সবে উচ্চমাধ্যমিক পাশ করেছেন অনন্যা গুহ। তবে তাতে কি, টিভির ‘মুন্নি’ বেশ চুটিয়েই প্রেম করছেন। ইউটিউবার প্রেমিকের সঙ্গে রোম্যান্টিক ছবি-ভিডিয়ো সবই পোস্ট করে থাকেন। তাহলে দিদি অলোকানন্দা সোশ্যাল মিডিয়ায় কী ফাঁস করলেন বোনের প্রেমিককে নিয়ে?
অনন্যা গুহ-র প্রেমিক সুকান্ত কুণ্ডু ‘লেটস বি কনফিউজড’ নামে একটি ইউটিউব চ্যানেল চালান। সেখানে দুজনের ভ্লগ চোখে পড়ে প্রায়ই। অনন্যার দিদি অলোকানন্দাও বহু বছর ধরে কাজ করচেন টলিউডে। 'আয় তবে সহচরী'তে ঝুমকি মানে বরফির মামাতো বোনের চরিত্রে তাঁকে শেষ দেখা গিয়েছে। ইরাবতীর চুপকথা, মহাপীঠ তারাপীঠ ছাড়াও আলো ছায়া-র মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি।
বোনের প্রেমিকের সঙ্গে রিল ভিডিয়ো শেয়ার করে অলকানন্দা ইনস্টাগ্রামে লিখলেন, ‘এটা ২০১৮ বা ১৯ সালে শুরু হয়েছিল, যখন আমার তোমার সঙ্গে প্রথম দেখা হয়। হ্যাঁ একজন পুরুষ এবং একজন মহিলা প্রেমে না পড়েও খুব ভালো বন্ধু হতে পারে। আমাকে প্রতিবার বড় ভাইয়ের মতো আগলে রেখেছো। আমাকে পড়ে যেতে দেখেছো কিন্তু কখনও আমাকে ছেড়ে যাওনি। আমাকে বকা দিয়েছো, পর মুহূর্তে আমার সঙ্গেই মজা করেছো। দুনিয়ার মানুষ কখনোই সত্যিটা জানতে পারবে না… কিন্তু আমাদের সম্পর্কটা আগের থেকে আরও শক্তিশালী হয়ে উঠেছে। ধন্যবাদ ইশ্বর ওঁকে আমার জীবনে পাঠানোর জন্য।’ আরও পড়ুন: পূজা ভাট থেকে আকাঙ্খা-আলিয়া, বিগ বস ওটিটি-র ঘরে কারা এবারের প্রতিযোগী?
দিদির পোস্টে অনন্যা কমেন্ট করলেন, ‘থ্যাঙ্ক ইউ পুটি’। সুকান্ত নিজেও কমেন্টে পোস্ট করলেন রেড হার্ট ইমোটিকন। সপ্তাহখানেক আগে মা-কে নিয়ে দিদি নম্বর ১-এ গিয়েছিলেন সুকান্ত। সেখানেই রচনা বন্দ্যোপাধ্যায় সুকান্ত আর অনন্যার সম্পর্ক নিয়ে হাটে হাঁড়ি ভাঙেন।
সেখানে সুকান্ত জানিয়েছিলেন, ‘আমার জীবনটা পুরো কনফিউশন নিয়ে তৈরি। ছোটবেলা থেকে কী হব নিয়ে কনফিউশন। শেফ হব ভেবেছি। তারপর ভাবলাম ফোটোগ্রাফার হয়ে যাই। তারপর ইঞ্জিনিয়র, তারপর হয়ে গেলাম কনটেন্ট ক্রিয়েটার। এখনও জীবনে কনফিউশন চলছে। কাল হয়তো অন্য কিছু করতে পারি।’
রচনা সুকান্তের মায়ের কাছে দুজনের সম্পর্ক ফাঁস করে বলেছিলেন, ‘আমি যতদূর জানি ওরা দুই বোন। আর ও ছোট বোনের সঙ্গে থাকে। আর তার নামটা A দিয়ে শুরু। বাংলাতে পাঁচটা অক্ষর। আপনি তাড়াতাড়ি যান বাড়িতে, গিয়ে বিয়ের ডেট ঠিক করুন।’