রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জুলাই মাসে। তবে উৎসব শুরু হয়ে গেল মার্চে মাসেই! দেশের সবচেয়ে ধনী ব্যক্তির ছোট ছেলের বিয়ে, আয়োজনে চমক থাকবে না সেটাও কী সম্ভব?
২০২৩ সালের জানুয়ারিতে বাগদান সেরেছিলেন মুকেশ অম্বানি পুত্র অনন্ত অম্বানি এবং ‘অ্যাঙ্কর হেল্থকেয়ার’-এর সিইও বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। শুক্রবার থেকে শুরু হল হবু দম্পতির প্রি-ওয়েডিং সেলিব্রেশন। দেশের প্রথম সারির তারকারা এখন জামনগরে! গোটা বলিউডই ঢেরা জমিয়েছে অনন্ত আম্বানির প্রাক-বিয়ের আসরে। কে নেই! শাহরুখ খান, আমির খান, দীপবীর, সইফিনা, রালিয়া থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনিরা। জামনগরে আজ চাঁদের হাট বললেও কম বলা হবে।
এই মুহূর্তে সেখানেই রয়েছেন অলিম্পিক পদকজয়ী শাটলার সাইনা নেহেওয়াল। সোশ্যাল মিডিয়ায় এই রাজকীয় প্রাক-বিয়ের অনুষ্ঠানের নানান আপটেড শেয়ার করেছেন সাইনা। যার মধ্যে রয়েছ অনন্ত-রাধিকার প্রাক-বিয়ের অনুষ্ঠানের প্রথম দিনের অনুষ্ঠান সূচি।
সাইনার শেয়ার করা তালিকায় স্পষ্ট, অতিথিদের জন্য তাঁদের হোটেলেই সকাল ১১টা থেকে শুরু হয়েছে ওয়েলকাম ব্রাঞ্চ। প্রথম দিনের অনুষ্ঠান শুরু হয় বিকাল ৫টা ৩০ মিনিটে। যার নাম ‘অ্যান ইভনিং ইন এভারল্যান্ড’। এই অনুষ্ঠানের ড্রেস কোড হল ‘এলিগ্যান্ট ককটেল’। অর্থাৎ পাশ্চাত্য পোশাকেই সাজতে হবে অতিথিদের। মেকআপ আর্টিস্ট থেকে হেয়ার ড্রেসার, সবের ব্য়বস্থা করেছে আম্বানি পরিবার। আয়োজনে কোনও খামতি নেই।
প্রথমে আম্বানি পরিবারের তরফে বক্তব্য রাখা হবে হবু বর-কনেকে ঘিরে। তারপরেই পারফরম্যান্স শুরু হয়ে যাবে। প্রথমেই পারফর্ম করবে সির্ক ডি সোলেই। অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হওয়ার জন্য অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন নীতা ও মুকেশ আম্বানি।
এরপরে অতিথিদের জন্য আয়োজিত হয়েছে ‘বনতারা’ শো। আম্বানি পরিবার, বিশেষত অনন্তের পশুপ্রেমের কথা কারুর অজানা নয়। এই শো-তে প্রাণীদের রাজত্বের সৌন্দর্যে বিস্মিত হবেন অতিথিরা। এরপরেই আমন্ত্রিতদের জন্য রয়েছে দুর্দান্ত ড্রোন শো। আলোয় ঝলমল করবে আকাশ। তারপরেই আসবে প্রথম দিনের আসল চমক।
পপ সেনসেশন রিহানা নাচে-গানে জমিয়ে দেবেন আসর। জানা যাচ্ছে, রিহানা আম্বানির ছেলের প্রি-ওয়েডিং ফাংশনে গান গাইতে ৫২ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। এরপর চালু হবে নৈশভোজের আসর এবং আফটার পার্টি দিয়ে শেষ প্রথম দিনের সেলিব্রেশন।
জামনগরে গ্র্যান্ড প্রি-ওয়েডিং উৎসবের জন্য পৌঁছেছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ এবং তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান, ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভাঙ্কা থেকে শুরু করে দেশের নামীদামী ব্যক্তিত্বরা হাজির হয়েছেন।
বৃহস্পতিবার মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট সহ আম্বানি পরিবারের অন্যান্য সদস্যরা গ্রামবাসীদের ঐতিহ্যবাহী গুজরাটি খাবার পরিবেশন করেন। একটি পাপারাজ্জো অ্যাকাউন্ট তাদের মধ্যাহ্নভোজনে যে খাবারের থালা পরিবেশন করা হয়েছিল তার একটি ভিডিওও শেয়ার করেছে। এর মধ্যে ছিল ভাত, ডাল, মিষ্টি, সালাদ এবং আরও সুস্বাদু খাবার।