সিরিজ- অ্যাডভোকেট অচিন্ত্য আইচ
প্ল্যাটফর্ম- হইচই
পরিচালক- জয়দীপ মুখোপাধ্যায়
অভিনয়ে-শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যাপাধ্যায়, প্রমুখ
রেটিং- ৪/৫
যাঁর কাছে কাজ করছে তাঁর ভুল ধরিয়ে, তাঁরই অনুমতি নিয়ে তাঁরই বিরুদ্ধে কেস করার দুঃসাহস! বাস্তবে কতটা হয় জানা নেই। কিন্তু হইচই প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ অ্যাডভোকেট অচিন্ত্য আইচে ঠিক এমনটাই ঘটালেন অচিন্ত্য ওরফে ঋত্বিক চক্রবর্তী। আর ফল? প্রথম স্বাধীন কেসেই হার এবং মক্কেলের আত্মহত্যা। ব্যাস। তারপর আর কী, ভুলেও মানুষের কেস নিতে চায় না সে। এমন অবস্থায় কী করে একটি হাইপ্রোফাইল কেসে সে জড়িয়ে যায় এবং ন্যায় বিচার দেয় মক্কেলকে সেটা নিয়েই হইচই প্ল্যাটফর্মের নতুন সিরিজ অ্যাডভোকেট অচিন্ত্য আইচ। গানের জগতের 'সুরপরিবার' দত্ত পরিবারের কলঙ্ক, কেচ্ছা এবং একটি খুনকে ঘিরে আবর্তিত হয় এই গল্প। আর অভিযুক্ত যে খুন হয়েছেন তাঁর স্ত্রী। প্রত্যক্ষদর্শী ১৫ জন। তবুও কোথায় ফাঁক থেকে যায় আর কীভাবে অভিযুক্তকে বাঁচায় অচিন্ত্য আইচ সেটাই এই ৭ পর্বের সিরিজে দেখা যায়।
আরও পড়ুন: এক দশক পর ফের একসঙ্গে! ভাই - বোন মিলে কোন নতুন চমক আনছেন সোনু নিগম এবং তিশা?
কেমন হল?
যাহা বলিব সত্য বলিবর পর আবারও একটি টানটান কোর্টরুম ড্রামা নিয়ে এল হইচই। দাপুটে উকিল সীতারাম গঙ্গোপাধ্যায়ের চরিত্রে আছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং অ্যাডভোকেট অচিন্ত্য আইচের চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, লোকনাথ দে, দুলাল লাহিড়ী, দেবরাজ ভট্টাচার্য। এই ছবিতে সবার অভিনয়ই ভীষণ সাবলীল। কখনও চুপচাপ, কখনও আত্মবিশ্বাসে ভরা, প্রতিবাদী মধ্যবিত্ত মেয়ে হয়েও খ্যাতনামা পরিবারের বউমার চরিত্রটি নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন সুরঙ্গনা। শাশ্বত এবং ঋত্বিক দুজনেই নিজ নিজ চরিত্র সাবলীল। অন্যদিকে অচিন্ত্যর 'চর' দেবরাজ যেমন কমিক রিলিফ দিয়েছে তেমনই তাঁর অভিনয়ের দক্ষতা দিয়ে বিশেষ ভাবে নজর কেড়েছেন।
গল্প কোথাও এতটুকু ঝিমিয়ে পড়েনি। বরং কিছু জায়গা, টুইস্ট একেবারেই প্রত্যাশিত ছিল না। ফলে এই উইকেন্ডে একবার এই সিরিজ দেখে নেওয়াই যায়।