বিশ্ব সুন্দরীর খেতাব জয়ের পর থেকে খুব বুঝেশুনেই সিনেমার কাজ হাতে নিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। বিশেষ করে মেয়ে আরাধ্যার জন্মের পর থেকে কাজের সংখ্যা আরও কমেছে। তবে, ভক্তমনে তাঁর বাস চিরাচরিত। সামাজিক মাধ্যমেও সেভাবে আসতে দেখা যায় না তাঁকে। তবে সোমবার বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে করলেন একটি মন ছুঁয়ে যাওয়া পোস্ট।
ঐশ্বর্য রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই ২০১৭ সালের ১৮ মার্চ মারা যান৷ তারপর থেকে, প্রতি বছর, অভিনেত্রী এই তারিখে ঘেঁটে দেখেন বাবার সঙ্গে কাটিয়ে আসা সুমধুর মুহূর্তগুলি। এবারেও ঐশ্বরিয়া তাঁর মা বৃন্দা রাই এবং মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে বাবার একটি ফটো ফ্রেম সহ একটি ছবি শেয়ার করেছেন। দেখা গেল, আরাধ্যা আর ঐশ্বর্য দুজনেই পরে আছেন সাদা পোশাক। আর যত দিন যাচ্ছে, আরাধ্যা যেন সত্যিই মায়ের প্রতিচ্ছবি হয়ে উঠছে।
দাদাুর কোলের ছোট্ট আরাধ্যার একটি ছবিও নেটমাধ্যমে শেয়ার করলেন ঐশ্বর্য। যেখাতে তাঁর মেয়ে, তাঁর বাবার গালে চুমু বসিয়েছে। আরাধ্যার বয়স দেখেই বোঝা যাচ্ছে, ছবিটি বেশ পুরনো। তখন আরাধ্যা বয়স ৪ বা ৫।
ঐশ্বর্য এই ছবিগুলির ক্যাপশনে লিখেছেন, ‘তোমাকে চিরকাল ভালোবাসি, প্রিয়তম প্রিয়তম বাবা-আজ্জা। সবচেয়ে প্রেমময়, দয়ালু, যত্নশীল, শক্তিশালী, উদার এবং ধার্মিক… তোমার মতো কেউ নেই... কখনও হবে না। শুভ জন্মদিন। স্মরণে প্রার্থনা। আমরা তোমাকে অনেক মিস করি।’
বাবার সঙ্গে কাটানো তাঁর ও মেয়ে আরাধ্যার আরও কিছু মুহূর্তের ছবিও শেয়ার করে নেন ঐশ্বর্য। বোঝা যায়, এই বিশেষ দিন বাবার সঙ্গে না থাকার কষ্ট তাঁর মনে কতটা।
ঐশ্বরিয়াকে শেষবার মণি রত্নমের 'পোনিয়িন সেলভান ২'-তে দেখা গিয়েছিল। আপাতত তিনি পরবর্তী প্রোজেক্টের ঘোষণা করেননি। এবং ভক্তরা অভিনেত্রীকে আবারও পর্দায় দেখার জন্য অপেক্ষা করছেন।
শোনা যায়, ব্যক্তিগত জীবনে বেশ টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে এখন ঐশ্বর্যকে। বচ্চন পরিবারের থেকে এখন তিনি আলাদাই থাকেন মায়ের কাছে। শাশুড়ি জয়া ও ননদ শ্বেতার সঙ্গে একেবারেই সদ্ভাব নেই তাঁর। তবে এসবই সামনে এসেছে নানা সূত্র মারফত। ঐশ্বর্য বা অমিতাভ বা আভিষেক, কেউই কোনও মন্তব্য করেননি এই ব্যাপারে প্রকাশ্যে। রবিবার শ্বেতার ৫০তম জন্মদিনের পার্টিতেও ছিলেন না ঐশ্বর্য, অভিষেক আর আরাধ্যা।