‘লাস্ট স্টোরিজ ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে অভিনেত্রী অম্রুতা সুভাষের। কঙ্কনা সেনশর্মা পরিচালিত গল্প ‘মিরর’-এ তিলোত্তমা সোমের কাজের লোক ‘সীমা দিদি’র চরিত্রে লাইমলাইট কেড়েছেন অম্রুতা। ক্যামেরার সামনে অন্তরঙ্গ দৃশ্য সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। মিরর-এ দেখা গিয়েছে কেমনভাবে তিলোত্তমা সোম অফিস চলে যাওয়ার পর তাঁরই বেডরুমে নিজের স্বামীর সঙ্গে যৌনতায় লিপ্ত হত সীমা। সিরিজে অম্রুতা যেভাবে যৌন লালসাকে ফুটিয়ে তুলেছেন তা প্রশংসনীয়। তবে ক্যামেরার সামনে এটা প্রথম সেক্স সিনে অভিনয় নয়। এর আগে ‘সেক্রেড গেমস’ সিরিজেও একই কাজ করে দেখিয়েছেন অম্রুতা।
নেটফ্লিক্সের সিরিজ ‘সেক্রেড গেমস ২’-এর সেক্স সিনের শ্যুটিং শুরুর আগে অনুরাগ কশ্যপ অত্যন্ত সংবেদনশীল আচরণ করছেন বলেন জানান অম্রুতা। তিনি বলেন, এই সিরিজের সেটেই প্রথমবার সেক্স দৃশ্যে অভিনয় করেন তিনি।
এক আলাপচারিতার ফাঁকে অম্রুতা বলেন, ‘অনুরাগ অতি সংবেদনশীল ছিলেন সেক্রেড গেমসের সেক্স সিনের শ্যুটিংয়ে, ওটাই আমার জন্য প্রথমবার যৌন দৃশ্যে অভিনয় ছিল।’ নায়িকাকে সরাসরি তাঁর ঋতুস্রাবের দিনক্ষণ পর্যন্ত জিগ্গেস করেন অনুরাগ। যাতে শ্যুটিং শেডিউল সেইমতো সাজাতে পারেন অনুরাগ। অম্রুতা বলেন, ‘অনুরাগই আমাকে সোজা জিজ্ঞাসা করেছিলেন, তোমার পিরিয়ডসের তারিখ কবে? যাতে ওরা সেক্স সিনের শ্যুটিং ওই সময় না ফেলে। পিরিয়ডস নিয়ে তুমি কি (শ্যুটিং) করতে পারবে? জানতে চেয়েছিল অনুরাগ’।
অম্রুতা অকপটে বলেন, এই বিষয়গুলো নিয়ে সংবেদনশীল হতে কাউকে একই লিঙ্গের হতে হবে এর কোনও অর্থ নেই। নারী-পুরুষের উর্ধ্বে ওঠে মানবতাই সেক্ষেত্রে একমাত্র পরিচয়। মরাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত নাম অম্রুতা সুভাষ। সেক্রেড গেমস-এ দর্শক তাঁকে দেখেছে গুপ্তচর কুসুম দেবী যাদব ওরফে ম্যাডাম যাদবের চরিত্রে। ভারতের অন্যতম জনপ্রিয় সিরিজ ‘সেক্রেড গেমস’। গ্যাংস্টার গণেশ গাইতোন্ডে (নওয়াজউদ্দিন সিদ্দিকি)-কে গ্রেফতার করতে জান লড়িয়ে দেয় পুলিশ অফিসার সরতাজ সিং, চোর-পুলিশের এই লড়াই নিয়েই ‘সেক্রেড গেমস ২’। সিরিজের পরতে পরতে রয়েছে সাসপেন্স আর থ্রিল, মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ড জগতে নিয়েই এই সিরিজ পরিকল্পনা করেন অনুরাগ কশ্যপ।