প্রতীক্ষার অবসান। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর অবশেষে ছাদনাতলায় যাচ্ছেন রূপাঞ্জনা মিত্র এবং রাতুল মুখোপাধ্যায়। তাঁদের এতদিনের সম্পর্ককে নতুন ধাপে নিয়ে যেতে চলেছেন তাঁরা। ১৯ এপ্রিল অর্থাৎ শুক্রবার তাঁদের বিয়ে। আর সেইদিনের সকালে গায়ে হলুদ, নান্দিমুখের সময় কেমন সেজেছিলেন তাঁরা সেই ছবিই প্রকাশ্যে এল।
রূপাঞ্জনা এবং রাতুলের বিয়ের সকালের সাজ
রূপাঞ্জনা মিত্র বিয়ের সকালে একটি হালকা সবুজ রঙের শাড়ি পরেছিলেন। সঙ্গে ছিল ফ্লেয়ার্ড হাতার ফ্লোরাল প্রিন্টের হলুদ রঙের ব্লাউজ। চুলটাকে কার্ল করে খুলে রেখেছিলেন। হাতে শাঁখা পলা পরা তাঁর।
আরও পড়ুন: ছেলেই শেষ আইবুড়োভাত খাওয়াল রূপাঞ্জনা - রাতুলকে! আবেগতাড়িত অভিনেত্রী লিখলেন…
অন্যদিকে রাতুল পরেছিলেন পিচ রঙের পঞ্জাবি এবং সাদা পায়জামা। বাড়িতেই নান্দিমুখের অনুষ্ঠান হয় তাঁদের। রাতুল যখন মন্ত্র পড়ে নিয়ম আচার পালন করছিলেন তখন পিছনেই বসে থাকেন রূপাঞ্জনা।
রাতুল এবং রূপাঞ্জনার প্রসঙ্গে
রাতুল এবং রূপাঞ্জনা দীর্ঘ দিন ধরেই সম্পর্কে আছেন। রাতুল অভিনেত্রীর থেকে ৬ বছরের ছোট। বর্তমানে তাঁরা অর্থাৎ রূপাঞ্জনা, রাতুল এবং অভিনেত্রীর ছেলে একসঙ্গেই থাকেন। দক্ষিণ কলকাতায় একটি ফ্ল্যাটও কিনেছেন তাঁরা। বহুদিনের সম্পর্কের পর এদিন তাঁরা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন, ছেলেকে সঙ্গে নিয়েই। গত বছর পাহাড়ে গিয়ে অনুরাগের ছোঁয়ার লাবণ্যকে বিয়ের জন্য প্রোপোজ করেন রাতুল। প্রসঙ্গত রূপাঞ্জনার এর আগে একটি বিয়ে ছিল কিন্তু সেই সম্পর্ক টেকেনি।
বিয়ের আগে কী লিখলেন রূপাঞ্জনা?
রূপাঞ্জনা এদিন লেখেন, 'আমাদের বিয়ের ঠিক আগের দিন সন্ধ্যায় আমাদের ঘিরে রইল আমাদের কাছের বন্ধুরা। আনন্দ আর কৃতজ্ঞতায় আমাদের মন ভরে উঠছে। আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। ধন্যবাদ আমাদের সঙ্গে উদযাপনে সামিল হওয়ার জন্য, আমাদের আনন্দে পাশে থাকার জন্য। চিরকালের গল্প শুরুর ঠিক মুখে দাঁড়িয়ে আমরা।'
আরও পড়ুন: 'আমি তো সংসার করছিই...' করেননি বিয়ে, তাও কেন এমনটা জানালেন মিমি?
তিনি আরও লেখেন, 'এই বিশেষ দিনে আমরা আমাদের বন্ধুদের উপস্থিতিতে সকলের সঙ্গে আমাদের ভালোবাসা, উত্তেজনা, খুশি ভাগ করে নিচ্ছি।'