১৪ এপ্রিল ছিল আলিয়া ভাট এবং রণবীর কাপুরের দ্বিতীয় বিবাহবার্ষিকী। বরের সঙ্গে বিবাহবার্ষিকী উদযাপনের পর শেয়ার করেছেন তিনি। সেই ঝলকও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
১৬ এপ্রিল ইনস্টাগ্রাম স্টোরিতে চার্লি ম্যাকসির লেখা একটি উদ্ধৃতি পোস্ট করেছেন আলিয়া। পোস্টে লেখা রয়েছে, ‘একটি ছেলের প্রশ্ন, ঝড়ের মধ্যে উচিত শিক্ষা তুমি কী পেয়েছে? ঘোড়ার উত্তর ছিল, একসময় শেষ হবেই’। হ্যাসট্যাগে লেখা, ‘#TheGoodWord’। আলিয়ার পোস্ট দেখে ধন্দে নেটিজেনরা।
আরও পড়ুন: ঘাড় নাড়িয়ে নাচছেন, নিজের AI ভিডিয়ো দেখে চমকে উঠলেন বিগ বি! ‘অলৌকিক..', বললেন অমিতাভ
আরও পড়ুন: প্রয়াত জনপ্রিয় বাঙালি ইউটিউবার 'অ্যাংরি ব়্যান্টম্যান' অভ্রদীপ সাহা, বয়স ২৭ বছর
দেখুন পোস্টটি এখানে-
দেখতে দেখতে বিবাহিত জীবনের ২ বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন রণবীর-আলিয়া। ২০২২-এর ১৪ এপ্রিল ব্যক্তিগত পরিসরে সাতপাকে বাঁধা পড়েছিলেন 'রালিয়া' জুটি। তার ঠিক পরই তাঁদের জীবনে এসেছে মেয়ে রাহা। নভেম্বরে জন্ম হয় রাহার। ২০২৪-এর ১৪ এপ্রিল বছর দেড়েকের মেয়ে রাহাকে নিয়েই দ্বিতীয় বিবাহবার্ষিকী কাটালেন ‘কাপুর’ দম্পতি।
আরও পড়ুন: বৈশাখী পান্তার আয়োজন, শাড়ি কোমরে গুঁজে ভাত মাখলেন জয়া আহসান, আর কী কী ছিল মেনুতে
কীভাবে কেটেছে দ্বিতীয় বিবাহবার্ষিকী?
রণবীর-আলিয়ার ব্যক্তিগত শেফ (বাবুর্চি) হর্ষ দীক্ষিতের ইনস্টাস্টোরিতে ফাঁস হয়েছে ‘রালিয়া’ জুটির দ্বিতীয় বিবাহ-বার্ষিকী উদযাপনের মুহূর্ত। যেখানে রয়েছে দুটি ফটো। যার একটিতে রণবীর কাপুরকে মজা করে গিয়ে আলিয়ার কোলে বসতে দেখা যাচ্ছে। অপরটিতে রয়েছে কাস্টমাইজ মেনু কার্ড। যেখানে কিছুটা মজা করেই রণবীর-আলিয়াকে চিত্রিত করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে একই টেবিলে মুখোমুখি বসে স্প্যাগেটি খাচ্ছেন রণবীর-আলিয়া। তাঁদের মাঝে ছোট্ট রাহাকে বসে থাকতে দেখা যাচ্ছে। রণবীর-আলিয়ার মুখে রয়েছে একটাই নুডুলস স্ট্যাপ, যেটা ধরে রয়েছে তাঁদের আদরের মেয়ে রাহা। মেনু কার্ডে লেখা আছে ১৪ এপ্রিল, ২০২৪।
রণবীর প্রসঙ্গে
প্রসঙ্গত, রণবীর বরবরই ভীষণ প্রাইভেট পার্সন বলেই ইন্ডাস্ট্রিতে পরিচিত। তাই ব্যক্তিগত আনন্দগুলো তিনি ব্যক্তিগত পরিসরেই উদযাপন করতে পছন্দ করেন। তা জন্মদিন হোক কিংবা বিবাহবার্ষিকী। এবার বিবাহবার্ষকীতেও একান্তে স্ত্রী আলিয়ার সঙ্গেই কাটালেন রণবীর।
আলিয়ার পোস্ট
দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষ্যে আলিয়া রণবীরের সঙ্গে একটা মজাদার কার্টুন ছবি শেয়ার করেছেন। ক্যাপশানে লিখেছেন, ‘হাসিখুশি ২, এখানে আমাদের জন্য রইল আমার অনেক ভালবাসা…আজ এবং আজ থেকে আরও অনেক বছর আমাদের একসঙ্গে কাটাতে হবে’।