আম্বানিদের জামনগরের বাড়ি সেজে উঠেছে অনন্ত-রাধিকার প্রাক বিয়ের অনুষ্ঠানের জন্য। দেশ-বিদেশের নামী-দামী ব্যক্তিরা যোগ দিয়েছেন আম্বানির কনিষ্ঠ পুত্রের বিয়ের অনুষ্ঠানে। জামনগরে ফাটিয়ে সেলিব্রেশন চলছে অনন্ত-রাধিকার প্রাক বিয়ের অনুষ্ঠানের। আন্তর্জাতিক তারকা রিহানাও অনুষ্ঠানের প্রথম দিনে লাইভ পারফর্ম করেন।
আম্বানিদের অনুষ্ঠান মানেই তা রাজকীয় হবে, সেটাই স্বাভাবিক নয় কি! অনুষ্ঠানে পারফর্ম করছেন আন্তর্জাতিক তারকা থেকে দেশি তারকারা। অনুষ্ঠানের প্রথম দিনে পারফর্ম করতে আসছেন পপ তারকা রিহানা। মঞ্চে আগুন ধরিয়ে দেন তিনি। এরপরই আমন্ত্রিত অতিথিদের সঙ্গে বেশ মিলেমিশে গিয়েছিলেন পপ তারকা। জাহ্নবী কাপুরের সঙ্গে তাঁর একটি নাচের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। জাহ্নবীর সিনেমার গান ‘জিঙ্গাত’-এ অভিনেত্রীর সঙ্গে কোমর দুলিয়েছেন এই পপ তারকা। এরপর ওরির সঙ্গে একটি নাচের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। আরও পড়ুন: আম্বানিদের অনুষ্ঠানে রয়েছে লাইভ শো, স্ত্রী কোয়েলকে নিয়ে জামনগরে হাজির অরিজিৎ
আরও পড়ুন: জামনগরে দ্বিতীয় দিনের অনুষ্ঠান কেমন হল, রইল আম্বানির বাড়ির অন্দরের টুকরো ছবি
ভিডিয়োতে দেখা গিয়েছে ওরির কানে কানে কিছু বলছেন রিহানা। শুধু ওরির সঙ্গে নাচই নয়, তাঁর সঙ্গে কথা বলতেও দেখা যায় রিহানাকে। ওরিও বলেন ঠিক আছে। জবাবে রিহানা বলেন- 'আমার ভালো লাগছে'। এরপর ওরিও কানে হাত দিয়ে নিজের দুল ঠিক করার চেষ্টা করছেন। এসবের মধ্যে একটি ওরির একটি দুল রিহানার হাতে দেখা যায়।
ভিডিয়ো দেখে নেটদুনিয়ায় নানা মন্তব্যের ঝড় নেটিজেনদের। কারও কারও প্রশ্ন, তাহলে কী ওরির দুল নিয়ে চলে গেলেন রিরি? কেউ বলেছেন, ওরিকেও সঙ্গে নিয়ে যান। আরেকজন লিখেছেন- রিহানা নিশ্চয়ই বলছে যে আমার মাথা ব্যথা করেছে, তাই মাথায় হাত রেখে সেলফি তোলো। আরেকজন লিখেছেন- একমাত্র ওরি ওর জীবন ঠিকমতো কাটাচ্ছেন। আরেকজন লিখেছেন- আমি এটাই ভাবছিলাম, কেন অম্বানির পার্টি থেকে এখনও পর্যন্ত ওরির কোনও ছবি আসেনি।
এদিন রিহানা তাঁর সেরা হিট গানগুলিতে পারফর্ম করেন। যার মধ্যে ছিল 'পোর ইট আপ', 'ওয়াইল্ড থিংস' এবং 'ডায়মন্ডস'।
১ মার্চ থেকে জামনগরে শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান। আয়োজনে কোনও খামতি রাখেনি আম্বানি পরিবার। বিশ্বের অন্যতম বিগ বাজেট প্রাক বিবাহ অনুষ্ঠানের সাক্ষী গুজরাটের জামনগর। অনুষ্ঠানের দ্বিতীয় দিনেও চাঁদের হাট। এ দিন উপস্থিত অতিথিরা ‘দক্ষিণ এশিয়ার পোশাক’-এ সেজেছিলেন। সেলিব্রেশনে মন খুলে নেচেছেন সকলে।