২০২২ সালে অক্ষয় কুমারের ৫টি ছবি মুক্তি পেয়েছে এর মধ্যে চারটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ২০২২ সালটা অক্ষয়ের জন্য মোটেই ভালো যায়নি। তাঁর একাধিক ছবি সুপার ফ্লপ করেছে। আর সেই কারণে তাঁকে নেটিজেনদের বিদ্রুপের মুখেও পড়তে হয়, অনেকেই বলেন তাঁর ছবি খারাপ পারফর্ম করছে কারণ 'তিনি অতিরিক্ত কাজ করছেন।' সম্প্রতি অক্ষয় কুমার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২২ শে অংশ নিয়েছিলেন, সেখানেই তিনি সমালোচকদের উত্তর দেন এবং বলেন তিনি বুঝছেন তিনি কাজ করছেন তো অন্যদের কী অসুবিধা হচ্ছে।
অক্ষয় কুমার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২২ একটি অংশে ছিলেন অভিনেতা রাম চরণের সঙ্গে। যখন তাঁকে এই অনুষ্ঠানে জিজ্ঞেস করা হয় তিনি কেন এত বেশি কাজ করছেন, বছরে তাঁর ৪-৫ টা করে ছবি মুক্তি পাচ্ছে, তখন তিনি জবাবে বলেন, 'আমাকে বলুন তো কখনও কি কেউ তাঁর সন্তানকে জিজ্ঞেস করেন যে কেন এত বেশি কাজ করছ? মানুষ কি বলে, যে কেন নেশা করছ? কেন জুয়া খেলছ? কিন্তু কে বেশি কাজ করার জন্য প্রশ্ন করে?'
অক্ষয় কুমার জানান তিনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন বছরে ৪টি সিনেমা করার, আগামীতেও তিনি এরম করবেন। 'আমি বছরে ৪টে ছবি করি, হ্যাঁ আমি করি। আমি বিজ্ঞাপনের কাজ করি। আমি কাজ করি, আমি কারও কিছু চুরি করি না। আমি বুঝতে পারি না, সাংবাদিকরা আমায় জিজ্ঞেস করেন আমি জলদি কেন উঠি? ভোরবেলাই তো ওঠা উচিত, ওটাই তো সময়। তাই না? তাঁরা আমায় জিজ্ঞেস করেন, কেন জলদি ঘুমাও? আরে বোকা, রাতে মানুষ ঘুমায়। আমি বুঝি না আমি ভুলটা কী করছি। আমি কাজ করব। সুযোগ পেলে কে কাজ করে না? আমি ৪টে কাজ করব, আমি ৫০ দিন দেব, প্রয়োজনে ৯০ দিন দেব।'
অক্ষয় তাঁর এক একটি ছবি ৪০ দিনে শেষ করার বিষয়েও মুখ খোলেন, তিনি বলেন, 'ছবি ৪০ দিনে শেষ করি যে কথাটা বলেছি সেটা সকলে ভুল বুঝেছেন। আমি বলতে চেয়েছি শ্যুটিং করার সময়টা। নইলে এক একটি ছবি শেষ করতে ৮০-৯০ দিন লেগেই যায় গড়ে।'
চলতি বছরে অক্ষয়ের ৫টি ছবি মুক্তি পেয়েছে, এই ছবিগুলো হল, বচ্চন পাণ্ডে, সম্রাট পৃথ্বীরাজ, রক্ষা বন্ধন, রাম সেতু এবং কাটপুতলি। এর মধ্যে প্রথম চারটে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং শেষেরটি ডিজনি প্লাস হটস্টারে।