্বি
মিঠাই ধারাবাহিকের সেটেই একে অন্যের প্রেমে পড়েন আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তী। বিগত দুই বছর ধরে চুটিয়ে প্রেম করেন তাঁরা। কিন্তু সম্পর্কের কথা ভুলেও কেউ মুখ ফসকে বলে ফেলেননি। গোপনেই রেখেছিলেন। কিন্তু বিয়ের মাত্র কদিন আগেই নিজেদের সম্পর্কের কথার সঙ্গে বিয়ের কথা জানান অভিনেত্রী। তবে তাঁরা সম্পর্ক নিয়ে কিছু না বললেও তাঁদের অনুরাগীরা কিন্তু ভালোই বুঝেছিলেন উচ্ছে বাবু আর দিদিয়ার প্রেম জমে ক্ষীর।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের জার্সিকে অপমানের অভিযোগ, রেডিয়ো জকির ওপর খচল নেটপাড়া
এবার বিয়ে নিয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে কৌশাম্বি জানান, 'অনেকদিন ধরেই আমাদের নিয়ে বাড়িতে কথা চলছিল। কিন্তু সময়ের অভাবে তারিখ পাকা করতে পারছিলাম না আমরা।'
বিয়েতে কী পরবেন, কী কী হবে সবটা জানিয়ে এদিন তিনি বলেন, 'আইবুড়োভাত, গায়ে হলুদ, বউভাত সব নিয়ম পালন করব আমরা। সমস্ত রীতি মেনে বিয়ে করব। আর তো বেশিদিন সময় নেই হাতে তাই কাজের সঙ্গে কেনাকাটিও করছি জোর কদমে।'
বিয়েতে আদৃত-কৌশাম্বি কী পরবেন?
কৌশাম্বি বিয়ের দিন লাল বেনারসি আর সাবেকি সোনার গয়নায় সাজবেন। অন্যদিকে আদৃত পরবেন ধুতি আর পঞ্জাবি। হাওড়ার একটি ব্যাঙ্কোয়েট হলে বসবে তাঁদের বিবাহ বাসর।
বিয়ের মেনুতে কী কী থাকবে?
এই বিষয়ে কৌশাম্বি জানান, 'আমি মাছ পছন্দ করলেও, আদৃত কোনও মাছ খেতে পছন্দ করে না। তাই ফিশ ফ্রাই আর বিরিয়ানি দুটোই থাকবে।' এছাড়া আরও বিভিন্ন ধরনের বাঙালি এবং অবাঙালি পদ থাকবে তাঁদের বিয়ের মেনুতে।
আরও পড়ুন: আর যেন তর সইছে না! নান্দিমুখেও রাতুলের পাশে বসে রূপাঞ্জনা, প্রকাশ্যে গায়ে হলুদের ছবি
আদৃত এবং কৌশাম্বি প্রসঙ্গে
আদৃত রায় মিঠাই ধারাবাহিকের হাত ধরে খ্যাতি পান। বর্তমানে তাঁর একটি ব্যান্ড আছে। এছাড়া আগামীতে তাঁকে এসভিএফের ছবি পাগল প্রেমীতে দেখা যাবে অভিনেতাকে। অন্যদিকে কৌশাম্বি বর্তমানে ফুলকি ধারাবাহিকে অভিনয় করছেন।
প্রসঙ্গত কৌশাম্বির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অদৃতের একটি সম্পর্ক ছিল। সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে তাঁর বহুদিনের সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্ক ২০২২ সালে ভেঙে যায়।