বাংলা নিউজ > বায়োস্কোপ > Alor Kole: শ্য়ুটিং ফ্লোরে সোফায় শুয়ে নাক ডাকছেন 'আলোর কোলে'র ‘জামাই দাদা’, ডাকতেই ধরমরিয়ে উঠে বললেন…

Alor Kole: শ্য়ুটিং ফ্লোরে সোফায় শুয়ে নাক ডাকছেন 'আলোর কোলে'র ‘জামাই দাদা’, ডাকতেই ধরমরিয়ে উঠে বললেন…

'আলোর কোলে'র শ্যুটিং ফ্লোর

তাঁর এই কাণ্ডকারখানা যে পর্দার স্ত্রী 'নন্দিনী' অর্থাৎ অভিনেত্রী আয়েশার লেন্সবন্দি হচ্ছে তা তাঁর অগোচরেও ছিল না। সামনেই বসেছিলেন 'বসুন্ধরা সেন' ওরফে অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায়। হঠাৎই ডাকলেন, ‘জামাই তোর শট’। শুনেই ধরফরিয়ে উঠে পড়লেন দেবময়য়। উঠেই আয়েশাকে ক্যামেরা করতে দেখে বললেন, 'ধ্যাৎ'।

ছবিটা অন্যতম জনপ্রিয় সিরিয়াল 'আলোর কোলে'র সেটের। তখন অবশ্য ক্যামেরা চলছিল না। শ্যুটিং থেকে কিছুটা বিরতিই চলছি। তারই ফাঁকতালে তাই নিজের কাজটা সেরে ফেলছিলেন 'আলোর কোলে'র 'জামাই দাদা' অভ্র ওরফে অভিনেতা দেবময় মুখোপাধ্যায়। তাঁকে এভাবে পেয়ে ক্যামেরাবন্দি করতে ছাড়েননি 'পুপুল'-এর পিসি 'নন্দিনী'।

কিন্তু কী এমন করছিলেন 'জামাই দাদা' অভ্র?

'নন্দিনী' ওরফে অভিনেত্রী আয়েশা ভট্টাচার্যের পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে। শ্যুট থেকে বিরতি পেতেই জুতো খুলে পা গুটিয়ে সোফার উপর শুয়ে ঘুমোচ্ছিলেন অভিনেতা দেবময়। আর জোরে জোরে নাক ডাকছিলেন। এদিকে তাঁর এই কাণ্ডকারখানা যে পর্দার স্ত্রী 'নন্দিনী' অর্থাৎ অভিনেত্রী আয়েশার লেন্সবন্দি হচ্ছে তা তাঁর অগোচরেও ছিল না। সামনেই বসেছিলেন 'বসুন্ধরা সেন' ওরফে অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায়। হঠাৎই ডাকলেন, ‘জামাই তোর শট’। শুনেই ধরফরিয়ে উঠে পড়লেন দেবময়য়। উঠেই আয়েশাকে ক্যামেরা করতে দেখে বললেন, 'ধ্যাৎ'। স্বাগতা মুখোপাধ্যায় তখন জোরে জোরে হাসছেন।

আরও পড়ুন-‘বাবা-মা চাননি মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুক, জয়েন্ট দিক!’ 'আলো' স্বীকৃতির কথায় অবাক রচনা

অপ্রস্তুত দেবময় বললেন, ‘আমি সকাল থেকে অনেক পরিশ্রম করেছি।’ স্বাগতা মজা করে বললেন, ‘বল কী কী করেছিস?’ দেবময় বললেন, ‘দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ডায়ালগ বলেছি আমি।’ স্বাগতা ফের হাসতে হাসতে বললেন, ‘তাবলে এবার ডায়ালগ শুয়ে শুয়ে বলবি, শুধু বেড সিন-ই করে যাবি!’ আয়েশা তখন হেসে লুটোপুটি। দেবময় নির্দেশ দিয়ে বললেন, ‘বন্ধ কর (ক্যামেরা)’, বলেই ফের শুয়ে পড়লেন।

শ্যুটিং সেটের এই মজার কাণ্ড পোস্ট করে আয়েশা ক্যাপশানে লিখেছেন, ‘আমাদের জামাই দাদা খুবই ক্লান্ত!!!!’ সঙ্গে একাধিক হাসির ইমোজি জুড়েছেন।

'পুপুল'-এর পিসি 'নন্দিনী' আয়েশা অবশ্য় প্রায়দিনই শ্যুটিং সেট থেকে নানান মজাদার কাণ্ডকারখানা পোস্ট করতে থাকেন। 

প্রসঙ্গত, প্রসেজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত ‘আলোর কোলে’তে আলোর চরিত্রে অভিনয় করছেন স্বীকৃতি মজুমদার (ভূত, পুপুলের মা), রাধা সেন চরি রয়েছেন সোমু সরকার (নি পুপুলের সৎ মা। আদিত্য সেন ওরফে আদির চরিত্রে কৌশিক রায়, রোশনি সেন ওরফে পুপুলের চরিত্রে ঋষিতা নন্দী, রাজনন্দিনীর চরিত্রে আয়েশা ভট্টাচার্য, নন্দিনীর স্বামী, অভ্রর চরিত্রে দেবময় মুখোপাধ্যায়। বসুন্ধরা সেনের চরিত্রে স্বাগতা মুখার্জি, আদির প্রেমিকা মেঘা চরিত্রে অনন্যা দাস, মেঘার মা পার্বতীর চরিত্রে সুভদ্রা মুখার্জি, ইন্দিরা সেনের (আদির সৎ মা; পুপুলের সৎ-ঠাকুমা) চরিত্রে তুলিকা বসু। এছাড়াও রয়েছেন আরও অনেকে। 

 

বায়োস্কোপ খবর

Latest News

বিকিনি পরে স্বামী নিকের সঙ্গে সূর্যে আলোয় গা ভিজিয়ে রোম্যান্টিক মোডে প্রিয়াঙ্ক অতিরিক্ত ছুটি না নেওয়ার বার্তা অফিসারদের, নথি তৈরি করে জমা পড়বে সুপ্রিম কোর্টে একটা কোলে, আরেকটা ঘাড়ে! ইয়ালিনি-ইউভানকে নিয়ে রাজের সানডে-ফানডে, ছবি দিল শুভশ্রী অভিজিৎ মণ্ডলের হয়ে সাওয়াল করায় শিয়ালদা আদালতে আইনজীবীদের বিক্ষোভের মুখে আইনজীবী মহমেডান নয়, মোহনবাগানে এলেন রেইস! রোনাল্ডোর দেশের ফুটবলার বাগানের সপ্তম বিদেশি… 'CM-র বাড়ি যাওয়ার আগে', জুনিয়র ডাক্তারদের 'কথা কাটাকাটির' অডিয়ো ফাঁস কুণালের ‘ত্রিপল গুলো একবার গুনে নেবেন’, লেখার পর পেলেন হুমকি, কিরণ লিখলেন,‘আমার কিছু…' 'সুন্দরীদের থেকে সাবধান', পড়ুয়াদের কেন এমন সতর্কবার্তা দিল চিন ‘ট্রেনের AC কোচে ঝরনার ব্যবস্থা!’ কেন্দ্রকে নিশানা কংগ্রেসের বাড়িতেই শরীরচর্চা করেন? সাহায্য করবে মালাইকা-কৃতির ওয়ার্ক আউটের ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.