বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। প্রায় পাঁচ দশক ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। অমিতাভ বচ্চনকে সবাই আদর করে বিগ বি বলে ডাকেন। এত বছর পরেও অমিতাভ এখনও সিনেমায় সক্রিয়। পর্দায় অভিনেতার এমন একাধিক চরিত্র রয়েছে যা মানুষ বার বার দেখতে পছন্দ করেন।
অমিতাভের AI ভিডিয়ো
অমিতাভ এমন একজন অভিনেতা যিনি সব ধরনের পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেন। বর্তমান ইন্টারনেটের যুগেও অমিতাভ কারও থেকে কম নয়। ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পছন্দ করেন। এক ভক্ত অভিনেতার একটি ছবি নিয়ে AI ভিডিয়ো বানিয়েছেন। সেই ভিডিয়ো দেখে রীতিমতো অবাক বিগ বি।
আরও পড়ুন: প্রয়াত জনপ্রিয় বাঙালি ইউটিউবার 'অ্যাংরি ব়্যান্টম্যান' অভ্রদীপ সাহা, বয়স ২৭ বছর
আরও পড়ুন: বৈশাখী পান্তার আয়োজন, শাড়ি কোমরে গুঁজে ভাত মাখলেন জয়া আহসান, আর কী কী ছিল মেনুতে
অমিতাভের পোস্ট
আসলে, এক ভক্ত অমিতাভ বচ্চনের একটি ছবির এআই ভিডিয়ো তৈরি করেছেন। যা দেখার পরে, বিগ বি এই এআই ভিডিয়োটি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন। নিজের ছবি থেকে তৈরি এআই ভিডিয়ো দেখে বিগ বি এতটাই অবাক হয়েছেন যে তিনি লিখেছেন, ‘অলৌকিক ঘটনা.. আমার স্টিল ছবি কীভাবে অ্যানিমেটেড হয়ে গেল.. আমি কিছুই করিনি.. কেউ এআই ইমেজিং করেছে, যার ফলাফল এইরকম বেরিয়েছে। পরবর্তী কোথায় যেতে হবে..’।
ভিডিয়োতে বিগ বি-কে একটি গান গাইতে দেখা গিয়েছে। নাথান ইভান্স এবং সান্তিয়ানোর গান ওয়ালারম্যান ব্যাকগ্রাউন্ডে যুক্ত করা হয়েছে।
লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পাচ্ছেন অমিতাভ
লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত করা হবে মেগাস্টার অমিতাভ বচ্চনকে। মঙ্গেশকর পরিবারের তরফে মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। ২০২২ সালে প্রয়াত হন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর। গায়িকার প্রয়ানের পর তাঁর পরিবার এবং ট্রাস্ট গায়িকার স্মৃতিতে এই পুরস্কার প্রদানের রীতি শুরু করে। ২৪ এপ্রিল, লতা মঙ্গেশকরের বাবা প্রখ্যাত থিয়েটার এবং সঙ্গীতশিল্পী দীননাথ মঙ্গেশকরের মৃত্যু বার্ষিকীতে এই পুরস্কার পাবেন অমিতাভ বচ্চন। অভিনেতার বয়স ৮১ বছর।
অমিতাভ বচ্চনের আসন্ন ফিল্ম
ওয়ার্কফ্রন্ট সম্পর্কে কথা বলতে গেলে, অমিতাভ বচ্চনকে শীঘ্রই 'কালকি 2898 এডি' ছবিতে দেখা যাবে। অমিতাভ বচ্চন ছাড়াও এই ছবিতে দেখা যাবে প্রভাস, দীপিকা পাড়ুকোন ও কমল হাসানকে। এই ছবির মুক্তির তারিখ বেশ কয়েকবার পিছিয়ে গেলেও এখন এই ছবির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুলাই। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে কোর্টরুম ড্রামা ফিল্ম 'সেকশন ৮৪'।