বাংলা নিউজ > বায়োস্কোপ > Bachchan Family: অগস্ত্যকে নিয়ে গিয়েছিলেন আরাধ্যার স্কুলে নাটক দেখতে, ফিরে এসে কী লিখলেন অমিতাভ?

Bachchan Family: অগস্ত্যকে নিয়ে গিয়েছিলেন আরাধ্যার স্কুলে নাটক দেখতে, ফিরে এসে কী লিখলেন অমিতাভ?

আরাধ্যাকে নিয়ে কী লিখলেন অমিতাভ সোশ্যাল মিডিয়াতে?

Aradhya Bachchan-Amitabh Bachchan: নাতনির স্কুলের বার্ষিক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অমিতাভ। আরাধ্যার মঞ্চ উপস্থাপনা দেখে নেটপাড়ার মতো প্রশংসায় ভরালেন বিগ বি-ও। কী লিখলেন সোশ্যালে?

মুম্বইয়ের ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলের বার্ষিক অনুষ্ঠানের ছবি-ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়াতে। বিশেষ করে তিন স্টার কিড আব্রাম, তৈমুর আর আরাধ্যার মঞ্চ উপস্থাপনা আপাতত নেটপাড়ার চর্চার বিষয়। অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই-এর মেয়ে আরাধ্যার স্কুলের নাটকের ভিডিয়ো ঘুরছে চারদিকে। মেয়ের অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন অভিষেক-ঐশ্বর্য দুজনেই। এমনকী ছিলেন দাদু অমিতাভ বচ্চন। মামাতো বোনের নাটক দেখতে গিয়েছিল অগস্ত্য নন্দাও।

নাতনির নাটক নিয়ে পোস্ট করলেন অমিতাভ সোশ্যাল মিডিয়াতে। আরাধ্যাকে নিয়ে লিখলেন ব্লগে। সঙ্গে করলেন পোস্ট সামাজিক মাধ্যম এক্সে-এও।

নিজের রোজকার নানা ঘটনা ব্লগে লেখেন অমিতাভ। বিগ বি-র ভক্তরা তা পড়তেও খুব ভালোবাসে। এদিনের ব্লগে জায়গা করে নিল আরাধ্যা। অমিতাভ লিখেছেন, ‘আমি শীঘ্রই আপনার সঙ্গে থাকব.. আরাধ্যার স্কুলে কনসার্ট এবং তার পারফরম্যান্সনিয়ে একটু ব্যস্ত থাকব… আমাদের সকলের জন্য এটি একটি আনন্দ এবং গর্বের মুহূর্ত… মঞ্চে কী সুন্দর সাবলীল আমাদের ছোটটি… অবশ্য আর ছোট বলা যাবে না… তাই পরে (sic)’

অন্য দিকে টুইটারে অমিতাভ লিখলেন, ‘বংশধরের কৃতিত্বে গর্ব ও আনন্দ হচ্ছে’।

দেখে নিন স্কুলে আরাধ্যার অনুষ্ঠান-

মেয়েকে স্টেজে দেখে যে ঐশ্বর্য কতটা গর্ব অনুভব করছেন তা ফুটে উঠেছে রাই-সুন্দরীর চোখেমুখে। নেটিজেনরাও প্রশংসায় ভরিয়ে তুলেছেন পন্নিয়ান সেলভান অভিনেত্রীকে। একজন লেখেন, ‘অভিনেতা হওয়ার সব গুণ ওর মধ্যে আছে। দুর্দান্ত লাগল।’ আপরজন লেখেন, ‘আত্মিশ্বাস চোখেমুখে। অসাধারণ লাগল আরাধ্যাকে।’ তৃতীয়জনের মন্তব্য, ‘এভাবে আরাধ্যাকে দেখে ভীষণ ভালো লাগছে। অনেক দূর এগিয়ে যাও তুমি।’

এদিকে খবরে রয়েছে বর্তমানে বচ্চন পরিবার। শোনা যাচ্ছে, ডিভোর্সের পথে হাঁটছেন অভিষেক আর ঐশ্বর্য। এমনকী, আরাধ্যার স্কুলের প্রোগ্রামেও দুজনকে দেখা গিয়েছিল আলাদা আলাদা গাড়ি করে যেতে। ফেরার সময়ও মেয়ে-বউকে গাড়িতে তুলে দেন অভিষেক। নিজে ওটেননি সেই গাড়িতে। খবর রয়েছে, মা বৃন্দা রাইয়ের সঙ্গেই বর্তমানে থাকছেন ঐশ্বর্য। 

এদিকে কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে, অমিতাভ নিজের প্রতীক্ষা বাংলোটি মেয়ে শ্বেতা নন্দার নামে লিখে দিয়েছেন অমিতাভ বচ্চন। এই বাড়িতেই অমিতাভ থাকতেন তাঁর বাবা-মায়ের সঙ্গে। প্রতীক্ষায় দু’টি অংশ রয়েছে। একটি ৮৯০.৪৭ স্কোয়্যার ফুট। অন্যটি ৬৭৪ স্কোয়্যার ফুট। চলতি বছরের ৮ নভেম্বর গিফ্‌ট ডিড সইও করা হয়েছে বলে খবর। শুধু তাই নয়, সেই গিফ্‌ট ডিডের নথির ছবিও ছড়িয়ে পড়ে সোশ্যালে। এই গিফ্‌ট ডিডের জন্য খরচ করতে হয়েছে ৫০.৬৫ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি। বর্তমানে প্রতীক্ষার বাজারমূল্য আনুমানিক ৫০ কোটি।

বায়োস্কোপ খবর

Latest News

‘উৎসবে না উৎ-শবে?’! লাল-সাদা পঞ্জাবিতে দুর্গা পুজোয় ঢাক বাজাচ্ছে সায়ন, হল ট্রোল জয়শংকরের ফ্যান পাকিস্তানও? সরকার-বিরোধী বিক্ষোভে ‘আমন্ত্রণ’ ইমরানের দলের, বিতর্ক কোনও সুপারস্টার নন, ডু'প্লেসিদের প্রথমবার CPL চ্যাম্পিয়ন করালেন আমেরিকার ব্যাটার ‘জুনিয়র ডাক্তারদের বায়ো টয়লেট তুলে নেওয়া হয়েছে, এদিকে পুলিশের বায়ো টয়লেট রয়েছে’ IPL রিটেনশনে মায়াঙ্ক-নীতীশের দাম ছুঁল ১১ কোটি! জাতীয় দলে খেলা শাপ নাকি বর হবে? করাচি এয়ারপোর্টের বাইরেই ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ চিনা, চটে লাল বেজিং, হাত বালোচদের পুজোর প্রেম ছাদনাতলা পর্যন্ত যাবে নাকি তার আগেই ভাঙবে? কী বলছে প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.