সদ্যই মুক্তি পেয়েছে ময়দান। আর অজয় দেবগন অভিনীত এই ছবিতেই ক্রীড়া প্রশাসক শুভঙ্করের চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ। তাঁর অভিনয় দিয়ে তিনি মুগ্ধ করেছেন সকলকে। এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই বলিউড থেকে একাধিক অফার পেয়েছেন তিনি। কিন্তু অন্যদিকে তখন টলিউডে বিগত কয়েক বছর তেমন ভাবে তাঁকে দেখা যায়নি। কেন? এবার এই কারণ প্রকাশ্যে আনলেন খোদ রুদ্রনীল ঘোষ।
টলিউডে কম কাজ পাওয়া নিয়ে কী বললেন রুদ্রনীল?
আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে রুদ্রনীল ঘোষ জানান, '২০২০ সাল পর্যন্ত টলিউডের পরিচালকরা আমায় নিয়ে কাজ করতে চাইতেন। কিন্তু যেই বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ালাম তারপর থেকেই দেখছি কেউ আর তেমন কাজের কথা বলছেন না ডাকছেন না। এক সৃজিত (মুখোপাধ্যায়) ব্যক্তিক্রম।' সৃজিতকে নিয়ে এদিন তিনি বলেন, 'সৃজিত মুখোপাধ্যায় একা কাউকে ভয় পায় না। তাই আমায় কাজে নেয়। কিন্তু আমি টলিউডের বাকিদের দোষ দিচ্ছি না। ওঁরা হয়তো ভয় পেয়েছেন, ভেবেছেন আমায় ছবিতে নিয়ে নন্দনে জায়গা পাবেন না, হল পাবেন না। শ্যুটিংয়ের জন্য পুলিশি অনুমতি পেতে অসুবিধা হবে। সরকারি পুরস্কার পাবে বা। তাই হয়তো এই ঝুঁকি নিতে চাননি তাঁরা।'
কিন্তু বিধানসভার পরও তো অরিন্দম শীল এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন তিনি। তাহলে ইনা সৃজিতের নাম কেন করলেন রুদ্রনীল?
আরও পড়ুন: দুই বছরে দুটো প্রেম, মাকে দেওয়া কথা রাখতে পরে অমিতকে বিয়ে, ডালমিতার গল্প শুনে হেসে খুন রচনা
এই প্রসঙ্গে তিনি জানান, 'ওঁদের সঙ্গে কাজ তখন করেছি যখন রাজ্যের অনেক বড় বড় নেতারা জেলে গেছেন তখন। রাজ্যের বড় বড় নেতারা জেলে যাওয়ার পর অনেকে বোধহয় একটু সাহস পেয়েছেন। তাই আবার কাজে ডাকছেন।'