‘ভাইকে লিয়ে জান কবুল’। সলমনের সঙ্গে বোন অর্পিতার সম্পর্কটা খানিকটা এমনই। বরবরই বোন অর্পিতাকে সলমন একটু বেশিই ভালোবাসেন বলে জানা যায়, অর্পিতাও তাই। সম্প্রতি সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালনার ঘটনায় পর উদ্বিগ্ন গোটা খান পরিবার। জানা যাচ্ছে, সলমনের উপর গু চালনার ঘটনার পর প্রার্থনা করতে দিল্লির হজরত নিজামুদ্দিন দরগায় ছুটে যান অর্পিতা।
ফ্লোরাল প্রিন্টের সালোয়ার কামিজ পরে, মাথায় ওড়না ঢাকা দিয়ে ছেলের হাত ধরে দরগায় ঢুকতে ও প্রার্থনা করতে যেতে দেখা যায় অর্পিতাকে। নিজামউদ্দিন চিস্তির দরগায় চাদর চড়ান অর্পিতা। সেই মুহূর্ত লেন্সবন্দি হয় পাপারাৎজির ক্যামেরায়। কড়া নিরাপত্তার মধ্যে দরগায় ঢুকতে দেখা যায় অর্পিতাকে। এদিন সলমনের বোনকে লেন্সবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন বহু মানুষ।
প্রসঙ্গত গত ১৪ এপ্রিল ভোটে হঠাৎই সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলিবর্ষণ করে ২ দুষ্কৃতী। গুলি লাগে সলমনের বাড়ির দেওয়ালে। সেসময় গোটা খান পরিবারই ঘুমোচ্ছিল বলে জানা যায়। ঘটনার পর সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানান অর্পিতার স্বামী আয়ুষ শর্মা এবং সালমানের ছোট ভাই আরবাজ খান। তাঁরা জানান, কঠিন সময়ে পরিবারের সকলে একসঙ্গেই রয়েছেন।
এর আগে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমানের বাবা সেলিম খান বলেন, 'ইয়ে জাহিল লোগ জো কেহতে হ্যায় মার দেঙ্গে তব পতা লাগেগা না (এই অশিক্ষিত লোকেরা বলে যে আমরা যখন তোমাকে হত্যা করব তখন তুমি বুঝতে পারবে, শিক্ষা নেবে। আমাদের বাড়তি পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। মুম্বাই পুলিশ আমাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। পুলিশ যদি দু'জনকে গ্রেপ্তার করে থাকে, তার অর্থ তাঁরা সত্যিই এতে জড়িত।
এদিকে এই গুলি চালনার ঘটনার পর মুম্বই পুলিশের তরফে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে সলমনকে। সূত্রের খবর, এরপরও নাকি মৃত্যুভয় কাটছে না সলমনের। শোনা যাচ্ছে 'ভাইজান' নাকি মুম্বই থেকে দূরে পানভেলে নিজের বাগানবাড়িতে গিয়ে স্থায়ীভাবে কিছুদিন থাকার কথা ভাবছেন। সলমনের ঘনিষ্ঠ বন্ধুর দাবি, সলমন পানভেলের ওই বাগানবাড়িতে থাকতে ভালোই বাসেন। তবে এবার মুম্বই ছেড়ে সেখানেই থিতু হওয়ার কথা ভাবছেন সল্লু। এতে তাঁর কাজেরও সুবিধাই হবে। বিগ বস-এর সেটও নাকি সলমনের ওই খামার বাড়ির পাশেই রয়েছে।
যদিও হামলার পর সলমনকে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ঘটনার পরি তিনি নিজেই সলমনের বাড়িতে ছুটে যান। এদিকে আবার হামলার দায় স্বীকার করে নিয়েছে লরেন্স বিষ্ণোই-এর ভাই। তাদের দাবি, 'টা তো শুধুই ট্রেলার, পিকচার আভি বাকি হ্যায়।'