বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh at Mannat: ৮০০ কোটির দোরগোড়ায় জওয়ান! মন্নতের ছাদ থেকে উড়ন্ত চুমুতে ফ্যানেদের ধন্যবাদ শাহরুখের

Shah Rukh at Mannat: ৮০০ কোটির দোরগোড়ায় জওয়ান! মন্নতের ছাদ থেকে উড়ন্ত চুমুতে ফ্যানেদের ধন্যবাদ শাহরুখের

মন্নতের ব্যালকনিতে শাহরুখ 

Shah Rukh at Mannat: বিশ্ব বক্স অফিসে জওয়ানের দাপট অব্যাহত। রবিবাসরীয় বিকলে মন্নতের ছাদে দর্শন দিলেন শাহরুখ খান। উড়ন্ত চুমুতে ভক্তদের কৃতজ্ঞতা জানালেন বাদশা। দেখুন সেই ভিডিয়ো-

গোটা বিশ্ব জুড়ে এখন শাহরুখ খানের শাসন জারি রয়েছে। ‘পাঠান’এর পর বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘জওয়ান’। শাহরুখ খানের কেরিয়ারের সবচেয়ে ব্যবসা সফল ছবি হওয়ার দৌড়ে দুর্বার গতিতে এগোচ্ছে অ্যাটলি পরিচালিত এই ছবি। মাত্র ১০ দিনেই ৭৯৭ কোটি টাকা উপার্জন করে ফেলেছে ‘জওয়ান’। গত কয়েকদিন ধরেই মন্নতে ‘জশন’ জারি রয়েছে। উচ্ছ্বাস, উন্মাদনা আর উদ্দীপনার মাঝেই রবিবার 'মন্নত'-এর বাইরে কাতারে কাতারে ভিড় জমিয়ে ছিলেন শাহরুখ ভক্তরা। নিরাশ করলেন না কিং খান। আরও পড়ুন-‘জওয়ান ২’ নিয়ে ফিরছে বাপ-বেটার জুটি? শর্ত বেঁধে দিলেন শাহরুখের ছবির পরিচালক

অনুরাগীদের ডাকে সাড়া দিয়ে কয়েক মিনিটের জন্য মন্নতের ছাদে দর্শন দিলেন তারকা। টিম ইন্ডিয়ার এশিয়া কাপে দুর্দান্ত জয়ের মিনিট কয়েক পড়েই নীল টি-শার্ট আর কালো প্যান্টে বাইরে আসেন শাহরুখ। মেন ইন ব্লু-কে কুর্নিশ জানাতেই কি পরনে নীল টি-শার্ট? ফুরফুরে মেজাজে পাওয়া গেল বলিউডের কিং খানকে।

তিনি এলেন, দেখলেন আর নিমেষেই জিতলেন মন! মন্নতের রেলিং বেয়ে শাহরুখ উপরে উঠতেই চিৎকারে ভরে গেল চারিদিক। রাস্তার বাস, গাড়ি থমকে গেল কয়েক মিনিটের জন্য। অনুরাগীদের কখনও করজোরে ধন্যবাদ জানালেন, আবার কখনও উড়ন্ত চুমু ছুড়ে দিতে দেখা গেল বাদশাকে। এদিন দু-হাত খুলে নিজের আইকনিক পোজও দিলেন শাহরুখ। নিজের সোয়্যাগে ফের একবার আঠারোর তরুণীর হৃদয়ের কম্পন বাড়িয়ে দিলেন শাহরুখ খান। সেইসব ছবি, ভিডিয়ো মুহূর্তের মধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভক্তদের ডাকে সাড়া দিচ্ছেন, তারকাদের অভিনন্দন বার্তার জবাব দিচ্ছেন বাদশা। কিন্তু পাঠান-এর মতো ‘জওয়ান’ ঘিরেও অনেকখানি প্রচারবিমুখ শাহরুখ। বা বলা ভালো এটাই তাঁর নতুন স্ট্রাটেজি। 

আড়ালে থেকেই স্বপ্নের নায়ক বুনছেন রূপকথার কাহিনি। ‘জওয়ান’ মুক্তির আগে এই ছবির একটি মাত্র প্রচারানুষ্ঠান হয়েছে দেশে, তাও দক্ষিণে। প্যান ইন্ডিয়া তারকা হওয়ার দৌড়ে সামিল শাহরুখের কাছে খানিক ব্রাত্যই থেকেছে উত্তর ভারতের মিডিয়া। কিন্তু তাতে কুছ পরোয়া নেই! কারণ শাহরুখ জ্বরে ভুগছে উত্তর থেকে দক্ষিণ। জওয়ান মুক্তির পর শনিবার একটি সাংবাদিক বৈঠক করেন শাহরুখ-অ্যাটলিরা। সাফল্যের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেন বাদশা।

বিশ্ব বক্স অফিসে গৌরী খান প্রযোজিত এই ছবি আয় করেছে ৭৯৭.৫০ কোটি টাকা, দেশর বক্স অফিসে ১০ দিনে মোট ৪৩৯ কোটির ব্যবসা করেছে ‘জওয়ান’। সুতরাং পাঠান-এর রেকর্ড অচিরেই ভাঙবে এই ছবি তা বেশ স্পষ্ট।  

১০০০ কোটির ম্যাজিক ফিগার থেকে মাত্র ২০২ কোটি টাকা দূরে শাহরুখ খানের জওয়ান। এই মাইলস্টোন ছুঁয়ে ফেললে শাহরুখই প্রথম ভারতীয় অভিনেতা হবেন যাঁর দুটো ছবি (আগে পাঠান) ১০০০ কোটির ব্যবসা করতে সফল হয়েছে। শুধু তাই নয়, এখনও পর্যন্ত দেশের বক্স অফিসে ৫০০ কোটির ক্লাবে রয়েছে মাত্র তিনটি ছবি (পাঠান, গদর ২ এবং বাহুবলী ২), চার নম্বর লিস্টে যোগ হবে জওয়ান-এর নাম। সেটিও শাহরুখের কেরিয়ারের অন্যতম বড় মাইলফলক হতে চলেছে। 

 

বন্ধ করুন