বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘বেঁচে আছি তো’, ক্যানসার অপারেশনের পর মনে হয়েছিল ঐন্দ্রিলার, শোনালেন রচনাকে

‘বেঁচে আছি তো’, ক্যানসার অপারেশনের পর মনে হয়েছিল ঐন্দ্রিলার, শোনালেন রচনাকে

দিদি নম্বর ১-এ রচনা বন্দ্যোপাধ্যায়।

শরীরের সেই যন্ত্রণার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন ঐন্দ্রিলা। চোখের জল ধরে রাখতে পারেন না রচনা নিজেও।

ক্যানসারকে জয় করার পর প্রথমবার ক্যামেরার সামনে এলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাও আবার দিদি নম্বর ১-র মঞ্চে। খুব অল্প বয়সেই দু'-দু'বার এই মারণরোগ থাবা বসিয়েছে তাঁর শরীরে। আর সেটার সাথে লড়াই করে সুস্থ হয়ে ওঠাটাও সহজ ছিল না তাঁর কাছে। রচনা বন্দ্যোপাধ্যায়ের সামনে সেই গল্পই তুলে ধরতে দেখা গেল তাঁকে। শরীরের সেই যন্ত্রণার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তিনি। চোখের জল মুছতে দেখা গেল রচনাকেও। 

‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয় করা সেই মিষ্টি মেয়েটার ক্যানসারের লড়াই জানা সকলেরই। তবে বেশিরভাগটাই প্রেমিক সব্যসাচীর কলমে। এবার নিজেই বললেন যখন জানতে পারেন দ্বিতীয়বার ক্যানসার এসেছে শরীরে, তখন ঠিক কতটা অসহায় লাগছিল, কষ্ট হচ্ছিল। বলেন, ‘যেহেতু আমার কাছে ক্যান্সারের যন্ত্রণা অনেক আগে থেকেই পরিচিত, আমি জানি যে একটা মানুষকে কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। তাই আবার ক্যান্সারে আক্রান্ত হওয়া আমার পক্ষে মেনে নেওয়া কঠিন ছিল। অপারেশনের পর বেঁচে থাকারই সম্ভাবনা ছিল না। আমাকে ডাক্তাররা বলেছিল, তোমার লাইফে সমস্ত সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। আমি এক মুহূর্ত সময় না নিয়ে অপারেশনের জন্য রাজি হয়ে যাই।’

অপারেশনের পর যখন চোখ খোলেন তখন একটা আলোর ধাক্কা চোখে এসে লেগেছিল। ঐন্দ্রিলা জানান, ‘ওটা দেখে মনে প্রশ্ন জেগেছিল আমি বেঁচে আছি তো?’ তাঁর সুস্থ হয়ে ওঠায় সব্যসাচীর যে আবদান তা নিয়েও কথা বলতে শোনা যায় ঐন্দ্রিলাকে। বলেন, ‘দিল্লিতে আমার যখন দ্বিতীয় কেমো চলছে আমি হঠাৎ চোখ খুলে দেখি আমার সামনে সব্যসাচী দাঁড়িয়ে। ওর মুখ দেখে আমার মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি কাজ করেছিল। পুরো ট্রিটমেন্ট জুড়ে আমার শারীরিক কষ্ট ছিল ভয়ানক কিন্তু মানসিক কষ্ট একবিন্দুও ছিল না।’

ক্লাস ইলেভেনে প্রথম ক্যানসার হয় ঐন্দ্রিলার। যা হয়েছিল বোন ম্যারোতে। চিকিৎসার পর সেরে ওঠেন। দীর্ঘ ৬ বছর কোনও সমস্যা ছিল না। টলিউডে নিজের কেরিয়ারও গড়ে নিয়েছিলেন। তারপর ২০২১-র ফেব্রুয়ারিতে ফের বিপত্তি। প্রায় ১ বছরের লম্বা একটা লড়াই। যদিও ‘দিদি নম্বর ১’-র মঞ্চে তিনি জানান, এখন পুরো সুস্থ। ফের কেরিয়ার শুরুর ইচ্ছে রয়েছে তাঁর। আর সেটার শুরু করলেন রচনার শো দিয়েই।

বন্ধ করুন