বাংলা নিউজ > বায়োস্কোপ > Atlee on Jawan 2: ‘জওয়ান ২’ নিয়ে ফিরছে বাপ-বেটার জুটি? শর্ত বেঁধে দিলেন শাহরুখের ছবির পরিচালক

Atlee on Jawan 2: ‘জওয়ান ২’ নিয়ে ফিরছে বাপ-বেটার জুটি? শর্ত বেঁধে দিলেন শাহরুখের ছবির পরিচালক

জওয়ান ২ আসছে?  

Atlee on Jawan 2: ‘অবশ্যই জওয়ান ২ তৈরি করব, তবে…’, ১০০০ কোটির দোরগোড়ায় জওয়ান, সিকুয়েল নিয়ে ভাবনা-চিন্তা শুরু করলেন অ্যাটলি? 

বক্স অফিসে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে শাহরুখের ছবি! জওয়ান জ্বরে কাবু গোটা বিশ্ব। আট থেকে আশি মুগ্ধ শাহরুখ ম্যাজিকে। পরিচালক অ্যাটলির এই ছবিতে ডবল রোলে তাক লাগিয়েছেন শাহরুখ। ‘মাস এন্টাটেনার’ শাহরুখকে পিতা-পুত্র জুটি বিক্রম রাঠোর এবং আজাদের চরিত্রে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে দর্শক। আজাদের চেয়ে অবশ্য ‘বুড়ো’ বিক্রম রাঠোরেই বেশি চোখ আটকাবে আপনার। মাত্র ১০ দিনেই বিশ্ব বক্স অফিসে ৭৫০ কোটির গণ্ডি পার করে ফেলেছে এই ছবি, তা সত্যিই কুর্নিশ যোগ্য। আরও পড়ুন-অপ্রতিরোধ্য! ছুটছে শাহরুখের অশ্বমেধের ঘোড়া, 'জওয়ান'-এর বিশ্বব্যাপী আয় কত হল?

সঠিক চিত্রনাট্য পেলে এভাবেও ফিরে আসা যায় তা বুঝিয়ে দিয়েছেন কিং খান। ৫৭-র শাহরুখ'কে কি ফের একবার ‘জওয়ান’ অবতারে দেখবেন দর্শক? এতদিনে যারা হলে এই ছবি দেখে ফেলেছেন তাঁরা নিঃসন্দেহে ছবির শেষদৃশ্যে ‘জওয়ান ২’র ইঙ্গিত পেয়ে গিয়েছেন। সঞ্জয় দত্ত হাজির আজাদের কাছে নতুন মিশনের প্রস্তাব নিয়ে, ‘এবার সবার সুইস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা বার করব’, এমন সংলাপও শোনা গিয়েছে বাদশার মুখে। তাহলে কি সত্যি পরিচালক অ্যাটলি কুমার ‘জওয়ান ২’-র প্রস্তুতি নিচ্ছেন? 

এক সাক্ষাৎকারে অ্যাটলি জানান নিঃসন্দেহে জওয়ান-এর সিকুয়েল বানাতে আগ্রহী, তবে এই ছবি নিয়ে এখনও কোনও সময়সীমা বেঁধে দিতে পারবেন না। পিঙ্কভিলাকে এই দক্ষিণী পরিচালক জানান, ‘বিক্রম রাঠোর (আজাদের বাবা) চরিত্রটা নিয়ে স্পিন অফ বানাতে চাই’। তাঁর কথায়, তিনি নিজে 'ড্যাডিস বয়'। আর সেই কারণে এমন বাবার চরিত্র তিনি পর্দায় আনতে চান যা অত্যন্ত দৃঢ় হবে। সেই ঝলক জওয়ান জুড়ে বিদ্যমান তা বলাই যায়। চলনে-বলনে আজাদকে দশ গোল দিয়েছেন বিক্রম রাঠোর। 

সিকুয়েল সম্পর্কে অ্যাটলি বলেন- ‘আমার প্রত্যেক ছবিতেই ওপেন এন্ডিং থাকে। তবে আজ পর্যন্ত কোনও ছবির সিকুয়েল বানাইনি। কিন্তু যদি কোনও শক্তিশালী ভাবনা আমার মাথায় আসে, তাহলে নিশ্চিতভাবে সিকুয়েল তৈরি করব। দেখা যাক’।

বক্স অফিসের ইঙ্গিত কিন্তু বলছ এখন থেকেই অ্যাটলি কুমারের ‘জওয়ান ২’র তোড়োজোড় শুরু করা উচিত। পাঠান-এর পর অপরাজেয় কিং খানের এই ছবিও। ২০২৩ সালে বক্স অফিস জুড়ে শুধুই শাহরুখ। 

X-এ (অতীতে টুইটার) 'জওয়ান'-এর ব্যবসার বিশ্বব্যাপী পরিসংখ্যান দিয়েছেন ট্রেড অ্যানালিস্ট বিজয় মনোবালা। তিনি লিখেছেন, ‘জওয়ান বিশ্বব্যাপী বক্স অফিস ১০ দিনের মাথায় শনিবার ৭৫০কোটি টাকার ব্যবসা করেছে। এর পরবর্তী লক্ষ্য হবে ৮০০ কোটির ক্লাব। জওয়ানের বিশ্বব্যপী ব্যবসার পরিসংখ্যান যথাক্রমে ১ম দিন ১২৫.০৫ কোটি, ২য় দিন ১০৯.২৪ কোটি, ৩য় দিন ১৪০.১৭ কোটি, ৪র্থ দিন ১৫৬.৮০ কোটি, ৫ম দিন ৫২.৩৯ কোটি, ৬ দিন ৩৮.২১ কোটি, ৭ম দিন ৩৪.০৬, ৮ম দিন ২৮.২৯ কোটি, ৯ দিন ২৬.৩৫ কোটি, ১০ম দিন ৫১.৬৪ কোটি, মোট ৭৬২.৭০ কোটির ব্যবসা করেছে ছবিটি।’ 

১০০০ কোটির ম্যাজিক ফিগার থেকে মাত্র ২৭৮ কোটি টাকা দূরে শাহরুখ খানের জওয়ান। এই মাইলস্টোন ছুঁয়ে ফেললে শাহরুখই প্রথম ভারতীয় অভিনেতা হবেন যাঁর দুটো ছবি (আগে পাঠান) ১০০০ কোটির ব্যবসা করতে সফল হয়েছে। 

 

বায়োস্কোপ খবর

Latest News

বাঁ পায়ে ব্যান্ডেজ বাঁধা, হুইলচেয়ারে চেপে হাসপাতাল থেকে বেরোলেন গোবিন্দা এই ৩ রাশি হল মা দুর্গার সবচেয়ে প্রিয় রাশি, যাঁদের উপর সর্বদা থাকে দেবীর কৃপা TRP: আনন্দীর আগমনে চাপে গীতা! পুজোর আবহে কথার বাজিমাত, কমল ফুলকি-পর্ণার নম্বর মহিলা T20 বিশ্বকাপে আজ ভারত-নিউজিল্যান্ড লড়াই! ট্র্যাক রেকর্ডে চিন্তা স্মৃতিদের সায়ন্ত অতীত, ‘বন্ধন’ শুভ্রজিতের সঙ্গে বাগদান সারলেন ‘মাধবীলতা’ প্রিয়াঙ্কা রোহিতরা বিশ্বকাপ জিতেছেন, হরমনপ্রীতরা পারবেন? দেখুন ভারতের গ্রুপ, সূচি ও স্কোয়াড বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে আর একটি যুদ্ধ হবে, বিবৃতি দিল আওয়ামি লিগ স্টার্ক-কামিনসদের স্লো পিচ দিলেই বিশ্বকাপ জিততাম! এখনও আক্ষেপ যাচ্ছে না কাইফের… দুর্গাপুজোয় শাক–সবজির মূল্যবৃদ্ধি ঠেকাতে উদ্যোগী রাজ্য, টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক দেবদাসের 'কাহে ছেড়'-এর সুরে নাচছে শিব-পার্বতী! কাণ্ড দেখে হেসে খুন নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.