বাংলা নিউজ > বায়োস্কোপ > Akshay-Tiger: বালতি ভর্তি জল নিয়ে দাঁড়িয়ে ছোটে মিয়া টাইগার, অক্ষয়কে চমকে গায়ে ঢালতে পারলেন কি?

Akshay-Tiger: বালতি ভর্তি জল নিয়ে দাঁড়িয়ে ছোটে মিয়া টাইগার, অক্ষয়কে চমকে গায়ে ঢালতে পারলেন কি?

টাইগার শ্রফের হাত থেকে দোলের দিন কী করে বাঁচলেন অক্ষয় কুমার?

Akshay-Tiger: হোলির বড়ে মিয়াকে চমকে দিতে দারুণ ফন্দি এঁটেছিলেন ছোটে মিয়া টাইগার শ্রফ। কিন্তু শেষ পর্যন্ত মজা জমলো কি?

বড়ে মিয়া ছোটে মিয়া সিনেমাটি নতুন ভাবে আবারও আসছে। আর সেই ছবির জমিয়ে প্রচার করছেন এই যুগের বড়ে মিয়া অক্ষয় কুমার এবং ছোটে মিয়া টাইগার শ্রফ। নানা অভিনব কায়দায় তাঁরা সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচার চালাচ্ছেন এই ছবির। হোলির দিনটিও বাদ গেল না। এই বিশেষ দিনে কোন মজার খেলার আয়োজন করেছিলেন তাঁরা?

হোলিতে নতুন চমক বড়ে মিয়া ছোটে মিয়ার

অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ দুজনের কারওরই এনার্জির কোনও খামতি নেই। আর এদিনও তাঁদের সেই একই রকম ভাবে খোশমেজাজে দেখা গেল। তবে এদিন তাঁরা একে অন্যের সঙ্গে যে মজাটা করেছেন সেটা দেখে দারুণ মজা পেয়েছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। কী দেখা গিয়েছে সেই ভিডিয়োতে?

আরও পড়ুন: 'রাজনীতি না বুঝলে দূরে থাকুন...' নাম না করে নুসরতকে কটাক্ষ অঙ্কুশের? মিমির প্রশংসায় বললেন কী?

আরও পড়ুন:

এদিন দেখা যাচ্ছে অক্ষয় কুমার একটি বাড়ি থেকে বেরিয়ে হনহন করে হেঁটে আসছেন। আর মূল দরজা দিয়ে বেরোতেই তিনি তাঁর হাতে থাকা নারকেল তুলেছেন দরজার আড়ালে থাকা মানুষটিকে মারার জন্য। হ্যাঁ, একদমই তাই। অক্ষয় কুমার আগেই আন্দাজ করেছিলেন যে দোলের দিন কেউ তাঁকে রং মাখানোর জন্য দরজার বাইরে অপেক্ষা করছে। তাই তিনি হাতে করে নারকেল এনেছিলেন। ভাবছেন দরজার আড়ালে কে ছিলেন? ছোটে মিয়া টাইগার শ্রফ। তিনি এক বালতি ভর্তি রঙিন জল নিয়ে অপেক্ষা করছিলেন সেখানে। অক্ষয়কে জল ছুড়তে গিয়েই তিনি সেই নারকেল দেখতে পান, এবং নিজেকে নারকেলের আঘাত থেকে বাঁচাতে অক্ষয়কে আর সেই রঙিন জল ছুঁড়ে দেন না। উল্টে নিজের গায়েই ঢেলে নেন। এটা দেখে হেসে কূলকিনারা পাচ্ছেন না দর্শকরা।

এই ভিডিয়োটি একটি মজার ক্যাপশন দিয়ে পোস্ট করা হয়েছে। লেখা হয়েছে 'খারাপ ভাবে নিও না। হোলি হ্যায়। সবাইকে জানাই দোলের শুভেচ্ছা।' সকলেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তাঁদের এই ভিডিয়োটিকে।

আরও পড়ুন: প্রকাশ্যে 'রাজ'প্রাসাদের ছবি, দেখুন শুভশ্রীদের হালিশহরের নতুন বাড়ির অন্দরের ছবি

কে কী বলছেন?

একজন লেখেন, 'আপনি আর অভিনেতা নেই অক্ষয় কুমার। কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছেন।' কেউ আবার লেখেন, 'অক্ষয় কুমার মুখে কিছু না বলেও আসল কাজ করে দেখিয়ে দিল। জল না নারকেল কার জোর বেশি এখানেই প্রমাণিত।' আরও অনেকেই তাঁকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন।

বড়ে মিয়া ছোটে মিয়ার প্রসঙ্গে

বড়ে মিয়া ছোটে মিয়া ছবিটি ইদের সময় মুক্তি পাচ্ছে। ওই একই দিনে মুক্তি পাচ্ছে অজয় দেবগনের ময়দান। বাদ যাচ্ছে না টলিউডও। অঙ্কুশ হাজরা অভিনীত মির্জাও একই দিনে মুক্তি পাচ্ছে।

বায়োস্কোপ খবর

Latest News

চালান আনতে হবে! ভরা কোর্টে ব্যাকফুটে সিব্বল, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের কোলে বসিয়ে চুমু নাকি ‘অ্যাক্সিডেন্ট’, ‘একঘরে’ অরিন্দমের সাফাইতে চটল অভিযোগকারিণী ৬৯ হাজার সহকারি শিক্ষকের নতুন তালিকা তৈরির নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ ওই রাজ্যে 'জাস্টিস ফর আর জি কর'-সুদূর কানাডাতেও ফের গর্জে উঠলেন প্রতিবাদীরা গণপতি বিসর্জনে নবদম্পতি অনন্ত-রাধিকা, কিছু মুহূর্ত প্রকাশ্যে খেলতে খেলতেই খেলার দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন, হয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি মালিক কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে? বিমার কী হবে? দেখে নিন দেশে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ কেস-র হদিশ! কেন্দ্র জানাল জরুরি তথ্য, উপসর্গ কী? ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.