সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকা জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্ক ভেঙেছে আরবাজ খানের। শুধু প্রেম ভাঙার গুঞ্জনই নয়, শোনা যাচ্ছে, শীঘ্রই অন্য এক বান্ধবীকে বিয়েও করছেন সলমনের ভাই। আর এই বান্ধবী হলেন মেকআপ শিল্পী শুরা খান। সম্পর্কের বিষয়ে তাঁরা নাকি ভীষণ সিরিয়াস, শীঘ্রই পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়েও করবেন সলমনের এই ভাই। এদিকে বিয়ে নিয়ে চর্চার মাঝেই ছোট্ট ভাগ্নি আয়াতের জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন আরবাজ খান।
শুক্রবার রাতে মুম্বইতে আয়োজিত হয়েছিল আয়ুষ শর্মা ও অর্পিতা খান শর্মার মেয়ে আয়াতের জন্মদিন। ৪ বছরে পা রাখল সলমনের ছোট্ট ভাগ্নি আয়াত। জন্মদিনে একটা পিচ রঙের ফ্লোরাল ড্রেসে সাজতে দেখা গিয়েছে ছোট্ট আয়াতকে। আর অর্পিতা খান শর্মাকে দেখা গিয়েছে লাল রঙের কুর্তা পাজামায়, আয়ুষ পরেছিলেন স্লেট রঙের শার্ট এবং ধূসর ট্রাউজার। সেই পার্টিতেই খান পরিবারের সমস্ত সদস্যদের দেখা যায়। এসেছিলেন আরবাজ খানও, তিনি পাপারাৎজির ক্যামেরার সামনে পোজ দেন।
আরও পড়ুন-'অসভ্য মহিলা', হঠাৎ কেন একথা শুনতে হল অভিনেত্রীকে! জবাব দিলেন না পূজা
সলমন খানের ভাগ্নি ছোট্ট আয়াতের জন্মদিনে হাজির হয়েছিলেন বহু সেলিব্রিটির ছেলেমেয়েরা। ভিয়ান এবং শামিশাকে নিয়ে এসেছিলেন শিল্পা শেঠী, রাজ কুন্দ্রা। দিয়া মির্জাও এসেছিলেন তাঁর ছেলে আভ্যান আজাদকে নিয়ে। সানি লিওন এসেছিলেন তাঁদের যমজ সন্তান আশের ও নোয়া এবং মেয়ে নিশাকে নিয়ে। কমেডিয়ান ভারতীয় সিং এসেছিলেন তাঁদের ছেলে লক্ষ্যকে নিয়ে। মেয়ে তারাকে নিয়ে এসেছিলেন অভিনেত্রী মাহি ভিজ। দুই ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন রীতেশ ও জেনেলিয়া। স্বামী ও ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী কাজল আগারওয়াল। এছাড়াও ছেলেকে নিয়ে হাজির হন সানিয়া মির্জা, এসেছিলেন এশা দেওল সহ আরও অনেকেই। আর এই পার্টিতেও বাদ গেলেন না বি-টাউনের মধ্যমণি ওরি ওরফে ওরহান অওত্রামানি।