৮৩ বছর বয়সে বাবা হলেন অস্কার-জয়ী অভিনেতা আল পাচিনো। ফুটফুটে ছেলের জন্ম দিলেন তাঁর ২৯ বছরের প্রেমিকা নূর আলফাল্লাহ। এই খবর ছড়িয়ে পড়তেই অভিনেতাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তাঁর অনুরাগীরা। আল ও নূর সদ্যোজাত ছেলের নাম রেখেছেন রোমান পাচিনো।
পাচিনো (Al Pacino) মে মাসের শেষের দিকে নিজের বাবা হতে চলার খবরে শিলমোহর দেন। আলফাল্লার সঙ্গে এটাই তাঁর প্রথম সন্তান। ২০২২ সালের এপ্রিল মাস থেকে পাচিনোর সঙ্গে সম্পর্ক রয়েছে নূরের। গত বছর আলের ৮২তম জন্মদিনে প্রথম বার নুরের সঙ্গে প্রকাশ্যে দেখা যায় তাঁকে। করোনার সময় থেকেই একে-অপরের সঙ্গে সময় কাটানোর শুরু। তারপর প্রেম। আর সম্পর্কের বয়স ১ বছর পেরোতে না পেরোতেই দুই তিন হলেন তাঁরা।
আলের বান্ধবী নূর পেশায় এক জন চলচ্চিত্র প্রযোজক। তিনি লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে বড় হয়েছেন। তাঁর বাবা কুয়েতি হলেও মা আমেরিকার বাসিন্দা।
প্রসঙ্গত, আল বাবা হতে চলেছেন এই খবর প্রকাশ্যে আসতে কম কটাক্ষ হয়নি অনলাইনে। নূরের সঙ্গে তাঁর বয়সের ফারাক ৫৪ বছরের হওয়া নিয়েও উপহাস করেছিলেন কেউ কেউ। আরও পড়ুন: দ্রিশার নাম লেখালেন করণ, তবে ছেলের মেহেন্দিতে সানি এ কী লিখলেন হাতের তালুতে!
সদ্যোজাত রোমান ছাড়াও আলের আরও তিন সন্তান রয়েছে। যার মধ্যে দুটি সন্তান বেভারলি ডি'অ্যাঞ্জেলোর সঙ্গে এবং একজন জন ট্যারান্টের সঙ্গে। আল পাচিনোর প্রথম সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর, তাঁর মা অভিনয় প্রশিক্ষক জন ট্যারান্ট। পরের দুটি সন্তান অ্যান্টন ও অলিভিয়া যমজ, যাঁদের মা ‘গডফাদার’ অভিনেতার প্রাক্তন প্রেমিকা বেভারলি ডি'অ্যাঞ্জেলো।
আল পাচিনো-কে দেখা গিয়েছে ‘গডফাদার’, ‘স্কেয়ারফেস’, ‘সেন্ট অব এ উম্যান’, ‘সার্পিকো’,‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘সি অব লভ’, ‘হিট’, ‘দ্য ইনসাইডার’-সহ একাধঝিক হলিউড প্রোজেক্টে। বর্তমানে চর্চায় থাকা ‘মোদি’ বায়োপিকেও থাকবেন তিনি। নাম শুনে চমকে ওঠার প্রয়োজন নেই! কারণ এর সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও যোগ নেই। ইতালীয় শিল্পী আমেদিও মোদিল্লিয়ানি (Amedeo Modigliani)-র জীবননির্ভর ছবি পর্দায় ফুটিয়ে তোলা হবে। জীবনীচিত্রটি তৈরি করছেন জনি ডেপ। বন্ধুমহলে ‘মোদি’ (Modi) নামে পরিচিত ছিলেন মোদিল্লিয়ানি, সেই থেকেই এমন নাম ছবির। এই ছবিতে থাকার কথা রয়েছে আল পাচিনো-র।